ETV Bharat / sports

CWG 2022: পালোয়ান রবির হাত ধরে কমনওয়েলথে দশম সোনা ভারতের, সোনা জিতলেন ভিনেশও - Ravi Kumar Dahiya

খানিকটা চমকে দিয়েই অলিম্পিকসে জিতে নিয়েছিলেন রুপো ৷ একবছর বাদে কমনওয়েলথ গেমসে বজায় রইল সেই সাফল্যের রেশ ৷ 57 কেজি ক্যাটেগরিতে পোডিয়াম শীর্ষে ফিনিশ বার্মিংহ্যাম গেমসে দশম সোনা এনে দিলেন কুস্তিগীর রবি দাহিয়া (Ravi Kumar Dahiya wins maiden Commonwealth Games gold) ৷

Etv BharatCWG 2022
Etv Bharaপালোয়ান রবির হাত ধরে কমনওয়েলথে দশম সোনা ভারতের ঝুলিতেt
author img

By

Published : Aug 6, 2022, 10:34 PM IST

Updated : Aug 6, 2022, 11:06 PM IST

বার্মিংহ্যাম, 6 অগস্ট: শুক্রবারের মতোই কমনওয়েলথ গেমস কুস্তিতে শনিবার জয়জয়কার ভারতের ৷ এদিন কয়েক মিনিটের ব্যবধানে রবি দাহিয়া এবং ভিনেশ ফোগতের হাত ধরে চলতি গেমসের দশম এবং একাদশ সোনা এল ভারতের ঘরে ৷ 57 কেজি (ফ্রি-স্টাইল) ক্যাটেগরিতে সোনা জিতলেন রবি, আর টোকিয়োর হতাশা ঝেড়ে ফেলে 53 কেজিতে ফেপ কমনওয়েলথ সোনা ভিনেশের ঝুলিতে ৷

খানিকটা চমকে দিয়েই অলিম্পিকসে জিতে নিয়েছিলেন রুপো ৷ একবছর বাদে কমনওয়েলথ গেমসে বজায় রইল সেই সাফল্যের রেশ ৷ 57 কেজি (ফ্রি-স্টাইল) ক্যাটেগরিতে পোডিয়াম শীর্ষে ফিনিশ বার্মিংহ্যাম গেমসে দশম সোনা এনে দিলেন কুস্তিগীর রবি দাহিয়া (Ravi Kumar Dahiya wins maiden Commonwealth Games gold) ৷ শনিবাসরীয় ফাইনালে নাইজিরিয়ান প্রতিদ্বন্দ্বীকে ম্যাটে দাঁড়াতেই দিলেন না সোনপথের পালোয়ান ৷ এবিকেউএনিমো ওয়েলসনকে রবি হারালেন 10-0 ব্যবধানে ৷

বজরং, দীপক, সাক্ষীর পর রবির হাত ধরে চলতি কমনওয়েলথ গেমসে কুস্তি থেকে চতুর্থ সোনা এল ভারতের ৷ কমনওয়েলথ গেমসে এই প্রথম স্বর্ণপদক লাভ করলেন টোকিয়ো অলিম্পিকস ৷ বাউটের শুরুতে তিনবারের সোনাজয়ী নাইজিরিয়ার প্রতিদ্বন্দ্বীর আক্রমণ দারুণভাবে সামলান তিনি ৷ পরবর্তীতে আক্রমণে গিয়ে বাজিমাত করেন রবি ৷

আরও পড়ুন: ব্রিটিশ 'বধ' করে কমনওয়েলথ গেমসের ফাইনালে হরমনপ্রীতরা

এদিকে 2018 গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে 50 কেজিতে সোনাজয়ী ভিনেশ বার্মিংহ্যামেও সোনা ধরে রাখলেন (Wrestler Vinesh Phogat wins 11th gold for India at CWG 2022) ৷ 2014, 2018 পর 2022-কমনওয়েলথে সোনাজয়ের হ্যাটট্রিক সেরে ফেললেন হরিয়ানার মহিলা কুস্তিগীর ৷ টোকিয়োয় চূড়ান্ত হতাশ করা ভিনেশ ফাইনালে হারালেন প্রতিবেশী শ্রীলঙ্কার প্রতিদ্বন্দ্বীকে ৷ ম্যাচের ফল ভারতীয় কুস্তিগীরের পক্ষে 5-0 ৷ ফোগতের জয়ের সঙ্গে ভারতের ঝুলিতে এল 11টি সোনা ৷ পদকতালিকায় আপাতত পাঁচে ভারত ৷

বার্মিংহ্যাম, 6 অগস্ট: শুক্রবারের মতোই কমনওয়েলথ গেমস কুস্তিতে শনিবার জয়জয়কার ভারতের ৷ এদিন কয়েক মিনিটের ব্যবধানে রবি দাহিয়া এবং ভিনেশ ফোগতের হাত ধরে চলতি গেমসের দশম এবং একাদশ সোনা এল ভারতের ঘরে ৷ 57 কেজি (ফ্রি-স্টাইল) ক্যাটেগরিতে সোনা জিতলেন রবি, আর টোকিয়োর হতাশা ঝেড়ে ফেলে 53 কেজিতে ফেপ কমনওয়েলথ সোনা ভিনেশের ঝুলিতে ৷

খানিকটা চমকে দিয়েই অলিম্পিকসে জিতে নিয়েছিলেন রুপো ৷ একবছর বাদে কমনওয়েলথ গেমসে বজায় রইল সেই সাফল্যের রেশ ৷ 57 কেজি (ফ্রি-স্টাইল) ক্যাটেগরিতে পোডিয়াম শীর্ষে ফিনিশ বার্মিংহ্যাম গেমসে দশম সোনা এনে দিলেন কুস্তিগীর রবি দাহিয়া (Ravi Kumar Dahiya wins maiden Commonwealth Games gold) ৷ শনিবাসরীয় ফাইনালে নাইজিরিয়ান প্রতিদ্বন্দ্বীকে ম্যাটে দাঁড়াতেই দিলেন না সোনপথের পালোয়ান ৷ এবিকেউএনিমো ওয়েলসনকে রবি হারালেন 10-0 ব্যবধানে ৷

বজরং, দীপক, সাক্ষীর পর রবির হাত ধরে চলতি কমনওয়েলথ গেমসে কুস্তি থেকে চতুর্থ সোনা এল ভারতের ৷ কমনওয়েলথ গেমসে এই প্রথম স্বর্ণপদক লাভ করলেন টোকিয়ো অলিম্পিকস ৷ বাউটের শুরুতে তিনবারের সোনাজয়ী নাইজিরিয়ার প্রতিদ্বন্দ্বীর আক্রমণ দারুণভাবে সামলান তিনি ৷ পরবর্তীতে আক্রমণে গিয়ে বাজিমাত করেন রবি ৷

আরও পড়ুন: ব্রিটিশ 'বধ' করে কমনওয়েলথ গেমসের ফাইনালে হরমনপ্রীতরা

এদিকে 2018 গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে 50 কেজিতে সোনাজয়ী ভিনেশ বার্মিংহ্যামেও সোনা ধরে রাখলেন (Wrestler Vinesh Phogat wins 11th gold for India at CWG 2022) ৷ 2014, 2018 পর 2022-কমনওয়েলথে সোনাজয়ের হ্যাটট্রিক সেরে ফেললেন হরিয়ানার মহিলা কুস্তিগীর ৷ টোকিয়োয় চূড়ান্ত হতাশ করা ভিনেশ ফাইনালে হারালেন প্রতিবেশী শ্রীলঙ্কার প্রতিদ্বন্দ্বীকে ৷ ম্যাচের ফল ভারতীয় কুস্তিগীরের পক্ষে 5-0 ৷ ফোগতের জয়ের সঙ্গে ভারতের ঝুলিতে এল 11টি সোনা ৷ পদকতালিকায় আপাতত পাঁচে ভারত ৷

Last Updated : Aug 6, 2022, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.