ETV Bharat / sports

রিজিওনাল ডিভিশনে থার্মাল স্ক্যানার ব্যবহারের আবেদন SAI-এর - SAI

সমস্ত রিজিওনাল ডিভিশনকে থার্মাল স্ক্যানার ব্যবহার করার পরামর্শ দিল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা SAI ৷

image
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া
author img

By

Published : Mar 21, 2020, 9:21 PM IST

দিল্লি, 21 মার্চ : দেশজুড়ে ঝড়ের গতিতে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ ইতিমধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে 5 জনের ৷ এই পরিস্থিতিতে নিজেদের সমস্ত রিজিওনাল ডিভিশনকে থার্মাল স্ক্যানার ব্যবহার করার পরামর্শ দিল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা SAI ৷

SAI-এর এক অফিসার এদিন বলেন, ''আমরা রিজিওনাল ডিভিশনকে নির্দেশ দিয়েছি থার্মাল স্ক্যানার ব্যবহারের জন্য ৷ দলের ম্যানেজাররা পরিস্থিতির উপর নজর রাখছেন ৷’’

প্রতি পর্ব শেষের পরে সমস্ত অ্য়াথলিটদের যথাযথভাবে পরীক্ষা করা হচ্ছে ৷ কোরোনার জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক প্রতিটি সংস্থাকে সমস্ত ইভেন্ট আগামী 15 এপ্রিল পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷

যদিও আসন্ন অলিম্পিকের কথা মাথায় রেখে টোকিও অলিম্পিকগামী সমস্ত অ্যাথলিটকে অনুশীলন করার অনুমতি দেওয়া হয়েছে ৷ যদিও প্রতিটা পর্বের পর পরীক্ষা করা হচ্ছে তাঁদের ৷ ভারতীয় পুরুষ ও মহিলা হকি দল বেঙ্গালুরু SAI সেন্টারে অনুশীলন করছে ৷

দিল্লি, 21 মার্চ : দেশজুড়ে ঝড়ের গতিতে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ ইতিমধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে 5 জনের ৷ এই পরিস্থিতিতে নিজেদের সমস্ত রিজিওনাল ডিভিশনকে থার্মাল স্ক্যানার ব্যবহার করার পরামর্শ দিল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা SAI ৷

SAI-এর এক অফিসার এদিন বলেন, ''আমরা রিজিওনাল ডিভিশনকে নির্দেশ দিয়েছি থার্মাল স্ক্যানার ব্যবহারের জন্য ৷ দলের ম্যানেজাররা পরিস্থিতির উপর নজর রাখছেন ৷’’

প্রতি পর্ব শেষের পরে সমস্ত অ্য়াথলিটদের যথাযথভাবে পরীক্ষা করা হচ্ছে ৷ কোরোনার জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক প্রতিটি সংস্থাকে সমস্ত ইভেন্ট আগামী 15 এপ্রিল পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷

যদিও আসন্ন অলিম্পিকের কথা মাথায় রেখে টোকিও অলিম্পিকগামী সমস্ত অ্যাথলিটকে অনুশীলন করার অনুমতি দেওয়া হয়েছে ৷ যদিও প্রতিটা পর্বের পর পরীক্ষা করা হচ্ছে তাঁদের ৷ ভারতীয় পুরুষ ও মহিলা হকি দল বেঙ্গালুরু SAI সেন্টারে অনুশীলন করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.