ETV Bharat / sports

PV Sindhu: অতীত ভুলে প্যারিস অলিম্পিকসের প্রস্তুতিতে মনোনিবেশ পিভি সিন্ধুর - Paris Olympics

PV Sindhu Trapped by Carolina Marin in Denmark Open: ডেনমার্ক ওপেন সেমিফাইনালে ক্যারোলিনার মারিনের ফাঁদে পা দিয়েছিলেন পিভি সিন্ধু ৷ কিন্তু, ভবিষ্যতে এমনটা করতে চান না তিনি ৷ সেই ভুল থেকে শিক্ষা নিয়ে প্যারিস অলিম্পিকসের প্রস্তুতি শুরু করেছেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 2:52 PM IST

Updated : Nov 1, 2023, 3:30 PM IST

অতীত ভুলে প্যারিস অলিম্পিকসের প্রস্তুতিতে মনোনিবেশ পিভি সিন্ধুর

কলকাতা, 1 নভেম্বর: সামনের বছর প্যারিস অলিম্পিকস ৷ তাঁর আগে বাঁ-পায়ের হাঁটুতে চোট পিভি সিন্ধুর ৷ এমনটাই জানালেন ভারতের জোড়া অলিম্পিকস খেতাব জয়ী শাটলার ৷ সম্প্রতি ফ্রেঞ্চ ওপেন খেলার সময় এই চোট লাগে ৷ তবে, চোটের জন্য অলিম্পিকসের প্রস্তুতি বন্ধ নেই ৷ ফিটনেস ট্রেনিং না করতে পারলেও, নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা শুরু করে দিয়েছেন ৷ আর চোটের চিকিৎসা চলছে ৷ দ্রুত ফিট হয়ে যাবেন বলে জানিয়েছেন সিন্ধু ৷ তার পরেই জোরকদমে শুরু হবে ট্রেনিং ৷ কলকাতায় ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্সের বার্ষিক সাধারণ সভায় অতিথি হিসেবে যোগ দিয়ে এমনটাই জানালেন সিন্ধু ৷

অলিম্পিকসের প্রস্তুতি সঙ্গেও, মাঝে থাকা বাকি বিডব্লিউএফ টুর্নামেন্টের প্রস্তুতিও জোরকদমে চালাচ্ছেন ভারতীয় শাটলার ৷ তিনি বলেন, "আমি শুধু ব্যাডমিন্টন স্ট্রোক নয়, অন্যান্য সমস্ত রকম ট্যাকনিকের উপরে নজর দিচ্ছি এবং সেই মতো প্রস্তুতি চালাচ্ছি ৷ আমায় মানসিক ও শারীরিক দুভাবেই শক্ত থাকতে হবে ৷" আর সামনেই আগামী বছরের প্যারিস অলিম্পিকসের বাছাই পর্ব শুরু হবে ৷ তার জন্যও নিজেকে বাড়তি তৈরি রাখতে হচ্ছে তাঁকে ৷

তবে, এই অনুষ্ঠানে আরও একটি বিষয় নিয়ে মুখ খুললেন সিন্ধু ৷ আর তা হল, সম্প্রতি ডেনমার্ক ওপেনে ক্যারোলিনা মারিনের সঙ্গে তাঁর কথা কাটাকাটি এবং সেই নিয়ে চলা বিতর্ক ৷ জানালেন, মারিনের পাতা ফাঁদে তিনি পা দিয়েছিলেন ৷ আর তার জেরেই সেমিফাইনাল ম্যাচে হারতে হয়েছে ৷ সেমিফাইনালে মারিন তাঁর মনসংযোগ নষ্ট করার চেষ্টা করেছিলেন ৷ যাতে তিনি অনায়াসে ফেঁসে গিয়েছিলেন ৷ তবে, ভবিষ্যতে এ বিষয়ে আরও সতর্ক থাকবেন বলে জানিয়েছেন ভারতের তারকা শাটলার ৷

আরও পড়ুন: 'বিরাটই অনুপ্রেরণা', কলকাতায় পা-রেখে শুভেচ্ছাবার্তা পিভি সিন্ধুর

পাশাপাশি, 2036 সালে ভারতে অলিম্পিক গেমস হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ ভারত সরকার সেই আবেদন জানিয়েছে ৷ তাই সেই বিষয়ে বেশ আশাবাদী পিভি । তাঁর কথায়, ‘‘2036 সালের অলিম্পিকস আয়োজনের চেষ্টায় রয়েছে ভারত ৷ আমার দেশ যদি অলিম্পিকস আয়োজন করে, তাহলে অবশ্যই গর্ব বোধ করব ৷ বর্তমানে ভারতে ক্রীড়াক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে ৷ আমাদের প্রধানমন্ত্রী নিজে খেলাধুলায় উৎসাহ দেন ৷ কেন্দ্রীয় সরকার ‘খেলো ইন্ডিয়া’র মতো অনেক ভালো পদক্ষেপ নিয়েছে ৷’’

অতীত ভুলে প্যারিস অলিম্পিকসের প্রস্তুতিতে মনোনিবেশ পিভি সিন্ধুর

কলকাতা, 1 নভেম্বর: সামনের বছর প্যারিস অলিম্পিকস ৷ তাঁর আগে বাঁ-পায়ের হাঁটুতে চোট পিভি সিন্ধুর ৷ এমনটাই জানালেন ভারতের জোড়া অলিম্পিকস খেতাব জয়ী শাটলার ৷ সম্প্রতি ফ্রেঞ্চ ওপেন খেলার সময় এই চোট লাগে ৷ তবে, চোটের জন্য অলিম্পিকসের প্রস্তুতি বন্ধ নেই ৷ ফিটনেস ট্রেনিং না করতে পারলেও, নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা শুরু করে দিয়েছেন ৷ আর চোটের চিকিৎসা চলছে ৷ দ্রুত ফিট হয়ে যাবেন বলে জানিয়েছেন সিন্ধু ৷ তার পরেই জোরকদমে শুরু হবে ট্রেনিং ৷ কলকাতায় ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্সের বার্ষিক সাধারণ সভায় অতিথি হিসেবে যোগ দিয়ে এমনটাই জানালেন সিন্ধু ৷

অলিম্পিকসের প্রস্তুতি সঙ্গেও, মাঝে থাকা বাকি বিডব্লিউএফ টুর্নামেন্টের প্রস্তুতিও জোরকদমে চালাচ্ছেন ভারতীয় শাটলার ৷ তিনি বলেন, "আমি শুধু ব্যাডমিন্টন স্ট্রোক নয়, অন্যান্য সমস্ত রকম ট্যাকনিকের উপরে নজর দিচ্ছি এবং সেই মতো প্রস্তুতি চালাচ্ছি ৷ আমায় মানসিক ও শারীরিক দুভাবেই শক্ত থাকতে হবে ৷" আর সামনেই আগামী বছরের প্যারিস অলিম্পিকসের বাছাই পর্ব শুরু হবে ৷ তার জন্যও নিজেকে বাড়তি তৈরি রাখতে হচ্ছে তাঁকে ৷

তবে, এই অনুষ্ঠানে আরও একটি বিষয় নিয়ে মুখ খুললেন সিন্ধু ৷ আর তা হল, সম্প্রতি ডেনমার্ক ওপেনে ক্যারোলিনা মারিনের সঙ্গে তাঁর কথা কাটাকাটি এবং সেই নিয়ে চলা বিতর্ক ৷ জানালেন, মারিনের পাতা ফাঁদে তিনি পা দিয়েছিলেন ৷ আর তার জেরেই সেমিফাইনাল ম্যাচে হারতে হয়েছে ৷ সেমিফাইনালে মারিন তাঁর মনসংযোগ নষ্ট করার চেষ্টা করেছিলেন ৷ যাতে তিনি অনায়াসে ফেঁসে গিয়েছিলেন ৷ তবে, ভবিষ্যতে এ বিষয়ে আরও সতর্ক থাকবেন বলে জানিয়েছেন ভারতের তারকা শাটলার ৷

আরও পড়ুন: 'বিরাটই অনুপ্রেরণা', কলকাতায় পা-রেখে শুভেচ্ছাবার্তা পিভি সিন্ধুর

পাশাপাশি, 2036 সালে ভারতে অলিম্পিক গেমস হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ ভারত সরকার সেই আবেদন জানিয়েছে ৷ তাই সেই বিষয়ে বেশ আশাবাদী পিভি । তাঁর কথায়, ‘‘2036 সালের অলিম্পিকস আয়োজনের চেষ্টায় রয়েছে ভারত ৷ আমার দেশ যদি অলিম্পিকস আয়োজন করে, তাহলে অবশ্যই গর্ব বোধ করব ৷ বর্তমানে ভারতে ক্রীড়াক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে ৷ আমাদের প্রধানমন্ত্রী নিজে খেলাধুলায় উৎসাহ দেন ৷ কেন্দ্রীয় সরকার ‘খেলো ইন্ডিয়া’র মতো অনেক ভালো পদক্ষেপ নিয়েছে ৷’’

Last Updated : Nov 1, 2023, 3:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.