ETV Bharat / sports

Asian Games 2023: এশিয়ান গেমসের ট্রায়ালে ভিনেশ-বজরং-কে ছাড়ের বিরুদ্ধে প্রতিবাদ পৌঁছল আইওএ-র দরজায় - ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন

কুস্তিগীরদের পরিবারের সদস্য-সহ প্রায় 150 জন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি ঊষা এবং অ্যাড-হক প্যানেল প্রধান ভূপেন্দর সিং বাজওয়ার সঙ্গে দেখা করতে দরবার করলেন সদর দফতরে ৷

Asian Games 2023
Asian Games 2023
author img

By

Published : Jul 20, 2023, 7:46 PM IST

নয়াদিল্লি, 20 জুলাই: এশিয়ান গেমসের ট্রায়াল থেকে ভিনেশ ফোগট ও বজরং পুনিয়াকে দেওয়া ছাড় প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদর দফতরে দরবার করলেন জুনিয়র কুস্তিগীর, তাঁদের বাবা-মা এবং কোচেরা ৷ হরিয়ানার হিসারে বিক্ষোভ দেখানোর পরদিনই তাঁরা সোজা আইওএ-র সদর দফতরে পৌঁছে গেলেন ৷

কুস্তিগীরদের পরিবারের সদস্য-সহ প্রায় 150 জন আইওএ প্রেসিডেন্ট পিটি ঊষা এবং অ্যাড-হক প্যানেল প্রধান ভূপেন্দ্র সিং বাজওয়ার সঙ্গে দেখা করার জন্য আবেদন জানান ।

প্রতিশ্রুতিমান অন্তিম পাঙ্গলের কোচ বিকাশ ভরদ্বাজ বলেন, "আমরা যেটা চাই তা হল, আইওএ শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গে একটি বৈঠক । আমরা কোনও পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত গ্রহণ করব না । এটি ভুল । আমরা এখানে প্যানেলকে বজরং এবং ভিনেশকে দেওয়া ছাড় প্রত্যাহারের অনুরোধ করতে এসেছি ৷"

বর্তমান অনূর্ধ্ব-20 বিশ্ব চ্যাম্পিয়ন পাঙ্গল এবং অনূর্ধ্ব-23 এশিয়ান চ্যাম্পিয়ন সুজিত কালকাল অ্যাড-হক কমিটির সিদ্ধান্তকে অন্যায় এবং অন্যায্য বলে নিন্দা করেছেন ৷ তাঁদের বিরুদ্ধে দাঁড়ালে তাঁরা বজরং এবং ভিনেশকে হারাতে সক্ষম বলে দাবি করেছেন । যদিও তাঁরা আইওএ ভবনে উপস্থিত ছিলেন না ।

আরও পড়ুন: ট্রায়াল ছাড়াই এশিয়ান গেমসে দঙ্গল লড়বেন বজরং-ভিনেশ

বাজওয়ার নেতৃত্বে আইওএ অ্যাড-হক প্যানেল মঙ্গলবার যোগ্যতামান ঘোষণা করে বলেছে যে, সমস্ত বিভাগে ট্রায়াল অনুষ্ঠিত হবে ৷ তবে তারা ইতিমধ্যেই পুরুষদের ফ্রি স্টাইলে 65 কেজি ও মহিলাদের 53 কেজি ওজন শ্রেণিতে কুস্তিগীরদের বেছে নিয়েছে । পাঙ্গল এবং সুজিত দিল্লি হাইকোর্টে একটি পিটিশনও দাখিল করেছেন ৷ বজরং এবং ভিনেশকে দেওয়া ছাড় বাতিল করার জন্য আইওএ অ্যাড-হক কমিটিকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা ৷

বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং কমনওয়েলথ গেমসের রৌপ্য পদক বিজয়ী অংশু মালিক জানুয়ারিতে যন্তর মন্তরে কুস্তিগীরদের বিক্ষোভের অংশ নিয়েছিলেন ৷ তিনি জুনিয়র গ্র্যাপলারদের প্রতি তাঁর সমর্থন জানিয়ে একটি টুইট করেছেন । তিনি লেখেন, "একজন ক্রীড়াবিদের সবচেয়ে বড় স্বপ্ন হল অলিম্পিক এবং এশিয়ান গেমসের মতো ইভেন্টে পদক জেতা এবং সমস্ত দেশবাসীকে গর্বিত করা ৷ কিন্তু সেই খেলোয়াড়দের অধিকার কেড়ে নেওয়া হলে কী করে হবে ৷" মহিলাদের 57 কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন অংশু । আর একটি টুইটে তিনি লিখেছেন, "জুনিয়র খেলোয়াড়দের ট্রায়ালের দাবি সঠিক এবং এটা তাঁদের অধিকার । আমি জুনিয়র খেলোয়াড়দের দাবিকে সমর্থন করি ৷"

নয়াদিল্লি, 20 জুলাই: এশিয়ান গেমসের ট্রায়াল থেকে ভিনেশ ফোগট ও বজরং পুনিয়াকে দেওয়া ছাড় প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদর দফতরে দরবার করলেন জুনিয়র কুস্তিগীর, তাঁদের বাবা-মা এবং কোচেরা ৷ হরিয়ানার হিসারে বিক্ষোভ দেখানোর পরদিনই তাঁরা সোজা আইওএ-র সদর দফতরে পৌঁছে গেলেন ৷

কুস্তিগীরদের পরিবারের সদস্য-সহ প্রায় 150 জন আইওএ প্রেসিডেন্ট পিটি ঊষা এবং অ্যাড-হক প্যানেল প্রধান ভূপেন্দ্র সিং বাজওয়ার সঙ্গে দেখা করার জন্য আবেদন জানান ।

প্রতিশ্রুতিমান অন্তিম পাঙ্গলের কোচ বিকাশ ভরদ্বাজ বলেন, "আমরা যেটা চাই তা হল, আইওএ শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গে একটি বৈঠক । আমরা কোনও পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত গ্রহণ করব না । এটি ভুল । আমরা এখানে প্যানেলকে বজরং এবং ভিনেশকে দেওয়া ছাড় প্রত্যাহারের অনুরোধ করতে এসেছি ৷"

বর্তমান অনূর্ধ্ব-20 বিশ্ব চ্যাম্পিয়ন পাঙ্গল এবং অনূর্ধ্ব-23 এশিয়ান চ্যাম্পিয়ন সুজিত কালকাল অ্যাড-হক কমিটির সিদ্ধান্তকে অন্যায় এবং অন্যায্য বলে নিন্দা করেছেন ৷ তাঁদের বিরুদ্ধে দাঁড়ালে তাঁরা বজরং এবং ভিনেশকে হারাতে সক্ষম বলে দাবি করেছেন । যদিও তাঁরা আইওএ ভবনে উপস্থিত ছিলেন না ।

আরও পড়ুন: ট্রায়াল ছাড়াই এশিয়ান গেমসে দঙ্গল লড়বেন বজরং-ভিনেশ

বাজওয়ার নেতৃত্বে আইওএ অ্যাড-হক প্যানেল মঙ্গলবার যোগ্যতামান ঘোষণা করে বলেছে যে, সমস্ত বিভাগে ট্রায়াল অনুষ্ঠিত হবে ৷ তবে তারা ইতিমধ্যেই পুরুষদের ফ্রি স্টাইলে 65 কেজি ও মহিলাদের 53 কেজি ওজন শ্রেণিতে কুস্তিগীরদের বেছে নিয়েছে । পাঙ্গল এবং সুজিত দিল্লি হাইকোর্টে একটি পিটিশনও দাখিল করেছেন ৷ বজরং এবং ভিনেশকে দেওয়া ছাড় বাতিল করার জন্য আইওএ অ্যাড-হক কমিটিকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা ৷

বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং কমনওয়েলথ গেমসের রৌপ্য পদক বিজয়ী অংশু মালিক জানুয়ারিতে যন্তর মন্তরে কুস্তিগীরদের বিক্ষোভের অংশ নিয়েছিলেন ৷ তিনি জুনিয়র গ্র্যাপলারদের প্রতি তাঁর সমর্থন জানিয়ে একটি টুইট করেছেন । তিনি লেখেন, "একজন ক্রীড়াবিদের সবচেয়ে বড় স্বপ্ন হল অলিম্পিক এবং এশিয়ান গেমসের মতো ইভেন্টে পদক জেতা এবং সমস্ত দেশবাসীকে গর্বিত করা ৷ কিন্তু সেই খেলোয়াড়দের অধিকার কেড়ে নেওয়া হলে কী করে হবে ৷" মহিলাদের 57 কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন অংশু । আর একটি টুইটে তিনি লিখেছেন, "জুনিয়র খেলোয়াড়দের ট্রায়ালের দাবি সঠিক এবং এটা তাঁদের অধিকার । আমি জুনিয়র খেলোয়াড়দের দাবিকে সমর্থন করি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.