বেঙ্গালুরু, 20 জুন: দীর্ঘ উদ্বেগের পর অবশেষে আয়োজিত হতে চলেছে ভারত বনাম পাকিস্তান সাফ কাপের ম্যাচে ৷ সাফ কাপে বুধবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে নির্ধারিত সময়ে শুরু হবে দুই দলের ম্যাচ ৷ সময়ে পাকিস্তান ফুটবল দল ভিসা না-পাওয়ায়, তাঁদের ভারতে সাফ কাপের ম্যাচ খেলতে আসা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল ৷ তাঁরা সময়ে ভারতে পৌঁছতে পারবে কি না, সেই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল ৷ সোমবার রাতে সেদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস মারফৎ পাকিস্তান দলের কাছে ভিসা পৌঁছে গিয়েছে ৷
সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, মঙ্গলবারই পাকিস্তান দল ভারতে পৌঁছে যাবে ৷ চার দলের টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তান ফুটবল দল আগে থেকে মরিশাসে ছিল ৷ জানা গিয়েছে, আজ সন্ধ্যায় বা রাতের মধ্যে মরিশাস থেকে তাঁরা মুম্বই এসে পৌঁছবেন ৷ সেখান থেকে বিমানে বেঙ্গালুরুতে আসবেন ৷ আগামিকাল বুধবার সন্ধে সাড়ে 7টার সময় ভারতের বিরুদ্ধে সাফ কাপের প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান ৷ এআইএফএফ জানিয়েছে, তারা প্রতিনিয়ত পরিস্থিতির উপর নজর রাখছে ৷ ম্যাচের সময় বা দিন বদলের কোনও প্রয়োজনীয়তা পড়বে না ৷ সংবাদ সংস্থা পিটিআই-কে এমনটাই জানিয়েছে কর্ণাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশনের এক কর্তা ৷
গত সপ্তাহে শুক্রবার ভারতীয় দূতাবাস বন্ধ হয়ে যায় ৷ তার ফলে সময়ে পাকিস্তান দলকে ভিসা দেওয়া যায়নি ৷ সোমবার দূতাবাস খোলার পর পাকিস্তান দলের ভিসা ক্লিয়ার করা হয় ৷ ফলে মরিশাস থেকে পাকিস্তান দলের ভারতে আসার প্রক্রিয়ায় দেরি হয়েছে ৷ তবে, এর জন্য এআইএফএফ-কে দায়ী করেছে পাকিস্তান ফুটবল ফেডারেশন ৷ তাদের অভিযোগ এআইএফএফ তাদের 'নো অবজেকশন সার্টিফিকেট' দিতে দেরি করায় পরিস্থিতি এত জটিল হয়ে ওঠে ৷
আরও পড়ুন: স্ত্রী সোনমকে ক্যাপ্টেন আর্মব্যান্ড পরিয়ে দিলেন সুনীল, সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো
শেষ মুহূর্তে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন পাকিস্তান দলের ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা করে বলে অভিযোগ পিএফএফ-এর ৷ যদিও, এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে ৷ এআইএফএফ জানিয়েছে, বুধবার সন্ধে সাড়ে সাতটার সময় সাফ কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে ৷