ETV Bharat / sports

PV Sindhu Wins Gold: বার্মিংহ্যামে সিন্ধু-গর্জন, কমনওয়েলথে প্রথম সোনা এল প্রাক্তন বিশ্বজয়ীর ঝুলিতে - কমনওয়েলথে প্রথম সোনা এল প্রাক্তন বিশ্বজয়ীর ঝুলিতে

2018 গোল্ড কোস্টে স্বদেশী সাইনা নেহওয়ালের কাছে হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ৷ কিন্তু বার্মিংহ্যাম গেমসে সাইনার অবর্তমানে মান রাখলেন পুসারলা ভেঙ্কট সিন্ধু ৷ কানাডার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে কমনওয়েলথে প্রথম সোনা জিতলেন হায়দরাবাদি শাটলার (PV Sindhu clinches her maiden singles Gold at CWG) ৷

PV Sindhu Wins Gold
কমনওয়েলথে সোনার মেয়ে সিন্ধু
author img

By

Published : Aug 8, 2022, 3:02 PM IST

Updated : Aug 8, 2022, 3:53 PM IST

বার্মিংহ্যাম, 8 অগস্ট: 2018 গোল্ড কোস্টে স্বদেশী সাইনা নেহওয়ালের কাছে হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ৷ কিন্তু বার্মিংহ্যাম গেমসে সাইনার অবর্তমানে নিরাশ করলেন না পুসারলা ভেঙ্কট সিন্ধু ৷ কানাডার প্রতিদ্বন্দ্বীকে স্ট্রেট সেটে হারিয়ে কমনওয়েলথে পয়লা নম্বর সোনা জিতলেন হায়দরাবাদি শাটলার (PV Sindhu clinches her maiden singles Gold at CWG) ৷ মিচেল লি-র বিরুদ্ধে 2019 বিশ্বচ্যাম্পিয়ন জিতলেন 21-15, 21-13 ব্যবধানে ৷

2014 কমনওয়েলথ আত্মপ্রকাশে ব্রোঞ্জ এসেছিল সিন্ধুর ঝুলিতে ৷ চলতি কমনওয়েলথ গেমসের মিক্সড টিম ইভেন্টে সোনা হাতছাড়া হওয়ার পর সিঙ্গলসে সেরাটা নিংড়ে দিতে মরিয়া ছিলেন দু'বারের অলিম্পিক পদকজয়ী ৷ তারই ফলস্বরূপ কোনও মাল্টি স্পোর্টস টুর্নামেন্টে প্রথম সোনা এল ভারতীয় শাটলারের ক্যাবিনেটে ৷ ফলাফল বলছে কার্যত একপেশে ম্যাচ জিতে স্বর্ণপদক হাসিল করছেন সিন্ধু ৷ কিন্তু এদিন ফাইনালের শুরুটা ছিল হাড্ডাহাড্ডিই ৷

প্রথম গেমে একসময় 9-8 'কাটে কি টক্কর' চলছিল সিন্ধু-লি'র মধ্যে ৷ সেখান থেকে আচমকাই গিয়ার বদলে প্রতিদ্বন্দ্বীর তুলনায় অনেকটা এগিয়ে যান ভারতীয় শাটলার ৷ নিরাপদ ব্য়বধান তৈরি করে প্রথম গেমের দখল নিয়ে নেন ৷ প্রথম গেমে সিন্ধু জেতেন 21-15 ব্যবধানে ৷ দ্বিতীয় গেমে যদিও শুরু থেকেই নিরাপদ ব্যবধান তৈরি করে নিতে থাকেন ভারতীয় তারকা ৷ সোনা জিততে চেষ্টার কোনও ত্রুটি রাখেননি সিন্ধু ৷ দ্বিতীয় গেমে 57 শটের ব়্যালিও চলে দু'পক্ষের মধ্যে ৷ কিন্তু সিন্ধুকে কোনওভাবেই দমাতে পারেননি তাঁর কানাডিয়ান প্রতিদ্বন্দ্বী ৷

আরও পড়ুন: কমনওয়েলথে রুপো জয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের, অজিদের বিরুদ্ধে 9 রানে হার হরমনপ্রীতদের

  • The phenomenal @Pvsindhu1 is a champion of champions! She repeatedly shows what excellence is all about. Her dedication and commitment is awe-inspiring. Congratulations to her on winning the Gold medal at the CWG. Wishing her the best for her future endeavours. #Cheer4India pic.twitter.com/WVLeZNMnCG

    — Narendra Modi (@narendramodi) August 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রথম গেমের তুলনায় আরও সহজে দ্বিতীয় গেম (21-13) এবং সেইসঙ্গে সোনার পদক মুঠোয় ভরে নেন সিন্ধু ৷ সবমিলিয়ে এই সোনাজয়ে মণিমানিক্যে ভরা ভারতীয় শাটলারের কেরিয়ার আরেকটু সমৃদ্ধ হল বৈকি ৷ ইতিমধ্যেই সিন্ধুকে অভিনন্দনে ভরিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷

বার্মিংহ্যাম, 8 অগস্ট: 2018 গোল্ড কোস্টে স্বদেশী সাইনা নেহওয়ালের কাছে হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ৷ কিন্তু বার্মিংহ্যাম গেমসে সাইনার অবর্তমানে নিরাশ করলেন না পুসারলা ভেঙ্কট সিন্ধু ৷ কানাডার প্রতিদ্বন্দ্বীকে স্ট্রেট সেটে হারিয়ে কমনওয়েলথে পয়লা নম্বর সোনা জিতলেন হায়দরাবাদি শাটলার (PV Sindhu clinches her maiden singles Gold at CWG) ৷ মিচেল লি-র বিরুদ্ধে 2019 বিশ্বচ্যাম্পিয়ন জিতলেন 21-15, 21-13 ব্যবধানে ৷

2014 কমনওয়েলথ আত্মপ্রকাশে ব্রোঞ্জ এসেছিল সিন্ধুর ঝুলিতে ৷ চলতি কমনওয়েলথ গেমসের মিক্সড টিম ইভেন্টে সোনা হাতছাড়া হওয়ার পর সিঙ্গলসে সেরাটা নিংড়ে দিতে মরিয়া ছিলেন দু'বারের অলিম্পিক পদকজয়ী ৷ তারই ফলস্বরূপ কোনও মাল্টি স্পোর্টস টুর্নামেন্টে প্রথম সোনা এল ভারতীয় শাটলারের ক্যাবিনেটে ৷ ফলাফল বলছে কার্যত একপেশে ম্যাচ জিতে স্বর্ণপদক হাসিল করছেন সিন্ধু ৷ কিন্তু এদিন ফাইনালের শুরুটা ছিল হাড্ডাহাড্ডিই ৷

প্রথম গেমে একসময় 9-8 'কাটে কি টক্কর' চলছিল সিন্ধু-লি'র মধ্যে ৷ সেখান থেকে আচমকাই গিয়ার বদলে প্রতিদ্বন্দ্বীর তুলনায় অনেকটা এগিয়ে যান ভারতীয় শাটলার ৷ নিরাপদ ব্য়বধান তৈরি করে প্রথম গেমের দখল নিয়ে নেন ৷ প্রথম গেমে সিন্ধু জেতেন 21-15 ব্যবধানে ৷ দ্বিতীয় গেমে যদিও শুরু থেকেই নিরাপদ ব্যবধান তৈরি করে নিতে থাকেন ভারতীয় তারকা ৷ সোনা জিততে চেষ্টার কোনও ত্রুটি রাখেননি সিন্ধু ৷ দ্বিতীয় গেমে 57 শটের ব়্যালিও চলে দু'পক্ষের মধ্যে ৷ কিন্তু সিন্ধুকে কোনওভাবেই দমাতে পারেননি তাঁর কানাডিয়ান প্রতিদ্বন্দ্বী ৷

আরও পড়ুন: কমনওয়েলথে রুপো জয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের, অজিদের বিরুদ্ধে 9 রানে হার হরমনপ্রীতদের

  • The phenomenal @Pvsindhu1 is a champion of champions! She repeatedly shows what excellence is all about. Her dedication and commitment is awe-inspiring. Congratulations to her on winning the Gold medal at the CWG. Wishing her the best for her future endeavours. #Cheer4India pic.twitter.com/WVLeZNMnCG

    — Narendra Modi (@narendramodi) August 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রথম গেমের তুলনায় আরও সহজে দ্বিতীয় গেম (21-13) এবং সেইসঙ্গে সোনার পদক মুঠোয় ভরে নেন সিন্ধু ৷ সবমিলিয়ে এই সোনাজয়ে মণিমানিক্যে ভরা ভারতীয় শাটলারের কেরিয়ার আরেকটু সমৃদ্ধ হল বৈকি ৷ ইতিমধ্যেই সিন্ধুকে অভিনন্দনে ভরিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷

Last Updated : Aug 8, 2022, 3:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.