ETV Bharat / sports

Usha assures Wrestlers: বিতর্কে যবনিকা, আশ্বাস নিয়ে বিক্ষোভরত কুস্তিগীরদের মঞ্চে পিটি ঊষা - পিটি উষা

যন্তর মন্তরে বজরং পুনিয়া, সাক্ষী মালিকদের সঙ্গে দেখা করলেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষা ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 3, 2023, 4:16 PM IST

Updated : May 3, 2023, 5:25 PM IST

নয়াদিল্লি, 3 মে: যন্তর মন্তরে বিক্ষোভরত কুস্তিগীরদের পাশে দাঁড়ালেন পিটি ঊষা। যাবতীয় বিতর্ক সরিয়ে মঙ্গলবার আশ্বাসবাণী এসেছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির থেকে । এদিন বজরং পুনিয়া জানিয়েছেন, তাঁদের পাশে দাঁড়িয়েছেন উষা । এমনকী তাঁদের এই প্রতিবাদে যাবতীয় সাহায্য এবং ন্যায়বিচার পাইয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ।

গত এগারোদিন ধরে জাতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন কুস্তিগীরদের একাংশ । বিক্ষোভে রয়েছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগতরা । 23 এপ্রিল থেকে দ্বিতীয় দফার প্রতিবাদে বসেছেন দেশের প্রথম সারির কুস্তিগীরদের একাংশ । এর আগে জানুয়ারি মাসে তাঁরা প্রতিবাদে সামিল হলেও পরে তা তুলে নেওয়া হয় ।

ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে করা প্রতিবাদে ঘৃতাহুতি দিয়েছিল পিটি উষার মন্তব্য। অলিম্পিক্স ট্র্যাকে ঝড় তোলা উষা জানিয়েছিলেন, প্রতিবাদ করে ঠিক করছেন না কুস্তিগীরেরা । প্রতিবাদ করার আগে অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে আসা উচিত ছিল । একই সঙ্গে তিনি জানিয়ে দেন, জানুয়ারিতে প্রতিবাদে সামিল হয়েছিলেন কুস্তিগীরেরা । মেরি কম-সহ অন্যান্যা সদস্যদের নিয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট হাতে আসার আগেই কেন তাঁরা ফের প্রতিবাদে বসলেন ? বিক্ষোভকারীদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগও এনেছিলেন তিনি । নিজে মহিলা হয়েও মহিলা কুস্তিগীরদের পাশে না-দাঁড়ানোয় কটাক্ষের মুখে পড়েছিলেন প্রাক্তন মাদ্রাজী স্প্রিন্টারকে।

আরও পড়ুন: যন্তর মন্তরে শরীরচর্চা-কুস্তির অনুশীলন আন্দোলনকারী কুস্তিগীরদের

এদিন যন্তর মন্তরে গিয়ে যাবতীয় বিতর্কে যবনিকায় জল ঢাললেন উষা। সাফ জানিয়ে দিলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যখ্যা হয়েছিল । যদিও এদিন যন্তরমন্তরে নিজের আগের মন্তব্যের জন্য যথেষ্ট প্রতিরোধের মুখে পড়েন উষা । নারীবিরোধী মন্তব্যের জন্যও বিভিন্ন কটাক্ষ শুনতে হয় উষাকে । ভিড়ের মধ্যে থেকে তাঁকে কার্যত বের করে নিয়ে যায় পুলিশ ।

আরও পড়ুন: কুস্তিগীরদের আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যে, মন্তব্য ব্রিজভূষণের

নয়াদিল্লি, 3 মে: যন্তর মন্তরে বিক্ষোভরত কুস্তিগীরদের পাশে দাঁড়ালেন পিটি ঊষা। যাবতীয় বিতর্ক সরিয়ে মঙ্গলবার আশ্বাসবাণী এসেছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির থেকে । এদিন বজরং পুনিয়া জানিয়েছেন, তাঁদের পাশে দাঁড়িয়েছেন উষা । এমনকী তাঁদের এই প্রতিবাদে যাবতীয় সাহায্য এবং ন্যায়বিচার পাইয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ।

গত এগারোদিন ধরে জাতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন কুস্তিগীরদের একাংশ । বিক্ষোভে রয়েছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগতরা । 23 এপ্রিল থেকে দ্বিতীয় দফার প্রতিবাদে বসেছেন দেশের প্রথম সারির কুস্তিগীরদের একাংশ । এর আগে জানুয়ারি মাসে তাঁরা প্রতিবাদে সামিল হলেও পরে তা তুলে নেওয়া হয় ।

ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে করা প্রতিবাদে ঘৃতাহুতি দিয়েছিল পিটি উষার মন্তব্য। অলিম্পিক্স ট্র্যাকে ঝড় তোলা উষা জানিয়েছিলেন, প্রতিবাদ করে ঠিক করছেন না কুস্তিগীরেরা । প্রতিবাদ করার আগে অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে আসা উচিত ছিল । একই সঙ্গে তিনি জানিয়ে দেন, জানুয়ারিতে প্রতিবাদে সামিল হয়েছিলেন কুস্তিগীরেরা । মেরি কম-সহ অন্যান্যা সদস্যদের নিয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট হাতে আসার আগেই কেন তাঁরা ফের প্রতিবাদে বসলেন ? বিক্ষোভকারীদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগও এনেছিলেন তিনি । নিজে মহিলা হয়েও মহিলা কুস্তিগীরদের পাশে না-দাঁড়ানোয় কটাক্ষের মুখে পড়েছিলেন প্রাক্তন মাদ্রাজী স্প্রিন্টারকে।

আরও পড়ুন: যন্তর মন্তরে শরীরচর্চা-কুস্তির অনুশীলন আন্দোলনকারী কুস্তিগীরদের

এদিন যন্তর মন্তরে গিয়ে যাবতীয় বিতর্কে যবনিকায় জল ঢাললেন উষা। সাফ জানিয়ে দিলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যখ্যা হয়েছিল । যদিও এদিন যন্তরমন্তরে নিজের আগের মন্তব্যের জন্য যথেষ্ট প্রতিরোধের মুখে পড়েন উষা । নারীবিরোধী মন্তব্যের জন্যও বিভিন্ন কটাক্ষ শুনতে হয় উষাকে । ভিড়ের মধ্যে থেকে তাঁকে কার্যত বের করে নিয়ে যায় পুলিশ ।

আরও পড়ুন: কুস্তিগীরদের আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যে, মন্তব্য ব্রিজভূষণের

Last Updated : May 3, 2023, 5:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.