ETV Bharat / sports

Rafael Nadal : ‘লাল সুরকিতে আমিই রাজা’, মুকুটে ফের পালক গোঁজার অপেক্ষায় রাফা - Rafael Nadal

ফিলিপ শাতিয়ের কোর্টে জকোভিচের আধিপত্য চুরমার করে যেন বারবার রাফা বললেন, ‘‘আমি নাদাল ৷ আর এই লাল মাটি শুধুই আমার ৷’’ শ্রেষ্ঠত্ব প্রমাণ বহুদিন আগেই দিয়েছেন, মাথায় জ্বলজ্বল করছে রাজার মুকুট ৷ সেই মুকুটে ফের আরেক পালক গোঁজার অপেক্ষায় ‘লাল সুরকির সম্রাট’ (Rafael Nadal goes one step closer to notch one more French Open) ৷

Rafa Nadal
মুকুটে ফের পালক গোঁজার অপেক্ষায় রাফা
author img

By

Published : Jun 1, 2022, 11:03 PM IST

প্যারিস, 1 জুন : লাল সুরকির রাজা ৷ ইংরেজিতে আপামর বিশ্ব যাকে চেনে ‘কিং অফ ক্লে’ নামে ৷ রোঁলা গারোর লাল মাটিতে যিনি খেলতে নামলে অতি গুরুত্বপূর্ণ কাজও ভুলে যান ফরাসিরা ৷ ইশ্বরের কাছে তখন একটাই চাওয়া, ‘এই লোকটা যেন কোনওদিন ব়্যাকেট তুলে না রাখে ৷’ কারণ, 2005 সাল থেকে এই লাল সুরকিতেই যে আলপনা আঁকছেন রাফায়েল নাদাল (Rafael Nadal goes one step closer to notch one more French Open) ৷

চতুর্থ রাউন্ডের ম্যাচে কার্যত মাথার ঘাম পায়ে ফেলে লড়াই ছিনিয়ে নিয়েছিলেন ৷ শেষ আটের লড়াইয়ে গতবারের চ্যাম্পিয়ন, নোভাক জকোভিচের সামনে পড়েছিলেন ৷ গোটা বিশ্বের টেনিসবোদ্ধাদের সঙ্গে পাঁজরের চোট সারিয়ে কোর্টে নামা রাফাও বিশ্বাস করতে শুরু করেছিলেন, তিনি পারবেন না ৷ জকোভিচের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিশ্চিত ৷ ম্যাচের সময় পরিবর্তন হয়ে প্রায় মধ্যরাতে হওয়ায় রাফার যে বিশ্বাস আরও দৃঢ় হয়েছিল ৷ অন্যদিকে, উলটোদিকে ততটাই টগবগ করে ফুটছিলেন সার্বিয়ান তারকা ৷

শেষ পর্যন্ত মঙ্গলবার মধ্যরাতের ম্যাচ খেলে যখন উঠলেন দুই তারকা, ম্যাচের ফল নাদালের পক্ষে 6-2, 4-6, 6-2, 7-6 ৷ গোটা স্টেডিয়াম উঠে অভিবাদন জানাচ্ছে তাঁদের আইকনকে ৷ যেই দৃশ্য দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছিল, গত সতেরো বছর ধরে কী জাদুতে ফরাসিদের মোহিত করে রেখেছেন গ্রহের অন্যতম শ্রেষ্ঠ টেনিস তারকা ৷

আরও পড়ুন : নোভাককে হারিয়ে রোঁলা গারোর সেমিতে ক্লে কোর্টের সম্রাট

ফিলিপ শাতিয়ের কোর্টে জকোভিচের আধিপত্য চুরমার করে যেন বারবার রাফা বললেন, ‘‘আমি নাদাল ৷ আর এই লাল মাটি শুধুই আমার ৷’’ শ্রেষ্ঠত্ব প্রমাণ বহুদিন আগেই দিয়েছেন, মাথায় জ্বলজ্বল করছে রাজার মুকুট ৷ সেই মুকুটে ফের আরেক পালক গোঁজার অপেক্ষায় ‘লাল সুরকির সম্রাট’ ৷

প্যারিস, 1 জুন : লাল সুরকির রাজা ৷ ইংরেজিতে আপামর বিশ্ব যাকে চেনে ‘কিং অফ ক্লে’ নামে ৷ রোঁলা গারোর লাল মাটিতে যিনি খেলতে নামলে অতি গুরুত্বপূর্ণ কাজও ভুলে যান ফরাসিরা ৷ ইশ্বরের কাছে তখন একটাই চাওয়া, ‘এই লোকটা যেন কোনওদিন ব়্যাকেট তুলে না রাখে ৷’ কারণ, 2005 সাল থেকে এই লাল সুরকিতেই যে আলপনা আঁকছেন রাফায়েল নাদাল (Rafael Nadal goes one step closer to notch one more French Open) ৷

চতুর্থ রাউন্ডের ম্যাচে কার্যত মাথার ঘাম পায়ে ফেলে লড়াই ছিনিয়ে নিয়েছিলেন ৷ শেষ আটের লড়াইয়ে গতবারের চ্যাম্পিয়ন, নোভাক জকোভিচের সামনে পড়েছিলেন ৷ গোটা বিশ্বের টেনিসবোদ্ধাদের সঙ্গে পাঁজরের চোট সারিয়ে কোর্টে নামা রাফাও বিশ্বাস করতে শুরু করেছিলেন, তিনি পারবেন না ৷ জকোভিচের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিশ্চিত ৷ ম্যাচের সময় পরিবর্তন হয়ে প্রায় মধ্যরাতে হওয়ায় রাফার যে বিশ্বাস আরও দৃঢ় হয়েছিল ৷ অন্যদিকে, উলটোদিকে ততটাই টগবগ করে ফুটছিলেন সার্বিয়ান তারকা ৷

শেষ পর্যন্ত মঙ্গলবার মধ্যরাতের ম্যাচ খেলে যখন উঠলেন দুই তারকা, ম্যাচের ফল নাদালের পক্ষে 6-2, 4-6, 6-2, 7-6 ৷ গোটা স্টেডিয়াম উঠে অভিবাদন জানাচ্ছে তাঁদের আইকনকে ৷ যেই দৃশ্য দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছিল, গত সতেরো বছর ধরে কী জাদুতে ফরাসিদের মোহিত করে রেখেছেন গ্রহের অন্যতম শ্রেষ্ঠ টেনিস তারকা ৷

আরও পড়ুন : নোভাককে হারিয়ে রোঁলা গারোর সেমিতে ক্লে কোর্টের সম্রাট

ফিলিপ শাতিয়ের কোর্টে জকোভিচের আধিপত্য চুরমার করে যেন বারবার রাফা বললেন, ‘‘আমি নাদাল ৷ আর এই লাল মাটি শুধুই আমার ৷’’ শ্রেষ্ঠত্ব প্রমাণ বহুদিন আগেই দিয়েছেন, মাথায় জ্বলজ্বল করছে রাজার মুকুট ৷ সেই মুকুটে ফের আরেক পালক গোঁজার অপেক্ষায় ‘লাল সুরকির সম্রাট’ ৷

For All Latest Updates

TAGGED:

Rafael Nadal
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.