হায়দরাবাদ, 10 জানুয়ারি : 'Shuttle cock' নয় অলিম্পিক ব্রোঞ্জজয়ী সাইনা নেহওয়ালকে 'Subtle Cock Champion' বলে চরম বিতর্কে দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ ৷ পঞ্জাবে দিনকয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় বড়সড় ত্রুটির বিষয়টি সংবাদ শিরোনামে এলে সে বিষয়ে প্রধানমন্ত্রীর স্বপক্ষে টুইটারে সওয়াল করেন সাইনা নেহওয়াল ৷ তারই প্রত্যুত্তরে একদা বিশ্বের পয়লা নম্বর শাটলারকে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছুঁড়ে দেন 'রং দে বাসন্তী' অভিনেতা ৷ ঘটনায় সিদ্ধার্থের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় মহিলা কমিশন ৷ আর ইটিভি ভারতকে সাইনা এ বিষয়ে জানালেন, অভিনেতার শব্দচয়ন এক্ষেত্রে আরও ভাল হতে পারত (Saina Nehwal says Siddharth can express himself with better words) ৷
গত বুধবার পঞ্জাবের ফ্লাইওভারে প্রধানমন্ত্রীর আটকে থাকার ঘটনার প্রতিবাদে টুইটারে সরব হন সাইনা (Saina Nehwal condemned the security lapse of Narendra Modi) ৷ 2020 বিজেপিতে যোগ দেওয়া শাটলার লেখেন, "প্রধানমন্ত্রীর নিরাপত্তা যে দেশে সুরক্ষিত নয় সেই দেশ কখনও নিজেদের সুরক্ষিত দাবি করতে পারে না ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর কাপুরুষোচিত আক্রমণের ধিক্কার জানাই ৷"
প্রত্যুত্তরে মোদি-বিরোধী অভিনেতা সিদ্ধার্থ লেখেন, "Subtle Cock বিশ্ব চ্যাম্পিয়ন ৷ ঈশ্বরকে ধন্যবাদ যে এদেশে এখনও প্রতিবাদকারীরা রয়েছে ৷" এমন প্রত্যুত্তরের পরেই নেটাগরিকদের চক্ষুশূল হয়ে ওঠেন দক্ষিণী অভিনেতা ৷ গোটা বিষয়ে ইটিভি ভারতকে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে লন্ডন অলিম্পিকসে ব্রোঞ্জজয়ী বলেন, "অভিনেতা হিসেবে ওঁকে আমি পছন্দ করতাম কিন্তু এই প্রত্যুত্তরটা মোটেই সঠিক ছিল না ৷"
-
Subtle cock champion of the world... Thank God we have protectors of India. 🙏🏽
— Siddharth (@Actor_Siddharth) January 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Shame on you #Rihanna https://t.co/FpIJjl1Gxz
">Subtle cock champion of the world... Thank God we have protectors of India. 🙏🏽
— Siddharth (@Actor_Siddharth) January 6, 2022
Shame on you #Rihanna https://t.co/FpIJjl1GxzSubtle cock champion of the world... Thank God we have protectors of India. 🙏🏽
— Siddharth (@Actor_Siddharth) January 6, 2022
Shame on you #Rihanna https://t.co/FpIJjl1Gxz
আরও পড়ুন : Saina on UP Polls : জেলা পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ঝড়, যোগীকে অভিনন্দন জানিয়ে তোপের মুখে সাইনা
তামিল অভিনেতার মন্তব্য প্রসঙ্গে সাইনা আরও বলেন, "আমি জানি না ওঁ ঠিক কী বলতে চেয়েছে ৷ তবে শব্দচয়নে আরও সাবধানী হওয়া উচিত ছিল ৷ আমার মনে হয় টুইটার সব নজরে রাখছে ৷ প্রধানমন্ত্রীর নিরাপত্তা যদি বিঘ্নিত হয় তাহলে এদেশে কে নিরাপদ আামার জানা নেই ৷" অভিনেতার মন্তব্যে যে তিনি ব্যথিত তা সাইনার কথাতেই স্পষ্ট ৷ এখন দেখার মন্তব্যের পরিপ্রেক্ষিতে সিদ্ধার্থের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে জাতীয় মহিলা কমিশন ৷