হায়দরাবাদ, 21 মে : এই নিয়ে দ্বিতীয়বার ৷ ফের 64-খোপের লড়াইয়ে বাজিমাত বছর ষোলোর রমেশবাবু প্রজ্ঞানন্দর ৷ শনিবার চেজেবল মাস্টার্সের পঞ্চম রাউন্ডে ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিল ভারতের খুদে দাবাড়ু ৷ একইসঙ্গে অনলাইনে চলা প্রতিযোগিতার নকআউটে ওঠার সম্ভাবনাও বাঁচিয়ে রাখল প্রজ্ঞানন্দ (R Praggnanandhaa beats Magnus Carlsen Chessable Masters) । এই ম্যাচে কালো ঘুঁটি নিয়ে খেলতে নেমেছিলেন নরওয়ের দাবাড়ু । 40তম চালে একটি বড় ভুল করেন কার্লসেন । সেই ভুলের সুযোগ কাজে লাগিয়ে কিস্তিমাত করে প্রজ্ঞানন্দ ।
চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বের এক নম্বর দাবাড়ুকে হারাল দেশের খুদে গ্র্যান্ডমাস্টার ৷ এর আগে ফেব্রুয়ারিতে এয়ারথিংস মাস্টার্সে কার্লসেনকে হারিয়েছিল চেন্নাইয়ের দাবাড়ু । সে বার কালো ঘুঁটি নিয়ে খেলেছিল প্রজ্ঞানন্দ । বিশ্ব যুব দাবা প্রতিযোগিতাতেও সোনা জিতেছিল আর প্রজ্ঞানন্দ ৷ অনূর্ধ্ব 18 ওপেন ক্যাটেগরিতে অংশগ্রহণ করেছিল সে ৷
আরও পড়ুন : বিশ্ব যুব দাবা প্রতিযোগিতায় সোনা 14 বছরের প্রজ্ঞানন্দর
-
Magnus Carlsen blunders and Praggnanandhaa beats the World Champion again! https://t.co/J2cgFmhKbT #ChessChamps #ChessableMasters pic.twitter.com/mnvL1BbdVn
— chess24.com (@chess24com) May 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Magnus Carlsen blunders and Praggnanandhaa beats the World Champion again! https://t.co/J2cgFmhKbT #ChessChamps #ChessableMasters pic.twitter.com/mnvL1BbdVn
— chess24.com (@chess24com) May 20, 2022Magnus Carlsen blunders and Praggnanandhaa beats the World Champion again! https://t.co/J2cgFmhKbT #ChessChamps #ChessableMasters pic.twitter.com/mnvL1BbdVn
— chess24.com (@chess24com) May 20, 2022
দ্বিতীয় দিনে 15 পয়েন্ট নিয়ে 3 নম্বরে রয়েছেন কার্লসেন ৷ 12 পয়েন্ট নিয়ে 5 নম্বরে রয়েছে রমেশবাবু প্রজ্ঞানন্দ ৷ খুদে গ্র্যান্ডমাস্টার ছাড়াও টুর্নামেন্টের দেশের প্রতিনিধিত্ব করছে বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার অভিমন্যু মিশ্র, পেন্তালা হরিকৃষ্ণ, ভিদিত গুজরাথিরাও ৷