উলানবাটর, 24 এপ্রিল : 2022 এশীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন রবি দাহিয়া । 2020 টোকিও অলিম্পিকের পর ফের আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পেলেন সোনপাতের কুস্তিগীর । এদিন কাজাখাস্তানের রাখাত কালঝানের হারিয়ে শিরোপা জিতেছেন তিনি । এর আগে 2020, 2021 সালেও এশীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন দাহিয়া (Ravi Dahiya becomes first Indian to win three Gold at Asian Championship) । প্রথম ভারতীয় কুস্তিগীর হিসেবে পরপর এশীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে তিনটি সোনা জিতলেন তিনি ।
ফ্রিস্টাইল 57 কেজি বিভাগে রবি চ্যাম্পিয়ন হন প্রযুক্তিগত আধিপত্য মেনে । নির্দিষ্ট সময়ের মধ্যে ভারতীয় কুস্তিগীরকে নড়াতে পারেননি কালঝান । ফাইনালে ওঠার পথে রবি জাপানের রিকুতো আরাই এবং ফাইনালের পথে মঙ্গোলিয়ার জানাবাজার জান্দানবুদকে হারান । চলতি বছরের ফেব্রুয়ারিতে ড্যান কোলভ ইভেন্টে রুপো জয়ের পর এদিন ফের পদক জিতেছেন তিনি ।
আরও পড়ুন : প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয় অংশু মালিকের
-
I'm pleased to inform you that I've won third consecutive GOLD for my country at the Asian Championship 2022. I'd want to express my gratitude to my coaches, my family, WFI, my friends, my well wishers, and my entire support team, this would'nt have been possible without them 🇮🇳 pic.twitter.com/Lq573aTccA
— Ravi Kumar Dahiya (@ravidahiya60) April 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I'm pleased to inform you that I've won third consecutive GOLD for my country at the Asian Championship 2022. I'd want to express my gratitude to my coaches, my family, WFI, my friends, my well wishers, and my entire support team, this would'nt have been possible without them 🇮🇳 pic.twitter.com/Lq573aTccA
— Ravi Kumar Dahiya (@ravidahiya60) April 24, 2022I'm pleased to inform you that I've won third consecutive GOLD for my country at the Asian Championship 2022. I'd want to express my gratitude to my coaches, my family, WFI, my friends, my well wishers, and my entire support team, this would'nt have been possible without them 🇮🇳 pic.twitter.com/Lq573aTccA
— Ravi Kumar Dahiya (@ravidahiya60) April 24, 2022
একনজড়ে ভারতের পদক তালিকা :
- দাহিয়ার পাশাপাশি এদিন ফ্রিস্টাইল 65 কেজি বিভাগে রুপো জিতেছেন বজরং পুনিয়া ।
- 79 কেজি বিভাগে রুপো জিতেছেন বালিয়ান গৌরব ।
- গ্রেকো-রোমানের 55 কেজি বিভাগে ব্রোঞ্জ এসেছে অর্জুন হালাকুর্কির ঝুলিতে ।
- 63 কেজিতে ব্রোঞ্জ জিতেছেন নীরজ ।
- 67 কেজি বিভাগে তৃতীয় হয়েছেন সচিন সাহরাওয়াত ।
- 82 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন হরপ্রীত সিং ।
- 87 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন সুনীল কুমার ।
- মহিলাদের 55 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন সুশমা সকিন ।
- 57 কেজি বিভাগে রুপো জিতেছেন অংশু মালিক ।
- 59 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন এস সরিতা ।
- 62 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন মণীষা মৌন ।
- 65 কেজি বিভাগে রুপো জিতেছেন রাধিকা ।