ETV Bharat / sports

Korea Open 2023: আবারও ব্যর্থতা, কোরিয়া ওপেনের প্রথম রাউন্ডে হার পিভি সিন্ধুর - Korea Open

কোরিয়া ওপেনের প্রথম রাউন্ডেই হার পিভি সিন্ধুর ৷ চিনের প্রতিপক্ষের কাছে 58 মিনিটের গেমে 18-21, 21-10 ও 13-21 গেমে হেরেছেন তিনি ৷ অন্যদিকে, টুর্নামেন্টের পঞ্চম বাছাই প্রণয় এইচএস দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করেছে ৷

Korea Open 2023 ETV BHARAT
Korea Open 2023
author img

By

Published : Jul 19, 2023, 7:44 PM IST

কোরিয়া, 19 জুলাই: আরও একটি টুর্নামেন্টে ব্যর্থতা জুড়ল পুসারলা ভেঙ্কট সিন্ধুর নামের পাশে ৷ এবার কোরিয়া ওপেন সুপার 500 টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন সিন্ধু ৷ গত 9 জুলাই কানাডা ওপেনের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর ফের হারের মুখ দেখলেন সিন্ধু ৷ এবার হারলেন একেবারে প্রথম রাউন্ডেই ৷ তাও আবার ব়্যাংকিংয়ে পিছিয়ে থাকা শাটলারের কাছে হারতে হল তাঁকে ৷ চিনের পাই ইউ-পো’র বিরুদ্ধে 18-21, 21-10 ও 13-21 গেমে হেরেছেন তিনি ৷ অন্যদিকে, টুর্নামেন্টের পঞ্চম বাছাই প্রণয় স্ট্রেট গেমে জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন ৷

বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্রথম দশে থাকা প্লেয়ারদের মধ্যে একমাত্র প্রণয় এইচএস এদিন বেলজিয়ামের জুলিয়ান ক্যারিগিকে 21-13, 21-17 গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ৷ উল্লেখ্য, প্রণয় একমাত্র শাটলার যিনি এই মরশুমে দূরন্ত ফর্মে রয়েছেন ৷ কিন্তু, তাঁকে বাদ দিলে ভারতীয় কোনও শাটলারই সেভাবে প্রভাব ফেলতে পারেননি কোরিয়া ওপেনে ৷ তবে কিদাম্বি শ্রীকান্ত এদিন তাঁর প্রায় জেতা ম্যাচ দ্বিতীয় রাউন্ডে হাতছাড়া করেন ৷

কিদাম্বি শ্রীকান্ত বিশ্বের প্রাক্তন এক নম্বর জাপানের কেন্তো মোমোতার কাছে 21-12, 22-24, 13-21 গেমে হারেন ৷ প্রথম রাউন্ডে 21-12 স্কোরে জেতেন শ্রীকান্ত ৷ সেখান থেকে দ্বিতীয় রাউন্ডে এগিয়ে থেকেও হারতে হয় তাঁকে ৷ কঠিন লড়াইয়ে টাইব্রেকারে 22-24 স্কোরে দ্বিতীয় রাউন্ড হারেন তিনি ৷ তবে, তৃতীয় রাউন্ডে প্রতিপক্ষের সামনে আর দাঁড়াতে পারেননি ভারতের এই তারকা শাটলার ৷ 13-21 পয়েন্ট তৃতীয় রাউন্ড হেরে ম্যাচ খোয়ান কিদাম্বি শ্রীকান্ত ৷

আরও পড়ুন: কানাডা ওপেনের ফাইনালে লক্ষ্য সেন, আবারও ব্যর্থ সিন্ধু

তবে, পিভি সিন্ধুর হারে সিঁদুরে মেঘ দেখছে ব্যাডমিন্টন বিশেষজ্ঞরা ৷ চোট সারিয়ে ফেরার পর থেকে একের পর এওক টুর্নামেন্টে হারের শিকার হচ্ছেন তিনি ৷ এ নিয়ে টানা 7 টি টুর্নামেন্টে ব্যর্থ হলেন তিনি ৷ গত সপ্তাহে সিন্ধু ব়্যাঙ্কিংয়ে নেমে 17 নম্বরে চলে এসেছেন ৷ আর এ দিন বিশ্ব ব়্যাঙ্কিংয়ে 22 নম্বরে থাকা পাই ইউ-পো’র কাছে হারলেন তিনি ৷ প্রথম রাউন্ডে 18-21 স্কোরে হারের পর, দ্বিতীয় রাউন্ডে 21-10 স্কোরে একপেশে ভাবে জেতেন সিন্ধু ৷ তার পরেও তৃতীয় রাউন্ডে সিন্ধুকে 13-21 ব্যবধানে হারিয়ে ম্যাচ জেতেন চিনের শাটলার ৷

কোরিয়া, 19 জুলাই: আরও একটি টুর্নামেন্টে ব্যর্থতা জুড়ল পুসারলা ভেঙ্কট সিন্ধুর নামের পাশে ৷ এবার কোরিয়া ওপেন সুপার 500 টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন সিন্ধু ৷ গত 9 জুলাই কানাডা ওপেনের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর ফের হারের মুখ দেখলেন সিন্ধু ৷ এবার হারলেন একেবারে প্রথম রাউন্ডেই ৷ তাও আবার ব়্যাংকিংয়ে পিছিয়ে থাকা শাটলারের কাছে হারতে হল তাঁকে ৷ চিনের পাই ইউ-পো’র বিরুদ্ধে 18-21, 21-10 ও 13-21 গেমে হেরেছেন তিনি ৷ অন্যদিকে, টুর্নামেন্টের পঞ্চম বাছাই প্রণয় স্ট্রেট গেমে জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন ৷

বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্রথম দশে থাকা প্লেয়ারদের মধ্যে একমাত্র প্রণয় এইচএস এদিন বেলজিয়ামের জুলিয়ান ক্যারিগিকে 21-13, 21-17 গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ৷ উল্লেখ্য, প্রণয় একমাত্র শাটলার যিনি এই মরশুমে দূরন্ত ফর্মে রয়েছেন ৷ কিন্তু, তাঁকে বাদ দিলে ভারতীয় কোনও শাটলারই সেভাবে প্রভাব ফেলতে পারেননি কোরিয়া ওপেনে ৷ তবে কিদাম্বি শ্রীকান্ত এদিন তাঁর প্রায় জেতা ম্যাচ দ্বিতীয় রাউন্ডে হাতছাড়া করেন ৷

কিদাম্বি শ্রীকান্ত বিশ্বের প্রাক্তন এক নম্বর জাপানের কেন্তো মোমোতার কাছে 21-12, 22-24, 13-21 গেমে হারেন ৷ প্রথম রাউন্ডে 21-12 স্কোরে জেতেন শ্রীকান্ত ৷ সেখান থেকে দ্বিতীয় রাউন্ডে এগিয়ে থেকেও হারতে হয় তাঁকে ৷ কঠিন লড়াইয়ে টাইব্রেকারে 22-24 স্কোরে দ্বিতীয় রাউন্ড হারেন তিনি ৷ তবে, তৃতীয় রাউন্ডে প্রতিপক্ষের সামনে আর দাঁড়াতে পারেননি ভারতের এই তারকা শাটলার ৷ 13-21 পয়েন্ট তৃতীয় রাউন্ড হেরে ম্যাচ খোয়ান কিদাম্বি শ্রীকান্ত ৷

আরও পড়ুন: কানাডা ওপেনের ফাইনালে লক্ষ্য সেন, আবারও ব্যর্থ সিন্ধু

তবে, পিভি সিন্ধুর হারে সিঁদুরে মেঘ দেখছে ব্যাডমিন্টন বিশেষজ্ঞরা ৷ চোট সারিয়ে ফেরার পর থেকে একের পর এওক টুর্নামেন্টে হারের শিকার হচ্ছেন তিনি ৷ এ নিয়ে টানা 7 টি টুর্নামেন্টে ব্যর্থ হলেন তিনি ৷ গত সপ্তাহে সিন্ধু ব়্যাঙ্কিংয়ে নেমে 17 নম্বরে চলে এসেছেন ৷ আর এ দিন বিশ্ব ব়্যাঙ্কিংয়ে 22 নম্বরে থাকা পাই ইউ-পো’র কাছে হারলেন তিনি ৷ প্রথম রাউন্ডে 18-21 স্কোরে হারের পর, দ্বিতীয় রাউন্ডে 21-10 স্কোরে একপেশে ভাবে জেতেন সিন্ধু ৷ তার পরেও তৃতীয় রাউন্ডে সিন্ধুকে 13-21 ব্যবধানে হারিয়ে ম্যাচ জেতেন চিনের শাটলার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.