ETV Bharat / sports

ভিনির হ্যাটট্রিকে পরাস্ত কাতালানরা, স্প্যানিশ সুপার কাপ জিতল রিয়াল - রিয়াল মাদ্রিদ

Spanish Super Cup Champion Real Madrid: গল্ফ কান্ট্রিতে কাতালানদের বিরুদ্ধে দাপুটে জয় আন্সেলত্তির দলের ৷ 4-1 গোলে বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ ৷

Image Courtesy: Real Madrid X
Image Courtesy: Real Madrid X
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2024, 11:27 AM IST

রিয়াদ, 15 জানুয়ারি: 13 তম স্প্যানিশ সুপার কাপ ট্রফি ক্যাবিনেটে তুলল রিয়াল মাদ্রিদ ৷ রবিবার রাতে রিয়াদের মাঠে এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারিয়ে মরশুমের প্রথম ট্রফি জিতল রিয়াল ৷ হ্যাটট্রিক করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনি জুনিয়র ৷ প্রথমার্ধেই তাঁর হ্যাটট্রিকে ম্যাচ প্রায় হাত থেকে বেরিয়ে যায় কাতালান ক্লাবের ৷

রিয়াদের আল-আওয়াল পার্ক স্টেডিয়ামে দুই ব্রাজিলিয়ান ভিনি জুনিয়র এবং রদ্রিগো গোসের গোলে বার্সাকে 4-1 গোলে হারাল রিয়াল ৷ ফাইনাল ম্যাচের শুরু থেকেই প্রেসিং ফুটবল খেলা শুরু করেছিল রিয়াল মাদ্রিদ ৷ লেওয়ানডস্কি এবং তাঁর দলকে কোনও সুযোগ দিতে চাননি ন্যাচো, লুকারা ৷ যার শুরুটা করেন ভিনি জুনিয়র ৷ 7 মিনিটের মাথায় প্রথম গোলটি করেন তিনি ৷ এর দু’মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি আসে রিয়ালের ৷ এবারেও সেই 7 নম্বর জার্সি ধারি ব্রাজিলিয়ান ৷ কার্ভাজালের বাড়ানো লং বল রিসিভ করেন রদ্রিগো ৷ সেখান থেকে রদ্রিগোর নিচু করে বাড়ানো ক্রসে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন ভিনি ৷ প্রথম 10 মিনিটেই 2-0 গোলে এগিয়ে যাওয়ার সুবাদে রিয়াল যতটা না ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ৷ ততটাই ম্যাচ থেকে হারিয়ে যায় বার্সেলোনা ৷

তবে, বার্সেলোনাকে ম্যাচে ফিরিয়ে আনার যথাযথ চেষ্টা করেছিলেন তাদের অধিনায়ক লেওয়ানডস্কি ৷ 32 মিনিটে বার্সার হয়ে একমাত্র গোলটি করেন তিনি ৷ কিন্তু, তা যথেষ্ঠ ছিল না পুরো দলকে ফের চাগিয়ে তোলার জন্য ৷ তবে, একাধিক সুযোগ তৈরি করেছিল তারা ৷ ফেরান তোরেসের একটি শট ক্রসবারে লেগে ছিটকে যায় ৷ এক মিনিটের মধ্যে আরও একটি সুযোগ তৈরি করেন তোরেস ৷ আর এবার ইউক্রেনিয়ানের ভলি থেকে স্কোরবোর্ড 2-1 করেন বার্সা অধিনায়ক ৷

কিন্তু, প্রথমার্ধের গোলের বন্যা এখানেই শেষ হয়ে যায়নি ৷ আরও একটি গোল হজম করতে হয় জাভির দলকে ৷ ভিনি জুনিয়রকে বক্সের ভিতরেই ফাউল করে বসেন আরাউজো ৷ 38 মিনিটে পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক করেন ভিনি ৷ প্রথমার্ধের খেলা শেষে স্কোরবোর্ড দাঁড়ায় 3-1 ৷ তবে, দ্বিতীয়ার্ধে দুই দলই অনেকটা ধীরস্থির ভাবে খেলা শুরু করে ৷ বার্সেলোনা নিজেদের নিয়ন্ত্রণে ম্যাচ রাখতে পাসিং ফুটবলে মনোসংযোগ বাড়ায় ৷ এর ফলে বেশ কয়েকটি সুযোগও তৈরি করে তারা ৷ কিন্তু, রিয়ালের ডিফেন্সে কার্ভাজাল, চৌমেনিদের পেরিয়ে জালে বল গলাতে ব্যর্থ হন লেওয়ানডস্কি, কন্দে, রোবের্তোরা ৷

তবে, গোলের মালা পরা এখনও বাকি ছিল জাভির দলের ৷ 63 মিনিটে কন্দের হাফ-ক্লিয়ার বল রিসিভ করে সাইড-ফুটেড শটে গোল করে রিয়ালকে 4-1 লিড পাইয়ে দেন রদ্রিগো ৷ এখান থেকে আর ম্যাচে ফেরার কথা ভাবতেও পারেনি বার্সেলোনা ৷ বরং 72 মিনিটে 5 নম্বর গোল হতে হতে বেঁচে যায় ৷ বার্সেলোনার এই হারের সঙ্গে আরও একটি জিনিস স্পষ্ট হয়ে গেল ৷ আন্সেলোত্তি যতটা না পরিপক্ক ছিলেন তাঁর অভিজ্ঞতা ও পরিকল্পনায় ৷ সেখানে ফুটবল কোচিংয়ে জাভিকে এখনও অনেক পরিণত হতে হবে ৷

আরও পড়ুন:

  1. শ্রীনিধিকে হারিয়ে গ্রুপ শীর্ষে, বড় ম্যাচ ড্র করলেই সুপার কাপের সেমিতে লাল-হলুদ
  2. রোহিতের মাইলফলকের ম্যাচে যশস্বী -শিবমের ব্যাটে সিরিজ দখল ভারতের
  3. একে অপরের প্রশংসক, কোনওদিন দেখা না হলেও মেসেজে কথা বিরাট-নোভাকের

রিয়াদ, 15 জানুয়ারি: 13 তম স্প্যানিশ সুপার কাপ ট্রফি ক্যাবিনেটে তুলল রিয়াল মাদ্রিদ ৷ রবিবার রাতে রিয়াদের মাঠে এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারিয়ে মরশুমের প্রথম ট্রফি জিতল রিয়াল ৷ হ্যাটট্রিক করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনি জুনিয়র ৷ প্রথমার্ধেই তাঁর হ্যাটট্রিকে ম্যাচ প্রায় হাত থেকে বেরিয়ে যায় কাতালান ক্লাবের ৷

রিয়াদের আল-আওয়াল পার্ক স্টেডিয়ামে দুই ব্রাজিলিয়ান ভিনি জুনিয়র এবং রদ্রিগো গোসের গোলে বার্সাকে 4-1 গোলে হারাল রিয়াল ৷ ফাইনাল ম্যাচের শুরু থেকেই প্রেসিং ফুটবল খেলা শুরু করেছিল রিয়াল মাদ্রিদ ৷ লেওয়ানডস্কি এবং তাঁর দলকে কোনও সুযোগ দিতে চাননি ন্যাচো, লুকারা ৷ যার শুরুটা করেন ভিনি জুনিয়র ৷ 7 মিনিটের মাথায় প্রথম গোলটি করেন তিনি ৷ এর দু’মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি আসে রিয়ালের ৷ এবারেও সেই 7 নম্বর জার্সি ধারি ব্রাজিলিয়ান ৷ কার্ভাজালের বাড়ানো লং বল রিসিভ করেন রদ্রিগো ৷ সেখান থেকে রদ্রিগোর নিচু করে বাড়ানো ক্রসে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন ভিনি ৷ প্রথম 10 মিনিটেই 2-0 গোলে এগিয়ে যাওয়ার সুবাদে রিয়াল যতটা না ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ৷ ততটাই ম্যাচ থেকে হারিয়ে যায় বার্সেলোনা ৷

তবে, বার্সেলোনাকে ম্যাচে ফিরিয়ে আনার যথাযথ চেষ্টা করেছিলেন তাদের অধিনায়ক লেওয়ানডস্কি ৷ 32 মিনিটে বার্সার হয়ে একমাত্র গোলটি করেন তিনি ৷ কিন্তু, তা যথেষ্ঠ ছিল না পুরো দলকে ফের চাগিয়ে তোলার জন্য ৷ তবে, একাধিক সুযোগ তৈরি করেছিল তারা ৷ ফেরান তোরেসের একটি শট ক্রসবারে লেগে ছিটকে যায় ৷ এক মিনিটের মধ্যে আরও একটি সুযোগ তৈরি করেন তোরেস ৷ আর এবার ইউক্রেনিয়ানের ভলি থেকে স্কোরবোর্ড 2-1 করেন বার্সা অধিনায়ক ৷

কিন্তু, প্রথমার্ধের গোলের বন্যা এখানেই শেষ হয়ে যায়নি ৷ আরও একটি গোল হজম করতে হয় জাভির দলকে ৷ ভিনি জুনিয়রকে বক্সের ভিতরেই ফাউল করে বসেন আরাউজো ৷ 38 মিনিটে পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক করেন ভিনি ৷ প্রথমার্ধের খেলা শেষে স্কোরবোর্ড দাঁড়ায় 3-1 ৷ তবে, দ্বিতীয়ার্ধে দুই দলই অনেকটা ধীরস্থির ভাবে খেলা শুরু করে ৷ বার্সেলোনা নিজেদের নিয়ন্ত্রণে ম্যাচ রাখতে পাসিং ফুটবলে মনোসংযোগ বাড়ায় ৷ এর ফলে বেশ কয়েকটি সুযোগও তৈরি করে তারা ৷ কিন্তু, রিয়ালের ডিফেন্সে কার্ভাজাল, চৌমেনিদের পেরিয়ে জালে বল গলাতে ব্যর্থ হন লেওয়ানডস্কি, কন্দে, রোবের্তোরা ৷

তবে, গোলের মালা পরা এখনও বাকি ছিল জাভির দলের ৷ 63 মিনিটে কন্দের হাফ-ক্লিয়ার বল রিসিভ করে সাইড-ফুটেড শটে গোল করে রিয়ালকে 4-1 লিড পাইয়ে দেন রদ্রিগো ৷ এখান থেকে আর ম্যাচে ফেরার কথা ভাবতেও পারেনি বার্সেলোনা ৷ বরং 72 মিনিটে 5 নম্বর গোল হতে হতে বেঁচে যায় ৷ বার্সেলোনার এই হারের সঙ্গে আরও একটি জিনিস স্পষ্ট হয়ে গেল ৷ আন্সেলোত্তি যতটা না পরিপক্ক ছিলেন তাঁর অভিজ্ঞতা ও পরিকল্পনায় ৷ সেখানে ফুটবল কোচিংয়ে জাভিকে এখনও অনেক পরিণত হতে হবে ৷

আরও পড়ুন:

  1. শ্রীনিধিকে হারিয়ে গ্রুপ শীর্ষে, বড় ম্যাচ ড্র করলেই সুপার কাপের সেমিতে লাল-হলুদ
  2. রোহিতের মাইলফলকের ম্যাচে যশস্বী -শিবমের ব্যাটে সিরিজ দখল ভারতের
  3. একে অপরের প্রশংসক, কোনওদিন দেখা না হলেও মেসেজে কথা বিরাট-নোভাকের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.