ETV Bharat / sports

US Open 2023: যুক্তরাষ্ট্র ওপেনে পুরুষদের ডাবলস সেমিফাইনালে বোপান্না-এবডেন - রোহন বোপান্না

US Open Doubles Semifinals: কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ওপেনের ফাইনালে ওঠার সুযোগ রোহন বোপান্নার সামনে ৷ আজ মার্কিন জুটি নাথানিয়েল ল্যামনস এবং জ্যাকসন উইথরোর বিরুদ্ধে স্ট্রেট সেটে জিতেছেন রোহন বোপান্না এবং ম্যাথিউ এবডেন ৷

Image Courtesy: Roahn Bopanna X Account
Image Courtesy: Roahn Bopanna X Account
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 7:17 PM IST

নিউইয়র্ক, 6 সেপ্টেম্বর: যুক্তরাষ্ট্র ওপেনে পুরুষদের ডাবলস সেমিফাইনালে উঠলেন রোহন বোপান্না এবং তাঁর অস্ট্রেলিয়ান জুরিদার ম্যাথিউ এবডেন ৷ নাথানিয়েল ল্যামনস এবং জ্যাকসন উইথরোকে হারিয়ে টুর্নামেন্টের শেষ চারে প্রবেশ করেছেন তাঁরা ৷ এ দিন 7-6 (12-10), 6-1 স্ট্রেট সেটে ম্যাচ জেতে বোপান্না-এবডেন জুটি ৷ ওপেনিং সেটে প্রতিপক্ষের মোট 7টি সেট পয়েন্ট বাঁচান বোপান্না-এবডেন ৷

টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে ষষ্ঠ বাছাই ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি আমেরিকান নাথানিয়েল ল্যামনস এবং জ্যাকসন উইথরোকে স্ট্রেট সেটে পরাস্ত করে ৷ হার্ড কোর্টের এই মেজর টুর্নামেন্টের সেমিফাইনালে নামবেন তাঁরা ৷ আজকের ম্যাচে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছিল দুই প্রতিপক্ষ জুটির ৷ এমনকি একটা সময় নাথানিয়েল ল্যামনস এবং জ্যাকসন উইথরোর সেট পয়েন্ট সাতবার বাঁচান বোপান্না-এবডেন ৷ শেষে প্রথম সেট টাই হয় ৷ টাইব্রেকেও দীর্ঘ লড়াই চলে দুই পক্ষের ৷ 12-10 পয়েন্টে টাইব্রেক করে প্রথম সেট 7-6 (12-10) গেমে জেতেন তাঁরা ৷

তবে, দ্বিতীয় তথা অন্তিম সেটে দূরন্ত পারফর্ম করেন রোহন বোপান্না এবং ম্যাথিউ এবডেন জুটি ৷ 6-1 গেমে দ্বিতীয় সেটে মার্কিন জুটিকে হারিয়ে ম্যাচ নিজেদের নামে করেন বোপান্নারা ৷ নিউইয়র্কের গরমে মার্কিন জুটি কার্যত ধরাশায়ী হয়ে যান ৷ অন্যদিকে, 43 বছরের ভারতীয় টেনিস প্লেয়ার রোহন বোপ্পানার সামনে কেরিয়ারে দ্বিতীয়বার কোনও গ্র্যান্ড স্ল্যাম ওপেনের ফাইনালে ওঠার সুযোগ রয়েছে ৷ প্রথমবার 2010 সালে বোপান্না প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যাম ওপেনের ফাইনালে খেলেছিলেন ৷ সেটাও ছিল যুক্তরাষ্ট্র ওপেন ৷

আরও পড়ুন: সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম সেমি’তে ওঠার রেকর্ড জোকারের, শেষ চারে প্রতিপক্ষ বেন শেলটন

বোপান্না ইতিমধ্যে মিক্সড ডাবলস থেকে ছিটকে গিয়েছেন ৷ ইন্দোনেশিয়ান আলদিলা সুতজিয়াদির সঙ্গে জুটিতে খেলছিলেন তিনি ৷ তবে, দ্বিতীয় রাউন্ডেই হারতে হয় ইন্দো ও ইন্দোনেশিয়ান মিক্সড জুটিকে ৷

(সংবাদসংস্থা পিটিআই)

নিউইয়র্ক, 6 সেপ্টেম্বর: যুক্তরাষ্ট্র ওপেনে পুরুষদের ডাবলস সেমিফাইনালে উঠলেন রোহন বোপান্না এবং তাঁর অস্ট্রেলিয়ান জুরিদার ম্যাথিউ এবডেন ৷ নাথানিয়েল ল্যামনস এবং জ্যাকসন উইথরোকে হারিয়ে টুর্নামেন্টের শেষ চারে প্রবেশ করেছেন তাঁরা ৷ এ দিন 7-6 (12-10), 6-1 স্ট্রেট সেটে ম্যাচ জেতে বোপান্না-এবডেন জুটি ৷ ওপেনিং সেটে প্রতিপক্ষের মোট 7টি সেট পয়েন্ট বাঁচান বোপান্না-এবডেন ৷

টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে ষষ্ঠ বাছাই ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি আমেরিকান নাথানিয়েল ল্যামনস এবং জ্যাকসন উইথরোকে স্ট্রেট সেটে পরাস্ত করে ৷ হার্ড কোর্টের এই মেজর টুর্নামেন্টের সেমিফাইনালে নামবেন তাঁরা ৷ আজকের ম্যাচে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছিল দুই প্রতিপক্ষ জুটির ৷ এমনকি একটা সময় নাথানিয়েল ল্যামনস এবং জ্যাকসন উইথরোর সেট পয়েন্ট সাতবার বাঁচান বোপান্না-এবডেন ৷ শেষে প্রথম সেট টাই হয় ৷ টাইব্রেকেও দীর্ঘ লড়াই চলে দুই পক্ষের ৷ 12-10 পয়েন্টে টাইব্রেক করে প্রথম সেট 7-6 (12-10) গেমে জেতেন তাঁরা ৷

তবে, দ্বিতীয় তথা অন্তিম সেটে দূরন্ত পারফর্ম করেন রোহন বোপান্না এবং ম্যাথিউ এবডেন জুটি ৷ 6-1 গেমে দ্বিতীয় সেটে মার্কিন জুটিকে হারিয়ে ম্যাচ নিজেদের নামে করেন বোপান্নারা ৷ নিউইয়র্কের গরমে মার্কিন জুটি কার্যত ধরাশায়ী হয়ে যান ৷ অন্যদিকে, 43 বছরের ভারতীয় টেনিস প্লেয়ার রোহন বোপ্পানার সামনে কেরিয়ারে দ্বিতীয়বার কোনও গ্র্যান্ড স্ল্যাম ওপেনের ফাইনালে ওঠার সুযোগ রয়েছে ৷ প্রথমবার 2010 সালে বোপান্না প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যাম ওপেনের ফাইনালে খেলেছিলেন ৷ সেটাও ছিল যুক্তরাষ্ট্র ওপেন ৷

আরও পড়ুন: সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম সেমি’তে ওঠার রেকর্ড জোকারের, শেষ চারে প্রতিপক্ষ বেন শেলটন

বোপান্না ইতিমধ্যে মিক্সড ডাবলস থেকে ছিটকে গিয়েছেন ৷ ইন্দোনেশিয়ান আলদিলা সুতজিয়াদির সঙ্গে জুটিতে খেলছিলেন তিনি ৷ তবে, দ্বিতীয় রাউন্ডেই হারতে হয় ইন্দো ও ইন্দোনেশিয়ান মিক্সড জুটিকে ৷

(সংবাদসংস্থা পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.