ETV Bharat / sports

US OPEN 2022: হোঁচট খেয়ে দ্বিতীয় রাউন্ডে নাদাল, শুরুতেই বিদায় ওসাকার - Rafael Nadal reaches into the second round

সন্তানসম্ভবা স্ত্রী হাসপাতালে ভরতি হওয়ায় দিনকয়েক আগে নাদালের যুক্তরাষ্ট্র ওপেনে (US Open) কোর্টে নামা নিয়ে সংশয় তৈরি হয়েছিল ৷ সব সংশয় দূর করে অজি তরুণ তুর্কীকে রাফা হারালেন 4-6, 6-2, 6-3, 6-3 ব্যবধানে (Nadal Beats Hijikata) ৷

Etv Bharat
হোঁচট খেয়ে দ্বিতীয় রাউন্ডে নাদাল
author img

By

Published : Aug 31, 2022, 4:09 PM IST

Updated : Aug 31, 2022, 4:17 PM IST

নিউ ইয়র্ক, 31 অগস্ট: প্রথম সেটে হোঁচট খেতে হলেও ফ্লাশিং মেডোয় (Flushing Meadows) প্রত্যাবর্তনটা জয় দিয়েই করলেন রাফায়েল নাদাল ৷ প্রতিযোগিতায় ওয়াইল্ড কার্ড এন্ট্রি রিঙ্কি হিজিকাতাকে (Rinky Hijikata) চার সেটের লড়াইয়ে জিতে যুক্তরাষ্ট্র ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন স্প্যানিশ মায়েস্ত্রো (Rafael Nadal reaches into the second round of US Open) ৷ সন্তানসম্ভবা স্ত্রী হাসপাতালে ভরতি হওয়ায় দিনকয়েক আগে নাদালের যুক্তরাষ্ট্র ওপেনে নামা নিয়ে সংশয় তৈরি হয়েছিল ৷ যদিও সব সংশয় দূর করে অজি তরুণ তুর্কীকে রাফা হারালেন 4-6, 6-2, 6-3, 6-3 ব্যবধানে ৷

মরশুমের তৃতীয় এবং কেরিয়ারের 23তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে নাদাল মুখোমুখি হবেন ইতালির ফ্যাবিও ফগনিনি-র (Fabio Fognini) ৷ 2015 ফ্লাশিং মেডোয় ফগনিনি-র বিরুদ্ধে নাদালের শেষ সাক্ষাতের ফলাফল সুখের ছিল না মোটেই ৷ সে যাইহোক, তলপেটের পেশি ছিঁড়ে উইম্বলডন সেমিফাইনাল থেকে নাম তুলে নেওয়ার পর যুক্তরাষ্ট্র ওপেনের প্রত্যাবর্তনে (2019 পর এই প্রথম) জয় খুশি করেছে স্প্যানিয়ার্ডকে ৷

এদিন ম্যাচ জয়ের পর 22টি মেজরের মালিক বলেন, "অনেকদিন পর এখানে ম্যাচ খেললাম ৷ ফিরতে পেরে ভালো লাগছে ৷ একসময় তো মনে হতো এখানে আর হয়তো খেলাই হবে না ৷" ফ্লাশিং মেডোয় নামার আগে নাদালের ম্যাচ প্র্যাকটিস বলতে ছিল সিনসিনাটি ওপেন ৷ তাও সেই প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ব়্যাংকিং'য়ে 152 নম্বরের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাঁকে ৷ তাই প্রথম রাউন্ডে পিছিয়ে পড়ে এই জয় দ্বিতীয় রাউন্ডে অপেক্ষাকৃত কঠিন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে নাদালকে ৷

আরও পড়ুন: ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবেই, সমর্থকদের ধৈর্য ধরার পরামর্শ বাইচুংয়ের

অন্যদিকে মহিলা সিঙ্গলসের প্রথম রাউন্ডেই ঘটল ইন্দ্রপতন ৷ যুক্তরাষ্ট্রেরই ড্যানিয়েল কলিন্সের (Danielle Collins) কাছে স্ট্রেট সেটে হেরে বসলেন জাপানের দু'বারের চ্যাম্পিয়ন নাওমি ওসাকা (Naomi Osaka) ৷ কলিন্সের বিরুদ্ধে ম্যাচের ফল 7-6, 6-3 ৷ চলতি মরশুমে ফরাসি ওপেনেও প্রথম রাউন্ডে বিদায় নিয়েছিলেন নাওমি ৷ এদিন যুক্তরাষ্ট্র ওপেনের শুরুতে বিদায় নিয়ে ব়্যাংকিং'য়ে আরও অধঃপতন হল তাঁর ৷ আপাতত 44 নম্বরে নাওমি ৷

নিউ ইয়র্ক, 31 অগস্ট: প্রথম সেটে হোঁচট খেতে হলেও ফ্লাশিং মেডোয় (Flushing Meadows) প্রত্যাবর্তনটা জয় দিয়েই করলেন রাফায়েল নাদাল ৷ প্রতিযোগিতায় ওয়াইল্ড কার্ড এন্ট্রি রিঙ্কি হিজিকাতাকে (Rinky Hijikata) চার সেটের লড়াইয়ে জিতে যুক্তরাষ্ট্র ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন স্প্যানিশ মায়েস্ত্রো (Rafael Nadal reaches into the second round of US Open) ৷ সন্তানসম্ভবা স্ত্রী হাসপাতালে ভরতি হওয়ায় দিনকয়েক আগে নাদালের যুক্তরাষ্ট্র ওপেনে নামা নিয়ে সংশয় তৈরি হয়েছিল ৷ যদিও সব সংশয় দূর করে অজি তরুণ তুর্কীকে রাফা হারালেন 4-6, 6-2, 6-3, 6-3 ব্যবধানে ৷

মরশুমের তৃতীয় এবং কেরিয়ারের 23তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে নাদাল মুখোমুখি হবেন ইতালির ফ্যাবিও ফগনিনি-র (Fabio Fognini) ৷ 2015 ফ্লাশিং মেডোয় ফগনিনি-র বিরুদ্ধে নাদালের শেষ সাক্ষাতের ফলাফল সুখের ছিল না মোটেই ৷ সে যাইহোক, তলপেটের পেশি ছিঁড়ে উইম্বলডন সেমিফাইনাল থেকে নাম তুলে নেওয়ার পর যুক্তরাষ্ট্র ওপেনের প্রত্যাবর্তনে (2019 পর এই প্রথম) জয় খুশি করেছে স্প্যানিয়ার্ডকে ৷

এদিন ম্যাচ জয়ের পর 22টি মেজরের মালিক বলেন, "অনেকদিন পর এখানে ম্যাচ খেললাম ৷ ফিরতে পেরে ভালো লাগছে ৷ একসময় তো মনে হতো এখানে আর হয়তো খেলাই হবে না ৷" ফ্লাশিং মেডোয় নামার আগে নাদালের ম্যাচ প্র্যাকটিস বলতে ছিল সিনসিনাটি ওপেন ৷ তাও সেই প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ব়্যাংকিং'য়ে 152 নম্বরের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাঁকে ৷ তাই প্রথম রাউন্ডে পিছিয়ে পড়ে এই জয় দ্বিতীয় রাউন্ডে অপেক্ষাকৃত কঠিন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে নাদালকে ৷

আরও পড়ুন: ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবেই, সমর্থকদের ধৈর্য ধরার পরামর্শ বাইচুংয়ের

অন্যদিকে মহিলা সিঙ্গলসের প্রথম রাউন্ডেই ঘটল ইন্দ্রপতন ৷ যুক্তরাষ্ট্রেরই ড্যানিয়েল কলিন্সের (Danielle Collins) কাছে স্ট্রেট সেটে হেরে বসলেন জাপানের দু'বারের চ্যাম্পিয়ন নাওমি ওসাকা (Naomi Osaka) ৷ কলিন্সের বিরুদ্ধে ম্যাচের ফল 7-6, 6-3 ৷ চলতি মরশুমে ফরাসি ওপেনেও প্রথম রাউন্ডে বিদায় নিয়েছিলেন নাওমি ৷ এদিন যুক্তরাষ্ট্র ওপেনের শুরুতে বিদায় নিয়ে ব়্যাংকিং'য়ে আরও অধঃপতন হল তাঁর ৷ আপাতত 44 নম্বরে নাওমি ৷

Last Updated : Aug 31, 2022, 4:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.