ETV Bharat / sports

BWF World Championships বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের ডাবলসে হার ভারতের, ব্রোঞ্জেই থামল সাত্বিক, চিরাগ জুটি

মালয়েশিয়ান জুটি অ্যারন শিয়া এবং সোহ উই ইকের বিরুদ্ধে সেমি-ফাইনালে হার সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টির (Satwiksairaj Rankireddy and Chirag Shetty Ended Up with Bronze) ৷ সেই সঙ্গে প্রথমবার ভারতকে পুরুষদের ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ (BWF World Championships) ডাবলসে পদকও এনে দিলেন ৷

satwiksairaj-rankireddy-and-chirag-shetty-ended-up-with-bronze-in-bwf-world-championships
satwiksairaj-rankireddy-and-chirag-shetty-ended-up-with-bronze-in-bwf-world-championships
author img

By

Published : Aug 27, 2022, 11:23 AM IST

Updated : Aug 27, 2022, 12:33 PM IST

টোকিয়ো, 27 অগস্ট: ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় শাটলার জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টিকে (Satwiksairaj Rankireddy and Chirag Shetty Ended Up with Bronze) ৷ পুরুষদের ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ (BWF World Championships) ডাবলসের সেমি-ফাইনালে মালয়েশিয়ান জুটি অ্যারন শিয়া এবং সোহ উই ইকের বিরুদ্ধে হারলেন সাত্বিক-চিরাগ জুটি ৷ ম্যাচের ফল 20-22, 21-18, 21-16 ৷

এ দিন মাত্র 76 মিনিটে পুরুষদের ডবলসের সেমি-ফাইনাল ম্যাচ শেষ হয়ে যায় ৷ তবে, প্রথম গেম ভারতীয় দুই শাটলার লড়াই করে জেতেন ৷ 20-22 স্কোরে বিশ্বের 6 নম্বর ব়্যাঙ্কিং জুটি অ্যারন শিয়া এবং সোহ উই ইককে প্রথম গেমে হারান সাত্বিক-চিরাগ জুটি ৷ তবে, দ্বিতীয় ও তৃতীয় গেমে আর ভারতীয় শাটলারদের দাঁড়াতে দেয়নি মালয়েশিয়ান জুটি ৷ 21-18, 21-16 গেমে ম্যাচ শেষ করে দেন অ্যারন শিয়া এবং সোহ উই ইক ৷

আরও পড়ুন: সাত্বিক, চিরাগের হাত ধরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিহাস ভারতের

প্রসঙ্গত, সাত্বিক এবং চিরাগের হাত ধরেই ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের ডাবলসে প্রথমবার পদক এল ভারতের ঝুলিতে (India Wins First Medal in Mens Doubles) ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডাবলস বিভাগে ভারতের এটি দ্বিতীয় পদক ৷ এর আগের জ্বালা গুট্টা এবং অশ্বিনী পোন্নাপ্পা জুটি 2011 সালে ব্রোঞ্জ পদক জিতেছিলেন মহিলাদের ডাবলস বিভাগে ৷

টোকিয়ো, 27 অগস্ট: ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় শাটলার জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টিকে (Satwiksairaj Rankireddy and Chirag Shetty Ended Up with Bronze) ৷ পুরুষদের ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ (BWF World Championships) ডাবলসের সেমি-ফাইনালে মালয়েশিয়ান জুটি অ্যারন শিয়া এবং সোহ উই ইকের বিরুদ্ধে হারলেন সাত্বিক-চিরাগ জুটি ৷ ম্যাচের ফল 20-22, 21-18, 21-16 ৷

এ দিন মাত্র 76 মিনিটে পুরুষদের ডবলসের সেমি-ফাইনাল ম্যাচ শেষ হয়ে যায় ৷ তবে, প্রথম গেম ভারতীয় দুই শাটলার লড়াই করে জেতেন ৷ 20-22 স্কোরে বিশ্বের 6 নম্বর ব়্যাঙ্কিং জুটি অ্যারন শিয়া এবং সোহ উই ইককে প্রথম গেমে হারান সাত্বিক-চিরাগ জুটি ৷ তবে, দ্বিতীয় ও তৃতীয় গেমে আর ভারতীয় শাটলারদের দাঁড়াতে দেয়নি মালয়েশিয়ান জুটি ৷ 21-18, 21-16 গেমে ম্যাচ শেষ করে দেন অ্যারন শিয়া এবং সোহ উই ইক ৷

আরও পড়ুন: সাত্বিক, চিরাগের হাত ধরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিহাস ভারতের

প্রসঙ্গত, সাত্বিক এবং চিরাগের হাত ধরেই ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের ডাবলসে প্রথমবার পদক এল ভারতের ঝুলিতে (India Wins First Medal in Mens Doubles) ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডাবলস বিভাগে ভারতের এটি দ্বিতীয় পদক ৷ এর আগের জ্বালা গুট্টা এবং অশ্বিনী পোন্নাপ্পা জুটি 2011 সালে ব্রোঞ্জ পদক জিতেছিলেন মহিলাদের ডাবলস বিভাগে ৷

Last Updated : Aug 27, 2022, 12:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.