বাসেল, 15 সেপ্টেম্বর: 41 বছর বয়সে এসে চোটের সঙ্গে আর পেরে উঠলেন না ৷ শেষমেশ প্রতিযোগিতামূলক টেনিস থেকে অবসর ঘোষণা করলেন কিংবদন্তি রজার ফেডেরার (Roger Federer announces retirement from Tennis) ৷ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় ব়্যাকেট তুলে রাখার কথা ঘোষণা করলেন 20টি সিঙ্গলস গ্র্যান্ড স্ল্যাম এবং জোড়া অলিম্পিকস পদকের মালিক ৷ লন্ডনে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে চলা লেভার কাপই হতে চলেছে ফেডেক্সের শেষ প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট ৷
তবে বিদায়বেলায় অনুরাগীদের আশার বাণীও শুনিয়েছেন টেনিস মায়েস্ত্রো ৷ গ্র্যান্ড স্ল্যাম কিংবা এটিপি ট্যুরে না-খেললেও টেনিসকে এখনই পাকাপাকিভাবে বিদায় জানাচ্ছেন না সোনালি চুলের রজার ৷ এমনকী জীবেনর বাকিটা সময় টেনিসকে ছেড়েও তাঁর পক্ষে থাকা সম্ভব নয়, বার্তায় জানালেন আটবারের উইম্বলডন (Wimbledon) চ্যাম্পিয়ন ৷ বিদায়ীবার্তায় রজার বললেন, "আপনারা সকলেই জানেন গত তিন বছরে চোট এবং অস্ত্রোপচার কীভাবে আমার কেরিয়ারে বাধা হয়ে দাঁড়িয়েছে ৷ সব প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে আমি কোর্টে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়েছি ৷ কিন্তু আমার শারীরিক ক্ষমতা, সীমাবদ্ধতা ৷ তাই দেরিতে হলেও শেষমেশ আমার ধারণা স্পষ্ট হয়েছে ৷"
আরও পড়ুন: যুদ্ধেও অটুট থাকুক শিক্ষা, ইউক্রেনে খুদে পড়ুয়াদের শিক্ষাখাতে অর্থসাহায্য ফেডেরারের
ফেডেরার আরও বলেন, "আমি এখন 41 ৷ 24 বছরে সুদীর্ঘ কেরিয়ারে 1500-রও বেশি ম্যাচ খেলেছি ৷ টেনিসকে ঘিরে আমি যা স্বপ্ন দেখেছিলাম টেনিস আমাকে তার ঊর্ধ্বে গিয়ে উজাড় করে দিয়েছে ৷ তবে এই মুহূর্তে এসে আমায় প্রতিযোগিতামূলক কেরিয়ারে দাড়ি টানতেই হচ্ছে ৷" বিদায়ী বার্তায় আবেগ ধরে রাখতে পারেননি ফেডেরার নিজেও ৷ বর্ণময় কেরিয়ারে তাঁর সাফল্যের ছায়াসঙ্গী হয়ে থাকার জন্য স্ত্রী মিরকাকে ধন্যবাদ জানাতে ভোলেননি ৷ ফেডেক্সের কথায় উঠে এসেছে তাঁর চার সন্তানের কথাও ৷ যাঁরা বিভিন্ন সময় কিংবদন্তিকে বিভিন্নভাবে তাতিয়ে এসেছে ৷
-
To my tennis family and beyond,
— Roger Federer (@rogerfederer) September 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
With Love,
Roger pic.twitter.com/1UISwK1NIN
">To my tennis family and beyond,
— Roger Federer (@rogerfederer) September 15, 2022
With Love,
Roger pic.twitter.com/1UISwK1NINTo my tennis family and beyond,
— Roger Federer (@rogerfederer) September 15, 2022
With Love,
Roger pic.twitter.com/1UISwK1NIN
সবমিলিয়ে প্রতিযোগিতামূলক টেনিস থেকে রজারের অবসর ঘোষণার সঙ্গে সঙ্গে টেনিসে যবনিকা পতন হল একটি যুগের ৷ বার্তার একদম শেষে ফেডেরার ব্যাখ্যা করেন কীভাবে টেনিসের প্রেমে মজেছিলেন তিনি ৷ ফেডেরার বলেন, "আমি যখন টেনিসের প্রেমে মজেছিলাম তখন হোমটাউন বাসেলে আমি একজন বল কিড ৷ আমি সে সময় প্লেয়ারদের বিস্ময়ের চোখে দেখতাম ৷ সেই জায়ান্টদের দেখেই আমার স্বপ্ন দেখা শুরু ৷ আর সেই স্বপ্নই আমাকে কঠোর পরিশ্রম এবং নিজের প্রতি বিশ্বাস করতে শিখিয়েছিল ৷ কিছু সাফল্য আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছিল ৷ আর সেই আত্মবিশ্বাসের জেরেই আজ আমি এখানে ৷"