ETV Bharat / sports

Football: এল ক্লাসিকোয় রাজ রিয়ালের, কেনের হ্যাটট্রিকে গোলের মালা বায়ার্নের - এল ক্লাসিকোয় রাজ রিয়ালের

ডার্মস্টাডটকে 8-0 গোলে উড়িয়ে দিল জার্মান জায়ান্ট ৷ বুন্দেশলিগায় দুরন্ত বায়ার্ন মিউনিখ ৷ 11 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2023, 11:04 PM IST

বার্সেলোনা, 28 অক্টোবর: দুরন্ত বেলিংহাম ৷ কেরিয়ারের প্রথম এল ক্লাসিকো খেলতে নেমেই তারকা ইংল্যান্ডের মিডফিল্ডার ৷ শনিবার কাতালান ক্যাপিটালের এস্তাদি অলিম্পিক লুইস কম্পানিস স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ হাসি রিয়াল মাদ্রিদের ৷ সৌজন্যে বেলিংহামের ইনজুরি টাইমে করা গোল ৷ জুডের জোড়াগোলেই লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেল ‘দ্য হোয়াইটস’রা ৷

ঘরের মাঠে শুরুতেই এগিয়ে গিয়েছিল বার্সেলোনা ৷ ম্যাচের 6 মিনিটের মাথায় রিয়ালের জালে বল জড়ান ইকে গুন্ডোগান ৷ বল দখল, আক্রমণ, গোলমুখী শট সবেতেই এগিয়ে জাভির ছেলেরা ৷ প্রায় একঘণ্টা পর থেকে ম্যাচে ফিরতে শুরু করে ক্রুস, ভালভেরদেরা ৷ 68 মিনিটে প্রথম গোল করেন বেলিংহাম ৷ 92 মিনিটের মাথায় ফের বার্সার জালে বল জড়ান ইংল্যান্ড মিডিও ৷ এই মুহূর্তে রিয়ালের জার্সিতে 13টি ম্যাচ খেলে 13টি গোল করে ফেললেন বেলিংহাম ৷ ফেরান তোরেসের বদলে 61 মিনিটের মাথায় মাঠে নামেন রবার্ট লেওয়ানডস্কি ৷ প্রায় আধঘণ্টা মাঠে থাকলেও কাজের কাজটা করতে পারেননি পোলিস তারকা ৷

Football
হার বার্সার

এই জয়ের ফলে 11 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ ৷ সমসংখ্যক ম্যাচে 24 পয়েন্ট নিয়ে 3 নম্বরে বার্সেলোনা ৷ 28 পয়েন্ট নিয়ে দু’নম্বরে রয়েছে জিরোনা ৷

হ্যারির হ্যাটট্রিকে গোলের মালা বায়ার্নের: বুন্দেশলিগায় দুরন্ত বায়ার্ন মিউনিখ ৷ ডার্মস্টাডটকে 8-0 গোলে উড়িয়ে দিল জার্মান জায়ান্ট ৷ হ্যাটট্রিক করলেন তারকা স্ট্রাইকার হ্যারি কেন ৷ দু’টি করে গোল পেয়েছেন লেরয় সানে, জামাল মুসিয়ালা ৷ একটি করে গোল করেন থমাস মুলার, জোসুয়া কিমিচ ৷ 9 ম্যাচে 34টি গোল করে ফেলল বায়ার্ন ৷

Football
কেনের হ্যাটট্রিকে গোলের মালা বায়ার্নের

আরও পড়ুন: ‘ওল্ডস্কুল’ আবেগে ‘ক্লিশে’ কর্পোরেট, ভালোবাসায় মিলে গেল মোহন-ইস্ট

বার্সেলোনা, 28 অক্টোবর: দুরন্ত বেলিংহাম ৷ কেরিয়ারের প্রথম এল ক্লাসিকো খেলতে নেমেই তারকা ইংল্যান্ডের মিডফিল্ডার ৷ শনিবার কাতালান ক্যাপিটালের এস্তাদি অলিম্পিক লুইস কম্পানিস স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ হাসি রিয়াল মাদ্রিদের ৷ সৌজন্যে বেলিংহামের ইনজুরি টাইমে করা গোল ৷ জুডের জোড়াগোলেই লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেল ‘দ্য হোয়াইটস’রা ৷

ঘরের মাঠে শুরুতেই এগিয়ে গিয়েছিল বার্সেলোনা ৷ ম্যাচের 6 মিনিটের মাথায় রিয়ালের জালে বল জড়ান ইকে গুন্ডোগান ৷ বল দখল, আক্রমণ, গোলমুখী শট সবেতেই এগিয়ে জাভির ছেলেরা ৷ প্রায় একঘণ্টা পর থেকে ম্যাচে ফিরতে শুরু করে ক্রুস, ভালভেরদেরা ৷ 68 মিনিটে প্রথম গোল করেন বেলিংহাম ৷ 92 মিনিটের মাথায় ফের বার্সার জালে বল জড়ান ইংল্যান্ড মিডিও ৷ এই মুহূর্তে রিয়ালের জার্সিতে 13টি ম্যাচ খেলে 13টি গোল করে ফেললেন বেলিংহাম ৷ ফেরান তোরেসের বদলে 61 মিনিটের মাথায় মাঠে নামেন রবার্ট লেওয়ানডস্কি ৷ প্রায় আধঘণ্টা মাঠে থাকলেও কাজের কাজটা করতে পারেননি পোলিস তারকা ৷

Football
হার বার্সার

এই জয়ের ফলে 11 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ ৷ সমসংখ্যক ম্যাচে 24 পয়েন্ট নিয়ে 3 নম্বরে বার্সেলোনা ৷ 28 পয়েন্ট নিয়ে দু’নম্বরে রয়েছে জিরোনা ৷

হ্যারির হ্যাটট্রিকে গোলের মালা বায়ার্নের: বুন্দেশলিগায় দুরন্ত বায়ার্ন মিউনিখ ৷ ডার্মস্টাডটকে 8-0 গোলে উড়িয়ে দিল জার্মান জায়ান্ট ৷ হ্যাটট্রিক করলেন তারকা স্ট্রাইকার হ্যারি কেন ৷ দু’টি করে গোল পেয়েছেন লেরয় সানে, জামাল মুসিয়ালা ৷ একটি করে গোল করেন থমাস মুলার, জোসুয়া কিমিচ ৷ 9 ম্যাচে 34টি গোল করে ফেলল বায়ার্ন ৷

Football
কেনের হ্যাটট্রিকে গোলের মালা বায়ার্নের

আরও পড়ুন: ‘ওল্ডস্কুল’ আবেগে ‘ক্লিশে’ কর্পোরেট, ভালোবাসায় মিলে গেল মোহন-ইস্ট

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.