কলকাতা, 18 জুলাই: এটিকে মোহনবাগানের সঙ্গে তাঁর মধুচন্দ্রিমা শেষ হয়েছিল আগেই ৷ কিন্তু পরবর্তীতে তিনি ভারতেই থাকবেন নাকি ফের পাড়ি দেবেন অস্ট্রেলিয়া? তা নিয়েই চলছিল জল্পনা ৷ সেইসব জল্পনার অবসান ঘটিয়ে এদেশেই রয়ে গেলেন রয় কৃষ্ণা ৷ তবে ফিজিয়ানের এবার নয়া ঠিকানা বেঙ্গালুরু এফসি (Roy Krishna Joins Bengaluru FC) ৷ অর্থাৎ, জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গে নতুন মরশুমে জুটি বাঁধতে চলেছেন রয়। বাগান প্রাক্তনীর দলবদলে নয়া জুটির চমকের সম্ভবানাও উসকে দিল।
এটিকে মোহনবাগান ছেড়ে পুরনো ক্লাব ওয়েলিংটন ফোনিক্সে ফেরার সম্ভাবনাও তৈরি হয়েছিলে ফিজিয়ানের ৷ পাশাপাশি ইস্টবেঙ্গল, হায়দরাবাদ এফসি ও মুম্বই সিটি এফসি-র মতো দলগুলিরও প্রস্তাব ছিল তাঁর কাছে। এরইমধ্যে তাঁকে দলে নেওয়ার চেষ্টা করতে থাকে এ লিগের ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সও। তবে সেই চেষ্টা সফল হয়নি। আইএসএল-এই থেকে গেলেন রয় কৃষ্ণা ৷ বিএফসি-তে ফের একবার দেখা যাবে প্রবীর দাস-রয় কৃষ্ণার সেলিব্রেশনও। বাগানে প্রবীরের সেন্টার থেকে বাড়ানো বল ধরে কৃষ্ণার গোল এবং তারপর দুই ফুটবলারের সেলিব্রেশন ছিল পরিচিত ছবি। সবুজ-মেরুন ছাড়লেও পরিচিত সেই ছবি কি দেখা যাবে দক্ষিণের ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে ? উত্তর দেবে সময় ৷
-
GOAL MACHINE! 🔥 #NewBlue Roy Krishna is no stranger to goals, having finished as top-scorer in the #HeroISL in two of his three seasons so far! 💯#WeAreBFC #Krishna2024 pic.twitter.com/SrYRwj57Qe
— Bengaluru FC (@bengalurufc) July 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">GOAL MACHINE! 🔥 #NewBlue Roy Krishna is no stranger to goals, having finished as top-scorer in the #HeroISL in two of his three seasons so far! 💯#WeAreBFC #Krishna2024 pic.twitter.com/SrYRwj57Qe
— Bengaluru FC (@bengalurufc) July 18, 2022GOAL MACHINE! 🔥 #NewBlue Roy Krishna is no stranger to goals, having finished as top-scorer in the #HeroISL in two of his three seasons so far! 💯#WeAreBFC #Krishna2024 pic.twitter.com/SrYRwj57Qe
— Bengaluru FC (@bengalurufc) July 18, 2022
আরও পড়ুন: কৃষ্ণার বিকল্প সবুজ-মেরুনে, রাশিয়া বিশ্বকাপে খেলা অজি স্ট্রাইকার এলেন বাগানে
গত মরশুমে সবুজ-মেরুন জার্সিতে রয় কৃষ্ণার পারফরম্যান্স আহামরি ছিল না। তবে ফিজিয়ানের গোল করার দক্ষতা এখনও বিপক্ষের কাছে ত্রাস ৷ তবে গত মরশুমের মাঝামাঝি দলে কোচ বদলের কারণে স্ট্র্যাটেজিও বদলে গিয়েছে এটিকে-মোহনবাগানের। সেই স্ট্র্যাটেজির আওতাতেই দল থেকে বাদ পড়তে হয় কৃষ্ণা, প্রবীরকে। কৃষ্ণার দলবদলের দিনই কাকতালীয়ভাবে অজি বিশ্বকাপার দিমিত্রিয়াস পেত্রোতাসকে সই করিয়ে নিল সবুজ-মেরুন ৷