ETV Bharat / sports

Federer Donates For Ukraine : যুদ্ধেও অটুট থাকুক শিক্ষা, ইউক্রেনে খুদে পড়ুয়াদের শিক্ষাখাতে অর্থসাহায্য ফেডেরারের - Roger Federer donates 5 lac USD for Ukrainian children

ইউক্রেনে শান্তির পক্ষে সওয়াল করে সে দেশে কচিকাঁচাদের শিক্ষাখাতে 5 লক্ষ মার্কিন ডলার অর্থসাহায্যের ঘোষণা করলেন 20টি গ্র্যান্ড স্ল্যামের মালিক (Roger Federer donates 5 lac USD for Ukrainian children) ৷

Federer Helps Ukrainian Children
যুদ্ধেও অটুট থাকুক শিক্ষা, ইউক্রেনে খুদে পড়ুয়াদের শিক্ষাখাতে অর্থসাহায্য ফেডেরারের
author img

By

Published : Mar 19, 2022, 10:27 AM IST

জুরিখ, 19 মার্চ : মস্কোর আগ্রাসনে বিধ্বস্ত ইউক্রেনে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রজার ফেডেরার ৷ যুদ্ধে ব্যাপক ক্ষতিগ্রস্ত ইউক্রেনের মর্মান্তিক সব দৃশ্য দারুণভাবে নাড়া দিয়েছে তাঁকে ৷ তাই শান্তির পক্ষে সওয়াল করে সে দেশে কচিকাঁচাদের শিক্ষাখাতে 5 লক্ষ মার্কিন ডলার অর্থসাহায্যের ঘোষণা করলেন 20টি গ্র্যান্ড স্ল্যামের মালিক (Roger Federer donates 5 lac USD for Ukrainian children) ৷

গত 24 ফেব্রুয়ারি আক্রমণের পর থেকে ইউক্রেনে একের পর এক শহরকে গুঁড়িয়ে দিয়েছে রুশ সেনা ৷ পুতিনের সেনা রেয়াত করেনি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানকেও ৷ স্বাভাবিকভাবেই বাকি সবকিছুর সঙ্গে সঙ্গে ভেঙে পড়েছে ইউক্রেনের শিক্ষাব্যবস্থাও ৷ তবে এমন সংকটের মুহূর্তেও সে দেশের খুদে পড়ুয়ারা যাতে পড়াশুনা চালিয়ে যেতে পারে, তাই তাঁর ফাউন্ডেশনের মাধ্যমে ইউক্রেনে 5 লক্ষ মার্কিন ডলার অর্থসাহায্য পাঠাচ্ছেন ফেডেক্স ৷

সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় সুইস টেনিস মায়েস্ত্রো লিখেছেন, "ইউক্রেনে নিরীহ সাধারণ মানুষের দুর্দশার ছবি আমি এবং আমার পরিবারকে দারুণভাবে নাড়া দিয়েছে ৷ আমরা সবসময় শান্তির পক্ষে ৷ আর সে কারণেই ইউক্রেনের শিশুদের সাহায্যে এগিয়ে এসেছি আমারা ৷ সেদেশের প্রায় 60 লক্ষ কচিকাঁচা এই মুহূর্তে স্কুলছুট ৷ আমরা জানি এই সংকটের মুহূর্তে শিক্ষার বন্দোবস্ত করা কতটা কঠিন কাজ ৷ তাই ওদের দুঃখ ভাগ করে নিতে ওদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা ৷"

আরও পড়ুন : জেলেনস্কিকে নোবেল শান্তি পুরস্কারে মনোনীত করার আবেদন ইউরোপের বরিষ্ঠ রাজনীতিবিদদের

এরপর রজার ফেডেরার ফাউন্ডেশনের মাধ্যমে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের ছেলেমেয়েদের শিক্ষাখাতে 5 লক্ষ মার্কিন ডলার অনুদানের কথা ঘোষণা করেন কিংবদন্তি ৷

জুরিখ, 19 মার্চ : মস্কোর আগ্রাসনে বিধ্বস্ত ইউক্রেনে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রজার ফেডেরার ৷ যুদ্ধে ব্যাপক ক্ষতিগ্রস্ত ইউক্রেনের মর্মান্তিক সব দৃশ্য দারুণভাবে নাড়া দিয়েছে তাঁকে ৷ তাই শান্তির পক্ষে সওয়াল করে সে দেশে কচিকাঁচাদের শিক্ষাখাতে 5 লক্ষ মার্কিন ডলার অর্থসাহায্যের ঘোষণা করলেন 20টি গ্র্যান্ড স্ল্যামের মালিক (Roger Federer donates 5 lac USD for Ukrainian children) ৷

গত 24 ফেব্রুয়ারি আক্রমণের পর থেকে ইউক্রেনে একের পর এক শহরকে গুঁড়িয়ে দিয়েছে রুশ সেনা ৷ পুতিনের সেনা রেয়াত করেনি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানকেও ৷ স্বাভাবিকভাবেই বাকি সবকিছুর সঙ্গে সঙ্গে ভেঙে পড়েছে ইউক্রেনের শিক্ষাব্যবস্থাও ৷ তবে এমন সংকটের মুহূর্তেও সে দেশের খুদে পড়ুয়ারা যাতে পড়াশুনা চালিয়ে যেতে পারে, তাই তাঁর ফাউন্ডেশনের মাধ্যমে ইউক্রেনে 5 লক্ষ মার্কিন ডলার অর্থসাহায্য পাঠাচ্ছেন ফেডেক্স ৷

সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় সুইস টেনিস মায়েস্ত্রো লিখেছেন, "ইউক্রেনে নিরীহ সাধারণ মানুষের দুর্দশার ছবি আমি এবং আমার পরিবারকে দারুণভাবে নাড়া দিয়েছে ৷ আমরা সবসময় শান্তির পক্ষে ৷ আর সে কারণেই ইউক্রেনের শিশুদের সাহায্যে এগিয়ে এসেছি আমারা ৷ সেদেশের প্রায় 60 লক্ষ কচিকাঁচা এই মুহূর্তে স্কুলছুট ৷ আমরা জানি এই সংকটের মুহূর্তে শিক্ষার বন্দোবস্ত করা কতটা কঠিন কাজ ৷ তাই ওদের দুঃখ ভাগ করে নিতে ওদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা ৷"

আরও পড়ুন : জেলেনস্কিকে নোবেল শান্তি পুরস্কারে মনোনীত করার আবেদন ইউরোপের বরিষ্ঠ রাজনীতিবিদদের

এরপর রজার ফেডেরার ফাউন্ডেশনের মাধ্যমে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের ছেলেমেয়েদের শিক্ষাখাতে 5 লক্ষ মার্কিন ডলার অনুদানের কথা ঘোষণা করেন কিংবদন্তি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.