ETV Bharat / sports

Australian Open 2022 : সহজ জয়ে অস্ট্রেলিয়ান ওপেনে যাত্রা শুরু নাদালের, জিতে এগোলেন বার্টি-ওসাকাও - Ashleigh Barty and Naomi Osaka also reached the second round

মার্কিন প্রতিদ্বন্দ্বী মার্কোস গিরনকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখলেন নাদাল (Rafael Nadal beats Marcos Giron in the first round) ৷ স্প্যানিশ মায়েস্ত্রোর পক্ষে ম্যাচের ফল 6-1, 6-4, 6-2 ৷

Australian Open 2022
সহজ জয়ে অস্ট্রেলিয়ান ওপেনে যাত্রা শুরু নাদালের, জিতে এগোলেন বার্টি-ওসাকাও
author img

By

Published : Jan 17, 2022, 6:12 PM IST

মেলবোর্ন, 17 জানুয়ারি : চোটের কারণে নেই রজার ফেডেরার ৷ আইনি লড়াইয়ে হেরে দেশে ফিরেছেন নোভাক জকোভিচ ৷ সবমিলিয়ে পুরুষ বিভাগে থ্রি-মাস্কেটিয়ার্সের মাত্র একজনই এবার প্রতিনিধিত্ব করছেন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে ৷ তিনি রাফায়েল নাদাল ৷ দুই প্রতিদ্বন্দ্বী না-থাকায় কি 2022 অস্ট্রেলিয়ান ওপেন জিতে শিখরে পৌঁছনো অনেক বেশি সহজ হয়ে গেল স্প্যানিশ তারকার জন্য ? সে উত্তর সময় দেবে ৷ তবে 21তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে রড লেভার এরিনায় শুরুটা মেজাজেই করলেন রাফা ৷

মার্কিন প্রতিদ্বন্দ্বী মার্কোস গিরনকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখলেন নাদাল (Rafael Nadal beats Marcos Giron in the first round) ৷ স্প্যানিশ মায়েস্ত্রোর পক্ষে ম্যাচের ফল 6-1, 6-4, 6-2 ৷ দ্বিতীয় রাউন্ডে ওয়াইল্ড কার্ড এন্ট্রি থানাসি কোক্কিনাকিস এবং য্যানিক হাফম্যানের মধ্যে বিজয়ীর মুখোমুখি হবেন তিনি ৷

গতবছর ফরাসি ওপেনের শেষ চারে জোকারের কাছে হারের পর এটাই প্রথম গ্র্যান্ড স্ল্যাম আবির্ভাব ছিল রাফার ৷ কারণ ক্লান্তি এবং চোটের কারণে 2021 উইম্বলডন এবং যুক্তরাষ্ট্র ওপেনে ছিলেন না তিনি ৷ তবে মেলবোর্ন পার্কে ফিরতে পেরে খুশি 2009 অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ৷

আরও পড়ুন : Djokovic Leaves Australia : রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন অধরা রেখে অস্ট্রেলিয়া ছাড়লেন 'হতাশ' জকোভিচ

নাদালের পাশাপাশি মহিলাদের সিঙ্গলসে সহজ জয়ে অভিযান শুরু করেছেন অ্যাশলে বার্টি এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাওমি ওসাকা (Ashleigh Barty and Naomi Osaka also reached the second round) ৷ ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কোকে বার্টি হারান 6-0, 6-1 ব্য়বধানে ৷ কলম্বিয়ান প্রতিদ্বন্দ্বীকে ওসাকা হারান 6-3, 6-3 ব্যবধানে ৷

মেলবোর্ন, 17 জানুয়ারি : চোটের কারণে নেই রজার ফেডেরার ৷ আইনি লড়াইয়ে হেরে দেশে ফিরেছেন নোভাক জকোভিচ ৷ সবমিলিয়ে পুরুষ বিভাগে থ্রি-মাস্কেটিয়ার্সের মাত্র একজনই এবার প্রতিনিধিত্ব করছেন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে ৷ তিনি রাফায়েল নাদাল ৷ দুই প্রতিদ্বন্দ্বী না-থাকায় কি 2022 অস্ট্রেলিয়ান ওপেন জিতে শিখরে পৌঁছনো অনেক বেশি সহজ হয়ে গেল স্প্যানিশ তারকার জন্য ? সে উত্তর সময় দেবে ৷ তবে 21তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে রড লেভার এরিনায় শুরুটা মেজাজেই করলেন রাফা ৷

মার্কিন প্রতিদ্বন্দ্বী মার্কোস গিরনকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখলেন নাদাল (Rafael Nadal beats Marcos Giron in the first round) ৷ স্প্যানিশ মায়েস্ত্রোর পক্ষে ম্যাচের ফল 6-1, 6-4, 6-2 ৷ দ্বিতীয় রাউন্ডে ওয়াইল্ড কার্ড এন্ট্রি থানাসি কোক্কিনাকিস এবং য্যানিক হাফম্যানের মধ্যে বিজয়ীর মুখোমুখি হবেন তিনি ৷

গতবছর ফরাসি ওপেনের শেষ চারে জোকারের কাছে হারের পর এটাই প্রথম গ্র্যান্ড স্ল্যাম আবির্ভাব ছিল রাফার ৷ কারণ ক্লান্তি এবং চোটের কারণে 2021 উইম্বলডন এবং যুক্তরাষ্ট্র ওপেনে ছিলেন না তিনি ৷ তবে মেলবোর্ন পার্কে ফিরতে পেরে খুশি 2009 অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ৷

আরও পড়ুন : Djokovic Leaves Australia : রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন অধরা রেখে অস্ট্রেলিয়া ছাড়লেন 'হতাশ' জকোভিচ

নাদালের পাশাপাশি মহিলাদের সিঙ্গলসে সহজ জয়ে অভিযান শুরু করেছেন অ্যাশলে বার্টি এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাওমি ওসাকা (Ashleigh Barty and Naomi Osaka also reached the second round) ৷ ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কোকে বার্টি হারান 6-0, 6-1 ব্য়বধানে ৷ কলম্বিয়ান প্রতিদ্বন্দ্বীকে ওসাকা হারান 6-3, 6-3 ব্যবধানে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.