ETV Bharat / sports

Copa Del Rey Final 2023: একদশকের অপেক্ষা শেষে 'কোপা দেল রে' জয়ী রিয়াল - Rodrigo Silva

2014 সালের পর ফের কোপা দেল রে জয়ী রিয়াল মাদ্রিদ ৷ শনিবার রাতে স্পেনের লা কার্তুজা স্টেডিয়ামে ওসাসুনাকে হারিয়ে রয়্যাল স্প্যানিশ খেতাব জিতল রিয়াল ৷ অ্যান্সেলত্তির দলের সামনে এবার চ্য়াম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ৷

Copa Del Rey Final 2023 ETV BHARTA
Copa Del Rey Final 2023
author img

By

Published : May 7, 2023, 2:21 PM IST

সেভিল, 7 মে: প্রায় একদশক পর ফের কোপা দেল রে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ৷ শনিবার রাতে ওসাসুনাকে ফাইনালে 2-1 গোলে হারাল স্প্যানিশ জায়ান্টরা ৷ ম্যাচের 2 মিনিট এবং 70 মিনিটে দু’টি গোলই করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রদ্রিগো সিলভা ৷ ম্যাচের দ্বিতীয়ার্ধের 58 মিনিটে ওসাসুনার হয়ে একমাত্র গোলটি করেন লুকাস তোরো ৷ স্প্যানিশ কাপ হাতে নিয়ে, রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ খেলবে আগামী মঙ্গলবার ৷ ঘরের মাঠে তাদের কঠিন প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি ৷

2014 সালে শেষবার কোপা দেল রে জিতেছিল রিয়াল ৷ তারপর থেকে মোট 14টি খেতাব জিতেছে রিয়াল মাদ্রিদ ৷ যার মধ্যে চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইউরোপ সেরা ক্লাব হয়েছে বেঞ্জিমা এবং মদ্রিচরা ৷ একাধিকবার লা লিগা খেতাবও জিতেছে ৷ কিন্তু, গত আট মরশুমে রয়্যাল স্প্যানিশ কাপ জিততে পারেনি রিয়াল মাদ্রিদ ৷ তবে, শনিবার রাতে সেই অপেক্ষার অবসান ঘটেছে ৷ ফাইনালে কিক অফের শুরু থেকেই আক্রমণে যায় রিয়াল মাদ্রিদ ৷ যার ফলে 2 মিনিটের মধ্যেই গতবারের লা লিগা জয়ী দলকে 1-0 গোলে এগিয়ে দেন রদ্রিগো সিলভা ৷

Copa Del Rey Final 2023 ETV BHARTA
কোপা ফাইলান জিতে উল্লাস ভিনিসিয়াস এবং কার্ভাহালদের ৷ ছবি- টুইটার

বাঁ-দিক থেকে ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র ওসাসুনার ডিফেন্স লাইনকে কাটিয়ে বক্সের মধ্যে ঢোকেন ৷ সেখানে ক্রস লাইনের ধার থেকে জুনিয়রের ব্যাক পাস জালে জড়িয়ে দেন রদ্রিগো ৷ এর পর একাধিকবার সুযোগ তৈরি করলেও, শট টার্গেটে রাখতে ব্যর্থ হন করিম বেঞ্জিমারা ৷ তবে, শুরু থেকেই ম্যাচে নিজেদের আধিপত্য বজায় রেখেছিল রিয়াল মাদ্রিদ ৷ যার প্রমাণ বল পজিশন ৷ 59 শতাংশ বল পজিশন ছিল রিয়াল মাদ্রিদের দখলে ৷ পাসিং অ্যাকিউরেসিও ছিল 85 শতাংশ ৷ যা প্রতিপক্ষ ওসাসুনার ক্ষেত্রে ছিল 78 শতাংশ ৷

আরও পড়ুন: মেসির পিএসজি-বিদায় কার্যত নিশ্চিত, স্থানীয় প্রতিভা তুলতে মনোযোগ ফরাসি ক্লাবের

ম্যাচের প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে ছিল রিয়াল ৷ দ্বিতীয়ার্ধেও শুরুটা ভালো করেছিল তারা ৷ তবে, 58 মিনিটে গোলকিপার কুর্তোয়ার সেভ করা ফিরতি বল মাদ্রিদের জালে জড়িয়ে দেন ওসাসুনার মিড-ফিল্ডার লুকাস তোরো ৷ তবে, 1-1 স্কোরলাইন বেশিক্ষণ স্থায়ী হয়নি ৷ 70 মিনিটে ওসাসুনার বক্সের একেবারে ভিতরে ঢুকে পড়েন রদ্রিগো ৷ সেখান থেকে গোলকিপারকে কাটিয়ে জালে বল ঠেলে দেন রদ্রিগো ৷ ফাইনাল ম্যাচের সেরাও হয়েছেন তিনি ৷

Copa Del Rey Final 2023 ETV BHARTA
কোপা দেল রে ট্রফি হাতে রিয়াল অধিনায়ক করিম বেঞ্জিমা ৷ ছবি- টুইটার

দ্বিতীয়ার্ধে উত্তর স্পেনের ক্লাবটি দুরন্ত শুরু করেছিল ৷ শেষ 45 মিনিটে রিয়াল মাদ্রিদকে সমানে টক্কর দিয়েছে তারা ৷ তবে, রিয়াল মাদ্রিদের রক্ষণকে ভেদ করতে পারেনি ৷ কার্ভাহাল, মিলিতাও, আলাবা এবং কামাভিংগাদের টপকে ম্যাচে সমতা ফেরাতে ব্যর্থ হয় ওসাসুনার আক্রমণভাগ ৷ দলের পারফর্ম্যান্সে খুশি ম্যানেজার কার্লো অ্যান্সেলত্তি ৷ ব়য়্যাল স্প্যানিশ কাপ ‘কোপা দেল রে’ জিতলেও সতর্ক তিনি ৷ কারণ, আগামী মঙ্গলবার তাঁদের সামনে কঠিন প্রতিপক্ষ ৷ চ্যাম্পিয়ন্স লিগ খেতাবের লড়াইয়ে সবচেয়ে বড় বাধা ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে নামবে রিয়াল মাদ্রিদ ৷ প্রথম লেগের ম্যাচ ঘরের মাঠে ৷ তাই সেই সুযোগটা পুরোপুরি নিতে চাইছেন অ্যান্সেলত্তি ৷

সেভিল, 7 মে: প্রায় একদশক পর ফের কোপা দেল রে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ৷ শনিবার রাতে ওসাসুনাকে ফাইনালে 2-1 গোলে হারাল স্প্যানিশ জায়ান্টরা ৷ ম্যাচের 2 মিনিট এবং 70 মিনিটে দু’টি গোলই করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রদ্রিগো সিলভা ৷ ম্যাচের দ্বিতীয়ার্ধের 58 মিনিটে ওসাসুনার হয়ে একমাত্র গোলটি করেন লুকাস তোরো ৷ স্প্যানিশ কাপ হাতে নিয়ে, রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ খেলবে আগামী মঙ্গলবার ৷ ঘরের মাঠে তাদের কঠিন প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি ৷

2014 সালে শেষবার কোপা দেল রে জিতেছিল রিয়াল ৷ তারপর থেকে মোট 14টি খেতাব জিতেছে রিয়াল মাদ্রিদ ৷ যার মধ্যে চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইউরোপ সেরা ক্লাব হয়েছে বেঞ্জিমা এবং মদ্রিচরা ৷ একাধিকবার লা লিগা খেতাবও জিতেছে ৷ কিন্তু, গত আট মরশুমে রয়্যাল স্প্যানিশ কাপ জিততে পারেনি রিয়াল মাদ্রিদ ৷ তবে, শনিবার রাতে সেই অপেক্ষার অবসান ঘটেছে ৷ ফাইনালে কিক অফের শুরু থেকেই আক্রমণে যায় রিয়াল মাদ্রিদ ৷ যার ফলে 2 মিনিটের মধ্যেই গতবারের লা লিগা জয়ী দলকে 1-0 গোলে এগিয়ে দেন রদ্রিগো সিলভা ৷

Copa Del Rey Final 2023 ETV BHARTA
কোপা ফাইলান জিতে উল্লাস ভিনিসিয়াস এবং কার্ভাহালদের ৷ ছবি- টুইটার

বাঁ-দিক থেকে ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র ওসাসুনার ডিফেন্স লাইনকে কাটিয়ে বক্সের মধ্যে ঢোকেন ৷ সেখানে ক্রস লাইনের ধার থেকে জুনিয়রের ব্যাক পাস জালে জড়িয়ে দেন রদ্রিগো ৷ এর পর একাধিকবার সুযোগ তৈরি করলেও, শট টার্গেটে রাখতে ব্যর্থ হন করিম বেঞ্জিমারা ৷ তবে, শুরু থেকেই ম্যাচে নিজেদের আধিপত্য বজায় রেখেছিল রিয়াল মাদ্রিদ ৷ যার প্রমাণ বল পজিশন ৷ 59 শতাংশ বল পজিশন ছিল রিয়াল মাদ্রিদের দখলে ৷ পাসিং অ্যাকিউরেসিও ছিল 85 শতাংশ ৷ যা প্রতিপক্ষ ওসাসুনার ক্ষেত্রে ছিল 78 শতাংশ ৷

আরও পড়ুন: মেসির পিএসজি-বিদায় কার্যত নিশ্চিত, স্থানীয় প্রতিভা তুলতে মনোযোগ ফরাসি ক্লাবের

ম্যাচের প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে ছিল রিয়াল ৷ দ্বিতীয়ার্ধেও শুরুটা ভালো করেছিল তারা ৷ তবে, 58 মিনিটে গোলকিপার কুর্তোয়ার সেভ করা ফিরতি বল মাদ্রিদের জালে জড়িয়ে দেন ওসাসুনার মিড-ফিল্ডার লুকাস তোরো ৷ তবে, 1-1 স্কোরলাইন বেশিক্ষণ স্থায়ী হয়নি ৷ 70 মিনিটে ওসাসুনার বক্সের একেবারে ভিতরে ঢুকে পড়েন রদ্রিগো ৷ সেখান থেকে গোলকিপারকে কাটিয়ে জালে বল ঠেলে দেন রদ্রিগো ৷ ফাইনাল ম্যাচের সেরাও হয়েছেন তিনি ৷

Copa Del Rey Final 2023 ETV BHARTA
কোপা দেল রে ট্রফি হাতে রিয়াল অধিনায়ক করিম বেঞ্জিমা ৷ ছবি- টুইটার

দ্বিতীয়ার্ধে উত্তর স্পেনের ক্লাবটি দুরন্ত শুরু করেছিল ৷ শেষ 45 মিনিটে রিয়াল মাদ্রিদকে সমানে টক্কর দিয়েছে তারা ৷ তবে, রিয়াল মাদ্রিদের রক্ষণকে ভেদ করতে পারেনি ৷ কার্ভাহাল, মিলিতাও, আলাবা এবং কামাভিংগাদের টপকে ম্যাচে সমতা ফেরাতে ব্যর্থ হয় ওসাসুনার আক্রমণভাগ ৷ দলের পারফর্ম্যান্সে খুশি ম্যানেজার কার্লো অ্যান্সেলত্তি ৷ ব়য়্যাল স্প্যানিশ কাপ ‘কোপা দেল রে’ জিতলেও সতর্ক তিনি ৷ কারণ, আগামী মঙ্গলবার তাঁদের সামনে কঠিন প্রতিপক্ষ ৷ চ্যাম্পিয়ন্স লিগ খেতাবের লড়াইয়ে সবচেয়ে বড় বাধা ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে নামবে রিয়াল মাদ্রিদ ৷ প্রথম লেগের ম্যাচ ঘরের মাঠে ৷ তাই সেই সুযোগটা পুরোপুরি নিতে চাইছেন অ্যান্সেলত্তি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.