ETV Bharat / sports

কঠিন পরিশ্রমের ফল, প্রতিক্রিয়া খেলরত্নে মনোনীত রানি রামপালের - রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কার

খেলরত্নে সম্মানের জন্য মনোনীত হয়ে গর্ব অনুভব করছেন রানি রামপাল ৷

রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কার
"কঠিন পরিশ্রমের পুরস্কার", খেলরত্ন পুরস্কার জয়ে প্রতিক্রিয়া রানির
author img

By

Published : Aug 22, 2020, 7:46 PM IST

Updated : Jan 30, 2023, 12:16 PM IST

বেঙ্গালুরু, 22 অগাস্ট : তিনিই প্রথম ৷ তাঁর আগে কোনও মহিলা হকি খেলোয়াড় খেলরত্ন পুরস্কার পাননি ৷ ছোটোবেলায় চরম দারিদ্র আর কেরিয়ারে বহু চড়াই উতরাই পেরিয়ে সাফল্য পাওয়া ভারতীয় হকি দলের অধিনায়ক রানি রামপাল আজ বহু মেয়ের প্রেরণা ৷ দেশের ক্রীড়াজগতের সর্বোচ্চ সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে তাঁকে ৷ অভিভূত রানি বলছেন, এটা কঠিন পরিশ্রমের ফল ৷ এই সম্মান তাঁকে আরও ভালো পারফর্ম করার জন্য অনুপ্রেরণা জোগাবে ৷

এবছর দেশের তিন কন্যা খেলরত্নে ভূষিত হচ্ছেন ৷ তারমধ্যে একজন মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল ৷ শুক্রবার ক্রীড়ামন্ত্রকের তরফে নাম ঘোষিত হওয়ার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন রানি ৷ তাঁর কথায়, "এটা গর্বের মুহূর্ত ৷ বিশেষ করে আমার পরিবারের কাছে ৷ রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কার দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান ৷ এর জন্য আমার কোচ, সতীর্থ, বন্ধুবান্ধব এবং পরিবারের অবদান রয়েছে ৷ যাঁরা কেরিয়ারের প্রথম থেকে আমাকে লাগাতার সমর্থন করে গেছেন ৷"

রানি রামপালের নেতৃত্বে টোকিয়ো অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছে মহিলা হকি টিম ৷ অলিম্পিকে পদক জয়ই এখন পাখির চোখ রানির ৷ বর্তমানে বেঙ্গালুরুর SAI সেন্টারে অনুশীলনে রত রানি বলেছেন, "যখন কেউ কঠিন পরিশ্রমের ফল পায়, সেই অনুভূতিটা দারুণ ৷ এই পুরস্কার আমাকে অনুপ্রেরণা জোগাবে ৷ আমার মতো খেলোয়াড়রা বড় সাফল্যের লক্ষ্যে এগিয়ে যায় ও দেশকে গর্বিত করে ৷"

বেঙ্গালুরু, 22 অগাস্ট : তিনিই প্রথম ৷ তাঁর আগে কোনও মহিলা হকি খেলোয়াড় খেলরত্ন পুরস্কার পাননি ৷ ছোটোবেলায় চরম দারিদ্র আর কেরিয়ারে বহু চড়াই উতরাই পেরিয়ে সাফল্য পাওয়া ভারতীয় হকি দলের অধিনায়ক রানি রামপাল আজ বহু মেয়ের প্রেরণা ৷ দেশের ক্রীড়াজগতের সর্বোচ্চ সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে তাঁকে ৷ অভিভূত রানি বলছেন, এটা কঠিন পরিশ্রমের ফল ৷ এই সম্মান তাঁকে আরও ভালো পারফর্ম করার জন্য অনুপ্রেরণা জোগাবে ৷

এবছর দেশের তিন কন্যা খেলরত্নে ভূষিত হচ্ছেন ৷ তারমধ্যে একজন মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল ৷ শুক্রবার ক্রীড়ামন্ত্রকের তরফে নাম ঘোষিত হওয়ার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন রানি ৷ তাঁর কথায়, "এটা গর্বের মুহূর্ত ৷ বিশেষ করে আমার পরিবারের কাছে ৷ রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কার দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান ৷ এর জন্য আমার কোচ, সতীর্থ, বন্ধুবান্ধব এবং পরিবারের অবদান রয়েছে ৷ যাঁরা কেরিয়ারের প্রথম থেকে আমাকে লাগাতার সমর্থন করে গেছেন ৷"

রানি রামপালের নেতৃত্বে টোকিয়ো অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছে মহিলা হকি টিম ৷ অলিম্পিকে পদক জয়ই এখন পাখির চোখ রানির ৷ বর্তমানে বেঙ্গালুরুর SAI সেন্টারে অনুশীলনে রত রানি বলেছেন, "যখন কেউ কঠিন পরিশ্রমের ফল পায়, সেই অনুভূতিটা দারুণ ৷ এই পুরস্কার আমাকে অনুপ্রেরণা জোগাবে ৷ আমার মতো খেলোয়াড়রা বড় সাফল্যের লক্ষ্যে এগিয়ে যায় ও দেশকে গর্বিত করে ৷"

Last Updated : Jan 30, 2023, 12:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.