ETV Bharat / sports

PT Usha's coach OM Nambiar : প্রয়াত পিটি উষার গুরু

কেরালার কান্নুরের পায়োলির কাছে একটি ছোট্ট গ্রামে জন্ম ওথাইওথু মাধবন নাম্বিয়ারের ৷ যেখানে পিটি উষার বাড়ি ৷ ছোট থেকেই অ্যাথলেটিকসকে বেছে নিয়েছিলেন ৷ কলেজ জীবনে অ্যাথলেটিকসে চ্যাম্পিয়ন ছিলেন ৷ তাঁর প্রতিভা দেখে নাম্বিয়ারকে ভারতীয় সেনায় যোগ দেওয়ার উপদেশ দেন গুরুভায়ুরাপ্পান কলেজের প্রিন্সিপাল ৷

PT Usha's coach OM Nambiar passes away
PT Usha's coach OM Nambiar passes away
author img

By

Published : Aug 19, 2021, 9:06 PM IST

কোঝিকোড়, 19 অগস্ট : প্রয়াত হলেন পিটি উষার কোচ ও এম নাম্বিয়ার ৷ আজ কেরালার কোঝিকোড়ে নিজের বাসভবনে মৃত্যু হয় তাঁর ৷ বয়স হয়েছিল 89 বছর ৷ আন্তর্জাতিক স্তরে পিটি উষার সাফল্যে শিরোনামে এসেছিলেন নাম্বিয়ার ৷ 1985 সালে দ্রোণাচার্য পুরস্কার পান তিনি ৷ অ্যাথলেটিকসে তাঁর অবদানের জন্য চলতি বছরে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন নাম্বিয়ার ৷

কেরালার কান্নুরের পায়োলির কাছে একটি ছোট্ট গ্রামে জন্ম ওথাইওথু মাধবন নাম্বিয়ারের ৷ যেখানে পিটি উষার বাড়ি ৷ ছোট থেকেই অ্যাথলেটিকসকে বেছে নিয়েছিলেন ৷ কলেজ জীবনে অ্যাথলেটিকসে চ্যাম্পিয়ন ছিলেন ৷ তাঁর প্রতিভা দেখে নাম্বিয়ারকে ভারতীয় সেনায় যোগ দেওয়ার উপদেশ দেন গুরুভায়ুরাপ্পান কলেজের প্রিন্সিপাল ৷ 1955 সালে নাম্বিয়ার বায়ুসেনায় যোগ দেন ৷ এয়ার ফোর্সের হয়ে জাতীয় মিটে বেশিরভাগ সাফল্য রয়েছে নাম্বিয়ারের ৷ যদিও আন্তর্জাতিক স্তরে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি ৷

আরও পড়ুন : Virat Kohli : কোহলির মুখের ভাষা খুব খারাপ ! ইংরেজ ক্রিকেটারের তোপের মুখে বিরাট

এরপর কোচিংয়ে যোগ দেন ৷ কান্নুর স্পোর্টস ডিভিশনের হয়ে কোচিং করানোর সময় পিটি উষার সঙ্গে পরিচয় ৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উষাকে দেখে ট্রায়ালের জন্য ডেকেছিলেন ৷ উষা নির্বাচিত হয়ে যান এবং 1976 সাল থেকে শুরু হয় নাম্বিয়ার-উষার গুরু-শিষ্য জুটি ৷

কোঝিকোড়, 19 অগস্ট : প্রয়াত হলেন পিটি উষার কোচ ও এম নাম্বিয়ার ৷ আজ কেরালার কোঝিকোড়ে নিজের বাসভবনে মৃত্যু হয় তাঁর ৷ বয়স হয়েছিল 89 বছর ৷ আন্তর্জাতিক স্তরে পিটি উষার সাফল্যে শিরোনামে এসেছিলেন নাম্বিয়ার ৷ 1985 সালে দ্রোণাচার্য পুরস্কার পান তিনি ৷ অ্যাথলেটিকসে তাঁর অবদানের জন্য চলতি বছরে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন নাম্বিয়ার ৷

কেরালার কান্নুরের পায়োলির কাছে একটি ছোট্ট গ্রামে জন্ম ওথাইওথু মাধবন নাম্বিয়ারের ৷ যেখানে পিটি উষার বাড়ি ৷ ছোট থেকেই অ্যাথলেটিকসকে বেছে নিয়েছিলেন ৷ কলেজ জীবনে অ্যাথলেটিকসে চ্যাম্পিয়ন ছিলেন ৷ তাঁর প্রতিভা দেখে নাম্বিয়ারকে ভারতীয় সেনায় যোগ দেওয়ার উপদেশ দেন গুরুভায়ুরাপ্পান কলেজের প্রিন্সিপাল ৷ 1955 সালে নাম্বিয়ার বায়ুসেনায় যোগ দেন ৷ এয়ার ফোর্সের হয়ে জাতীয় মিটে বেশিরভাগ সাফল্য রয়েছে নাম্বিয়ারের ৷ যদিও আন্তর্জাতিক স্তরে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি ৷

আরও পড়ুন : Virat Kohli : কোহলির মুখের ভাষা খুব খারাপ ! ইংরেজ ক্রিকেটারের তোপের মুখে বিরাট

এরপর কোচিংয়ে যোগ দেন ৷ কান্নুর স্পোর্টস ডিভিশনের হয়ে কোচিং করানোর সময় পিটি উষার সঙ্গে পরিচয় ৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উষাকে দেখে ট্রায়ালের জন্য ডেকেছিলেন ৷ উষা নির্বাচিত হয়ে যান এবং 1976 সাল থেকে শুরু হয় নাম্বিয়ার-উষার গুরু-শিষ্য জুটি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.