দিল্লি, 22 জুলাই : স্বপ্নের ফর্মে রয়েছেন হিমা দাস ৷ চলতি মাসের শুরু থেকে এখনও পর্যন্ত পাঁচটি সোনা জিতেছেন ঢিং এক্সপ্রেস ৷ তাঁর এই সাফল্যে প্রশংসায় পঞ্চমুখ হয়েছে দেশবাসী ৷ এবার হিমাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সচিন তেন্ডুলকর ৷
দীর্ঘদিন ধরে পিঠের চোটে ভুগছিলেন । চোট সারিয়ে চলতি মাসের প্রথম দিকে ট্র্যাকে ফেরেন হিমা । পোল্যান্ডের পোজ়নান অ্যাথলেটিক্স গ্রাঁ পিতে 200 মিটার বিভাগে সোনা জেতেন এই তারকা । সময় নেন 23.65 সেকেন্ড । পাঁচদিন পর কুন্টো অ্যাথলেটিক্স মিটে 200 মিটার বিভাগেই ফের সোনা ফলান হিমা । বুধবার সময় কিছুটা বেশি (23.97 সেকেন্ড) নিলেও তাঁর সোনা জয় আটকায়নি । চেক প্রজাতন্ত্রের তাবর অ্যাথলেটিক্স মিটের 200 মিটারে চ্যাম্পিয়ন হন হিমা ৷ সময় নেন 23.25 সেকেন্ড ৷ সেই মিটের নিজের পছন্দের 400 মিটার বিভাগেও সোনা জেতেন হিমা ৷ সময় নেন 52.09 সেকেন্ড ৷ বিশ্ব অ্যাথলেটিক মিটে কোয়ালিফাই করতে ব্যর্থ হলেও হিমার সাফল্যে উৎফুল্ল ক্রীড়ামহল থেকে শুরু করে সাধারণ মানুষ ৷ কে বলবে দীর্ঘদিন চোটে ভোগার পরে মাত্র দিন 20 হল ট্র্যাকে ফিরেছেন হিমা?
এই সংক্রান্ত আরও খবর : 11 দিনে তৃতীয় সোনা গোল্ডেন গার্ল হিমার
গতকাল হিমাকে অভিনন্দন জানিয়ে টুইট করেন নরেন্দ্র মোদি ৷ লেখেন, "কয়েকদিন ধরে হিমা দাসের অভূতপূর্ব সাফল্যে ভারত গর্বিত ৷ বিভিন্ন টুর্নামেন্ট থেকে পাঁচটি সোনা ঘরে আনার জন্য সবাই উল্লসিত ৷ তাঁকে অভিনন্দন ও ভবিষ্যৎ সাফল্যের জন্য তাঁকে শুভেচ্ছা ৷ " প্রধানমন্ত্রীর টুইটে হিমার জবাব, "আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ নরেন্দ্র মোদি স্যার ৷ আমি কঠোর পরিশ্রম চালিয়ে যাব ৷ আর আমাদের দেশের জন্য আরও পদক নিয়ে আসব ৷"
-
Thank you @narendramodi sir for your kind wishes. I will continue to work hard and bring more medals for our country. https://t.co/wR8uXR1CL0
— Hima MON JAI (@HimaDas8) July 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thank you @narendramodi sir for your kind wishes. I will continue to work hard and bring more medals for our country. https://t.co/wR8uXR1CL0
— Hima MON JAI (@HimaDas8) July 21, 2019Thank you @narendramodi sir for your kind wishes. I will continue to work hard and bring more medals for our country. https://t.co/wR8uXR1CL0
— Hima MON JAI (@HimaDas8) July 21, 2019
এই সংক্রান্ত আরও খবর : 15 দিনে চতুর্থ সোনা, দৌড় অব্যাহত ঢিং এক্সপ্রেস হিমার
ঢিং এক্সপ্রেসকে অভিনন্দন জানান মাস্টার ব্লাস্টার সচিনও ৷ তিনি টুইটে লেখেন, "19 দিন ধরে তুমি ইউরোপিয়ান সার্কিটে যেভাবে দৌড়াচ্ছ তাতে আমি মুগ্ধ ৷ জেতার জন্য তোমার খিদে ও অধ্যবসায় যুব সমাজের কাছে অনুপ্রেরণার ৷ পাঁচটি সোনার মেডেল জেতার জন্য তোমাকে অভিনন্দন ৷ ভবিষ্যতের রেসের জন্য অল দা বেস্ট ৷ " জবাবে হিমা বলেন, "অবশ্যই স্যার ৷ যখনই ভারতে ফিরব তখনই আপনার কাছে গিয়ে আশীর্বাদ নেব ৷"
এই সংক্রান্ত আরও খবর : পঞ্চম সোনা, হিমার দৌড় অব্যাহত
-
Sure sir. Will definately come and take your blessings whenever i am back in India. https://t.co/VakKAjKBaC
— Hima MON JAI (@HimaDas8) July 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Sure sir. Will definately come and take your blessings whenever i am back in India. https://t.co/VakKAjKBaC
— Hima MON JAI (@HimaDas8) July 21, 2019Sure sir. Will definately come and take your blessings whenever i am back in India. https://t.co/VakKAjKBaC
— Hima MON JAI (@HimaDas8) July 21, 2019