ETV Bharat / sports

Exclusive Saina Nehwal : শব্দচয়নে আরও হিসেবি হওয়া উচিত ছিল, সিদ্ধার্থের যৌন ইঙ্গিতপূর্ণ প্রত্যুত্তরে ব্যথিত সাইনা - শব্দচয়নে আরও হিসেবি হওয়া উচিৎ ছিল, সিদ্ধার্থের যৌন ইঙ্গিতপূর্ণ প্রত্যুত্তরে ব্যথিত সাইনা

গত বুধবার পঞ্জাবের ফ্লাইওভারে প্রধানমন্ত্রীর আটকে থাকার ঘটনার প্রতিবাদে টুইটারে সরব হন সাইনা (Saina Nehwal condemned the security lapse of Narendra Modi) ৷ তারই প্রত্যুত্তরে একদা বিশ্বের পয়লা নম্বর শাটলারকে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছুঁড়ে দেন 'রং দে বাসন্তী' অভিনেতা ৷

Saina on Siddharth Sexist Tweet
শব্দচয়নে আরও হিসেবি হওয়া উচিৎ ছিল, সিদ্ধার্থের যৌন ইঙ্গিতপূর্ণ প্রত্যুত্তরে ব্যথিত সাইনা
author img

By

Published : Jan 10, 2022, 6:34 PM IST

Updated : Jan 11, 2022, 6:15 AM IST

হায়দরাবাদ, 10 জানুয়ারি : 'Shuttle cock' নয় অলিম্পিক ব্রোঞ্জজয়ী সাইনা নেহওয়ালকে 'Subtle Cock Champion' বলে চরম বিতর্কে দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ ৷ পঞ্জাবে দিনকয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় বড়সড় ত্রুটির বিষয়টি সংবাদ শিরোনামে এলে সে বিষয়ে প্রধানমন্ত্রীর স্বপক্ষে টুইটারে সওয়াল করেন সাইনা নেহওয়াল ৷ তারই প্রত্যুত্তরে একদা বিশ্বের পয়লা নম্বর শাটলারকে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছুঁড়ে দেন 'রং দে বাসন্তী' অভিনেতা ৷ ঘটনায় সিদ্ধার্থের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় মহিলা কমিশন ৷ আর ইটিভি ভারতকে সাইনা এ বিষয়ে জানালেন, অভিনেতার শব্দচয়ন এক্ষেত্রে আরও ভাল হতে পারত (Saina Nehwal says Siddharth can express himself with better words) ৷

গত বুধবার পঞ্জাবের ফ্লাইওভারে প্রধানমন্ত্রীর আটকে থাকার ঘটনার প্রতিবাদে টুইটারে সরব হন সাইনা (Saina Nehwal condemned the security lapse of Narendra Modi) ৷ 2020 বিজেপিতে যোগ দেওয়া শাটলার লেখেন, "প্রধানমন্ত্রীর নিরাপত্তা যে দেশে সুরক্ষিত নয় সেই দেশ কখনও নিজেদের সুরক্ষিত দাবি করতে পারে না ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর কাপুরুষোচিত আক্রমণের ধিক্কার জানাই ৷"

প্রত্যুত্তরে মোদি-বিরোধী অভিনেতা সিদ্ধার্থ লেখেন, "Subtle Cock বিশ্ব চ্যাম্পিয়ন ৷ ঈশ্বরকে ধন্যবাদ যে এদেশে এখনও প্রতিবাদকারীরা রয়েছে ৷" এমন প্রত্যুত্তরের পরেই নেটাগরিকদের চক্ষুশূল হয়ে ওঠেন দক্ষিণী অভিনেতা ৷ গোটা বিষয়ে ইটিভি ভারতকে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে লন্ডন অলিম্পিকসে ব্রোঞ্জজয়ী বলেন, "অভিনেতা হিসেবে ওঁকে আমি পছন্দ করতাম কিন্তু এই প্রত্যুত্তরটা মোটেই সঠিক ছিল না ৷"

আরও পড়ুন : Saina on UP Polls : জেলা পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ঝড়, যোগীকে অভিনন্দন জানিয়ে তোপের মুখে সাইনা

তামিল অভিনেতার মন্তব্য প্রসঙ্গে সাইনা আরও বলেন, "আমি জানি না ওঁ ঠিক কী বলতে চেয়েছে ৷ তবে শব্দচয়নে আরও সাবধানী হওয়া উচিত ছিল ৷ আমার মনে হয় টুইটার সব নজরে রাখছে ৷ প্রধানমন্ত্রীর নিরাপত্তা যদি বিঘ্নিত হয় তাহলে এদেশে কে নিরাপদ আামার জানা নেই ৷" অভিনেতার মন্তব্যে যে তিনি ব্যথিত তা সাইনার কথাতেই স্পষ্ট ৷ এখন দেখার মন্তব্যের পরিপ্রেক্ষিতে সিদ্ধার্থের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে জাতীয় মহিলা কমিশন ৷

হায়দরাবাদ, 10 জানুয়ারি : 'Shuttle cock' নয় অলিম্পিক ব্রোঞ্জজয়ী সাইনা নেহওয়ালকে 'Subtle Cock Champion' বলে চরম বিতর্কে দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ ৷ পঞ্জাবে দিনকয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় বড়সড় ত্রুটির বিষয়টি সংবাদ শিরোনামে এলে সে বিষয়ে প্রধানমন্ত্রীর স্বপক্ষে টুইটারে সওয়াল করেন সাইনা নেহওয়াল ৷ তারই প্রত্যুত্তরে একদা বিশ্বের পয়লা নম্বর শাটলারকে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছুঁড়ে দেন 'রং দে বাসন্তী' অভিনেতা ৷ ঘটনায় সিদ্ধার্থের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় মহিলা কমিশন ৷ আর ইটিভি ভারতকে সাইনা এ বিষয়ে জানালেন, অভিনেতার শব্দচয়ন এক্ষেত্রে আরও ভাল হতে পারত (Saina Nehwal says Siddharth can express himself with better words) ৷

গত বুধবার পঞ্জাবের ফ্লাইওভারে প্রধানমন্ত্রীর আটকে থাকার ঘটনার প্রতিবাদে টুইটারে সরব হন সাইনা (Saina Nehwal condemned the security lapse of Narendra Modi) ৷ 2020 বিজেপিতে যোগ দেওয়া শাটলার লেখেন, "প্রধানমন্ত্রীর নিরাপত্তা যে দেশে সুরক্ষিত নয় সেই দেশ কখনও নিজেদের সুরক্ষিত দাবি করতে পারে না ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর কাপুরুষোচিত আক্রমণের ধিক্কার জানাই ৷"

প্রত্যুত্তরে মোদি-বিরোধী অভিনেতা সিদ্ধার্থ লেখেন, "Subtle Cock বিশ্ব চ্যাম্পিয়ন ৷ ঈশ্বরকে ধন্যবাদ যে এদেশে এখনও প্রতিবাদকারীরা রয়েছে ৷" এমন প্রত্যুত্তরের পরেই নেটাগরিকদের চক্ষুশূল হয়ে ওঠেন দক্ষিণী অভিনেতা ৷ গোটা বিষয়ে ইটিভি ভারতকে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে লন্ডন অলিম্পিকসে ব্রোঞ্জজয়ী বলেন, "অভিনেতা হিসেবে ওঁকে আমি পছন্দ করতাম কিন্তু এই প্রত্যুত্তরটা মোটেই সঠিক ছিল না ৷"

আরও পড়ুন : Saina on UP Polls : জেলা পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ঝড়, যোগীকে অভিনন্দন জানিয়ে তোপের মুখে সাইনা

তামিল অভিনেতার মন্তব্য প্রসঙ্গে সাইনা আরও বলেন, "আমি জানি না ওঁ ঠিক কী বলতে চেয়েছে ৷ তবে শব্দচয়নে আরও সাবধানী হওয়া উচিত ছিল ৷ আমার মনে হয় টুইটার সব নজরে রাখছে ৷ প্রধানমন্ত্রীর নিরাপত্তা যদি বিঘ্নিত হয় তাহলে এদেশে কে নিরাপদ আামার জানা নেই ৷" অভিনেতার মন্তব্যে যে তিনি ব্যথিত তা সাইনার কথাতেই স্পষ্ট ৷ এখন দেখার মন্তব্যের পরিপ্রেক্ষিতে সিদ্ধার্থের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে জাতীয় মহিলা কমিশন ৷

Last Updated : Jan 11, 2022, 6:15 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.