দিল্লি, 21 মে : অ্যাথলিটদের ট্রেনিং ফের শুরু করার জন্য স্ট্যান্ডার অপারেটিং প্রসিডিউর বা SOP জারি করল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা SAI ৷ কোরোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল SAI-এর শাখাগুলি ৷
SAI-এর একটি ভিডিয়ো কনফারেন্সে এই SOP ঘোষণা করা হয় ৷ এই SOP -এ জানিয়ে দেওয়া হয়, SAI এর প্রতিটি শাখাতে একটি করে COVID-19 টাক্স ফোর্স গঠন করতে হবে ৷ এই টাক্স ফোর্স সমস্ত ট্রেনি ও অ্যাথলিটদের মনিটর করবে ৷ এই টাক্স ফোর্সে অবশ্যই থাকবেন প্রতিটি ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন বা NSF-এর প্রধান কোচিং স্টাফ ৷
ট্রেনিং শুরু করার আগে SAI এর সমস্ত শাখাগুলিকে COVID টাক্স ফোর্স ও হাইজিন অফিস গঠন করতে হবে ৷ সমস্ত শাখাকেই নিজেদের এলাকা জীবাণুমুক্ত করতে হবে ৷ SOP এর গাইড লাইন অনুযায়ী সমস্ত অ্যাথলিট, কোচিং স্টাফ ও অন্যদের ভারত সরকারের ‘আরোগ্য সেতু’ অ্যাপ ডাউনলোড করতে হবে ৷
এছাড়াও SAI চারটি বিভাগে সমস্ত খেলাকে ভাগ করেছে ৷ সেগুলি হল সংস্পর্শ বিহীন, আংশিক সংস্পর্শ, সম্পূর্ণ সংস্পর্শ ও ওয়াটার স্পোর্টস ৷
SAI এর গাইডলাইন অনুযায়ী অ্যাথলিটরা একসঙ্গে ট্রেনিং করতে পারবেন না ৷ এটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে যে, শুধুমাত্র সরকারি গাইড লাইন মানলে তবেই জিমনেসিয়াম খোলার অনুমতি দেওয়া হবে ৷
ট্রেনিং-এর সময় অ্যাথলিটদের নিজেদের মধ্যে কমপক্ষে 2 মিটারের দূরত্ব বজায় রাখতে হবে ৷ এছাড়া শুধু খেলার সময় ছাড়া বাকি সব সময় অ্যাথলিটদের মাস্ক পরতে হবে ৷
তবে ভিডিয়ো কনফারেন্সের সময় SAI এর তরফে পরিষ্কার করা হয় যে এই গাইড লাইন কখনই সরকারী গাইড লাইনের পরিপূরক নয় ৷ SAI -এর সমস্ত ট্রেনিং সেন্টারগুলি 17 মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় ৷ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয় সমস্ত গাইডলাইন মেনে স্পোর্টস প্রতিষ্ঠানগুলি খোলা যাবে ৷ কিন্তু কোনও স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে না ৷