ETV Bharat / sports

ভারতের কুস্তি ফেডারেশনের নয়া সভাপতি ব্রিজভূষণের অনুগামী সঞ্জয় সিং - নয়া সভাপতি ব্রিজভূষণের অনুগামী সঞ্জয় সিং

Wrestling Federation of India: বৃহস্পতিবার ভারতের কুস্তি ফেডারেশনের ভোট হয় নয়াদিল্লিতে আইওএ-র সদর দফতরে ৷ সভাপতি নির্বাচিত হয়েছেন উত্তরপ্রদেশের কুস্তি অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সঞ্জয় সিং ৷ কুস্তি ফেডারেশনের প্রাক্তন ব্রিজভূষণ শরণ সিং-এর অনুগামী বলে পরিচিত এই সঞ্জয় সিং ৷

Sanjay Singh elected as President of WFI
Sanjay Singh elected as President of WFI
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 4:00 PM IST

Updated : Dec 21, 2023, 4:52 PM IST

নয়াদিল্লি, 21 ডিসেম্বর: ভারতের কুস্তি ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট হলেন সঞ্জয় সিং ৷ তিনি কুস্তি ফেডারেশের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর অনুগামী বলে পরিচিত ৷ বৃহস্পতিবার হওয়া এই ভোটে সঞ্জয়ের বিপক্ষে ছিলেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অ্যাথলিট অনিতা শেরওয়ান ৷

এ দিন নয়াদিল্লিতে ভারতীয় অলিম্পিক্স অ্য়াসোসিয়েশনের সদর দফতরে এই নির্বাচন হয় ৷ সেখানেই উত্তরপ্রদেশের কুস্তি অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ভারতের কুস্তি ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ৷ একই সঙ্গে ঘোষিত হয় ফেডারেশনের পরবর্তী প্রশাসক প্যানেলের নামও ৷

  • #WATCH | On his close aide and newly elected president of the Wrestling Federation of India, Sanjay Singh, former WFI chief Brij Bhushan Sharan Singh says "I want to give the credit of victory to the wrestlers of the country and the Secretary of WFI. I hope that after the… pic.twitter.com/xd6hGxSnlR

    — ANI (@ANI) December 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কুস্তি ফেডারেশন নিয়ে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে ৷ প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে খেলোয়াড়দের যৌন হেনস্তা করার অভিযোগ ওঠে ৷ তাঁকে অপসারণ ও শাস্তির দাবিতে ধরনায় বসেন কুস্তিগিররা ৷ এই নিয়ে দিল্লি পুলিশ তদন্তও শুরু করে ৷ ইতিমধ্যে পদত্য়াগ করেন ব্রিজভূষণ ৷

কিন্তু নির্বাচন নিয়ে শুরু হয় আইনি জটিলতা ৷ আদালতের স্থগিতাদেশের জেরে বন্ধ হয়ে যায় নির্বাচন ৷ যার জেরে বিশ্ব কুস্তি সংস্থা (ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং) নিষেধাজ্ঞা আরোপ করে ভারতের কুস্তি ফেডারেশনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ৷ এখন নির্বাচন হয়ে যাওয়ার পর সেই নিষেধাজ্ঞা উঠে যাবে বলে মনে করা হচ্ছে ৷ গত কয়েকমাসে ভারতের কুস্তিগীরদের নিরপেক্ষ অ্যাথলিট হিসেবে অংশগ্রহণ করতে হয় ৷ এবার থেকে ভারতের কুস্তি ফেডারেশনের হয়েই তাঁরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন ৷

  • #WATCH | Former WFI chief Brij Bhushan Sharan Singh's aide Sanjay Singh elected as the new president of the Wrestling Federation of India

    "...National Camps (for wrestling) will be organised. Wrestlers who want to do politics can do politics, those want to do wrestling will do… pic.twitter.com/wUsYpFNvIT

    — ANI (@ANI) December 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে এ দিন নির্বাচনের আগে সংবাদসংস্থা পিটিআই-কে ব্রিজ ভূষণ বলেন, "11 মাস পরে অবশেষে আজ নির্বাচন । নির্বাচনে সঞ্জয় সিংকে একভাবে পুরানো ফেডারেশনের প্রতিনিধি হিসাবে বর্ণনা করা যেতে পারে ।" এর পর তাঁর সংযোজন ছিল, "সঞ্জয় সিংয়ের নির্বাচনে জয়ী হওয়া নিশ্চিত ৷ শিশুদের জন্য একটি নতুন ফেডারেশন গঠন নিশ্চিত করতে হবে । আমি তাদের যত তাড়াতাড়ি সম্ভব একটি অনুকূল খেলাধুলার পরিবেশ তৈরি করতে ও যেকোনও ক্ষতি পূরণ করে দেওয়ার আহ্বান জানাই ।"

আরও পড়ুন:

  1. মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তার মামলার শুনানির রাউজ অ্যাভিনিউ আদালতে
  2. অনির্দিষ্টকালের জন্য জাতীয় কুস্তি ফেডারেশনের সদস্যপদ খারিজ করল বিশ্ব কুস্তি সংস্থা
  3. ভারতের কুস্তি ফেডারেশনের নির্বাচনে স্থগিতাদেশ পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের

নয়াদিল্লি, 21 ডিসেম্বর: ভারতের কুস্তি ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট হলেন সঞ্জয় সিং ৷ তিনি কুস্তি ফেডারেশের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর অনুগামী বলে পরিচিত ৷ বৃহস্পতিবার হওয়া এই ভোটে সঞ্জয়ের বিপক্ষে ছিলেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অ্যাথলিট অনিতা শেরওয়ান ৷

এ দিন নয়াদিল্লিতে ভারতীয় অলিম্পিক্স অ্য়াসোসিয়েশনের সদর দফতরে এই নির্বাচন হয় ৷ সেখানেই উত্তরপ্রদেশের কুস্তি অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ভারতের কুস্তি ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ৷ একই সঙ্গে ঘোষিত হয় ফেডারেশনের পরবর্তী প্রশাসক প্যানেলের নামও ৷

  • #WATCH | On his close aide and newly elected president of the Wrestling Federation of India, Sanjay Singh, former WFI chief Brij Bhushan Sharan Singh says "I want to give the credit of victory to the wrestlers of the country and the Secretary of WFI. I hope that after the… pic.twitter.com/xd6hGxSnlR

    — ANI (@ANI) December 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কুস্তি ফেডারেশন নিয়ে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে ৷ প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে খেলোয়াড়দের যৌন হেনস্তা করার অভিযোগ ওঠে ৷ তাঁকে অপসারণ ও শাস্তির দাবিতে ধরনায় বসেন কুস্তিগিররা ৷ এই নিয়ে দিল্লি পুলিশ তদন্তও শুরু করে ৷ ইতিমধ্যে পদত্য়াগ করেন ব্রিজভূষণ ৷

কিন্তু নির্বাচন নিয়ে শুরু হয় আইনি জটিলতা ৷ আদালতের স্থগিতাদেশের জেরে বন্ধ হয়ে যায় নির্বাচন ৷ যার জেরে বিশ্ব কুস্তি সংস্থা (ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং) নিষেধাজ্ঞা আরোপ করে ভারতের কুস্তি ফেডারেশনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ৷ এখন নির্বাচন হয়ে যাওয়ার পর সেই নিষেধাজ্ঞা উঠে যাবে বলে মনে করা হচ্ছে ৷ গত কয়েকমাসে ভারতের কুস্তিগীরদের নিরপেক্ষ অ্যাথলিট হিসেবে অংশগ্রহণ করতে হয় ৷ এবার থেকে ভারতের কুস্তি ফেডারেশনের হয়েই তাঁরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন ৷

  • #WATCH | Former WFI chief Brij Bhushan Sharan Singh's aide Sanjay Singh elected as the new president of the Wrestling Federation of India

    "...National Camps (for wrestling) will be organised. Wrestlers who want to do politics can do politics, those want to do wrestling will do… pic.twitter.com/wUsYpFNvIT

    — ANI (@ANI) December 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে এ দিন নির্বাচনের আগে সংবাদসংস্থা পিটিআই-কে ব্রিজ ভূষণ বলেন, "11 মাস পরে অবশেষে আজ নির্বাচন । নির্বাচনে সঞ্জয় সিংকে একভাবে পুরানো ফেডারেশনের প্রতিনিধি হিসাবে বর্ণনা করা যেতে পারে ।" এর পর তাঁর সংযোজন ছিল, "সঞ্জয় সিংয়ের নির্বাচনে জয়ী হওয়া নিশ্চিত ৷ শিশুদের জন্য একটি নতুন ফেডারেশন গঠন নিশ্চিত করতে হবে । আমি তাদের যত তাড়াতাড়ি সম্ভব একটি অনুকূল খেলাধুলার পরিবেশ তৈরি করতে ও যেকোনও ক্ষতি পূরণ করে দেওয়ার আহ্বান জানাই ।"

আরও পড়ুন:

  1. মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তার মামলার শুনানির রাউজ অ্যাভিনিউ আদালতে
  2. অনির্দিষ্টকালের জন্য জাতীয় কুস্তি ফেডারেশনের সদস্যপদ খারিজ করল বিশ্ব কুস্তি সংস্থা
  3. ভারতের কুস্তি ফেডারেশনের নির্বাচনে স্থগিতাদেশ পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের
Last Updated : Dec 21, 2023, 4:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.