দুবাই, 21 ফেব্রুয়ারি: ফাইনালে প্রবেশ করেও গতমাসে কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামে খেতাব ক্যাবিনেটে আনতে পারেননি ৷ অস্ট্রেলিয়ান ওপেন শেষ গ্র্যান্ড স্ল্য়াম হলেও মঙ্গলবার কেরিয়ারের শেষ প্রতিযোগিতায় কোর্টে নেমেছিলেন সানিয়া মির্জা (Sania Mirza) ৷ জিতলে আরও কয়েকটা দিন, কয়েকঘণ্টা দীর্ঘায়িত হত কেরিয়ার ৷ কিন্তু না ৷ কেরিয়ারের শেষ টুর্নামেন্ট দুবাই ওপেনে শুরুতেই বিদায় নিলেন সানিয়া মির্জা ৷ শেষ হল দু'দশকের বর্ণময় কেরিয়ার ৷ বানপ্রস্থে গেলেন দেশের সর্বকালের সেরা মহিলা টেনিস প্লেয়ার (Sania Mirza bids adieu to professional tennis career) ৷
ব়্য়াকেট তুলে রাখলেন বটে, তবে রেখে গেলেন এক রূপকথার আখ্যান ৷ যা টেনিস কোর্টে আগামী প্রজন্মের সাফল্যের পাথেয় হতে পারে ৷ রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে রড লেভার এরিনায় রানার-আপ হয়ে শেষ করার পর এদিন কেরিয়ারের শেষ ম্যাচটা খানিক নিঃশব্দেই খেলে ফেললেন সানিয়া ৷
-
One final embrace 🫂@MirzaSania has played her final match, wrapping up her career in Dubai!#DDFTennis pic.twitter.com/miVNQYJGMJ
— wta (@WTA) February 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">One final embrace 🫂@MirzaSania has played her final match, wrapping up her career in Dubai!#DDFTennis pic.twitter.com/miVNQYJGMJ
— wta (@WTA) February 21, 2023One final embrace 🫂@MirzaSania has played her final match, wrapping up her career in Dubai!#DDFTennis pic.twitter.com/miVNQYJGMJ
— wta (@WTA) February 21, 2023
মার্কিনী ম্যাডিসন কি'র সঙ্গে জুটি বেঁধে প্রথম রাউন্ডে সানিয়া হারলেন স্ট্রেট সেটে ৷ মণিমামনিক্যে ভরা কেরিয়ারের শেষ ম্যাচ হয়তো দ্রুত ভুলতে চাইবেন প্রাক্তন বিশ্বের পয়লা নম্বর ৷ রুশ প্রতিপক্ষের বিরুদ্ধে সানিয়াদের বিরুদ্ধে ম্যাচের ফল 4-6, 0-6 ৷ সবমিলিয়ে 43 পেরিয়ে ডব্লিউটিও ডাবলস খেতাবের সংখ্যাটা 44 হল না হায়দরাবাদি কন্যার ৷
-
Six-time major champion 🏆
— wta (@WTA) February 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Former doubles World No.1 🌟
Congrats on a fantastic career, @MirzaSania 💜#ThankYouSania pic.twitter.com/7mXdiu86dQ
">Six-time major champion 🏆
— wta (@WTA) February 21, 2023
Former doubles World No.1 🌟
Congrats on a fantastic career, @MirzaSania 💜#ThankYouSania pic.twitter.com/7mXdiu86dQSix-time major champion 🏆
— wta (@WTA) February 21, 2023
Former doubles World No.1 🌟
Congrats on a fantastic career, @MirzaSania 💜#ThankYouSania pic.twitter.com/7mXdiu86dQ
প্রো হিসেবে সানিয়ার পেশাদার টেনিসের শুরুটা হয়েছিল 2003-এ ৷ দীর্ঘ কেরিয়ারে জিতেছেন 6টি মেজর ৷ মেয়ের কেরিয়ারের বিদায়বেলায় আবেগঘন বাবা ইমরান মির্জা জানিয়েছেন, ক্লাবস্তর পর্যন্ত টেনিস আমিও খেলেছি ৷ তবে খুব খুঁটিয়ে খেলাটাকে অনুসরণ ৷ সেই অভিজ্ঞতা থেকেই অঙ্কুরে সানিয়াকে চিনেছিলেন বলে মত ইমরান মির্জার ৷ তবে সানিয়ার ব়্যাকেট হাতে তুলে নেওয়ার পর 30টা বছর কেটে গেল, এখনও বিশ্বাস হচ্ছে না তাঁর ৷
-
Curtains come down on a glittering career of @MirzaSania as she and Madison Keys lose in Dubai. Super proud of what you have achieved in the last 30 years since you picked up the racket, Sania and may Allah always bless you. https://t.co/LiV94CqHZG
— Imran Mirza (@imrandomthought) February 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Curtains come down on a glittering career of @MirzaSania as she and Madison Keys lose in Dubai. Super proud of what you have achieved in the last 30 years since you picked up the racket, Sania and may Allah always bless you. https://t.co/LiV94CqHZG
— Imran Mirza (@imrandomthought) February 21, 2023Curtains come down on a glittering career of @MirzaSania as she and Madison Keys lose in Dubai. Super proud of what you have achieved in the last 30 years since you picked up the racket, Sania and may Allah always bless you. https://t.co/LiV94CqHZG
— Imran Mirza (@imrandomthought) February 21, 2023
তবে টেনিস কোর্টকে বিদায় জানিয়ে কেরিয়ারের পরের অধ্যায়টা আকর্ষণীয় হতে চলেছে টেনিস সুন্দরীর জন্য ৷ কারণ এবার ক্রিকেট জগতে প্রবেশ করছেন ক্রিকেটার-ঘরনী সানিয়া ৷ ডব্লিউপিএলের প্রথম সংস্করণে ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজির মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছেন সানিয়া ৷
আরও পড়ুন: আরসিবি উইমেনসের মেন্টর হলেন সানিয়া মির্জা