ETV Bharat / sports

CWG 2022: রেস-ওয়াকে দেশকে ঐতিহাসিক রুপো এনে দিলেন প্রিয়াঙ্কা, স্টেপল চেজে ইতিহাস অবিনাশের - Priyanka Goswami

প্রথম ভারতীয় হিসেবে কমনওয়েলথ গেমস রেস-ওয়াকে দেশকে পদক এনে দিলেন প্রিয়াঙ্কা গোস্বামী ৷ শনিবার 10,000 মিটার রেস-ওয়াকে ঐতিহাসিক রুপো জিতলেন উত্তরপ্রদেশের অ্যাথলিট (Priyanka Goswami clinches historic silver in womens 10000m race walk) ৷ দেশকে চলতি বার্মিংহ্যাম গেমসে 27তম পদক এনে দেওয়ার পথে ব্য়ক্তিগত রেকর্ডও গড়ে ফেললেন প্রিয়াঙ্কা ৷ 49 মিনিট 38 সেকেন্ডে ম্যারাথন দৌড় সম্পূর্ণ করেন তিনি ৷

CWG 2022
কমনওয়েলথ রেস ওয়াকে দেশকে ঐতিহাসিক রুপো এনে দিলেন প্রিয়াঙ্কাBharat
author img

By

Published : Aug 6, 2022, 5:08 PM IST

Updated : Aug 6, 2022, 5:32 PM IST

বার্মিংহ্যাম, 6 অগস্ট: প্রথম ভারতীয় মহিলা হিসেবে কমনওয়েলথ গেমস রেস-ওয়াকে দেশকে পদক এনে দিলেন প্রিয়াঙ্কা গোস্বামী ৷ শনিবার 10,000 মিটার রেস-ওয়াকে ঐতিহাসিক রুপো জিতলেন উত্তরপ্রদেশের অ্যাথলিট (Priyanka Goswami clinches historic silver in womens 10000m race walk) ৷ দেশকে চলতি বার্মিংহ্যাম গেমসে 27তম পদক এনে দেওয়ার পথে ব্য়ক্তিগত রেকর্ডও গড়ে ফেললেন প্রিয়াঙ্কা ৷ 49 মিনিট 38 সেকেন্ডে ম্যারাথন দৌড় সম্পূর্ণ করেন তিনি ৷

তেজস্বীন প্রকাশ, মুরলি শ্রীশঙ্করের পর তৃতীয় অ্যাথলিট হিসেবে চলতি ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে পদক আনলেন প্রিয়াঙ্কা ৷ অস্ট্রেলিয়ার জেমিমা মন্ট্যাগের কাছে স্বর্ণপদক খোয়াতে হয় ভারতের দূরপাল্লার রানারকে ৷ 4000 মিটারের পরই অজি রানারের কাছে শীর্ষস্থান খোয়াতে হয় প্রিয়াঙ্কাকে ৷ সেই ব্যবধান আর ঘোচানো সম্ভব হয়নি ৷ শেষ পর্যন্ত 42 মিনিট 38 সেকেন্ডে প্রিয়াঙ্কাকে অনেকটা পিছনে ফেলেই স্বর্নপদক গলায় ঝোলান মন্ট্যাগ ৷ যদিও তাতে প্রিয়াঙ্কার কৃতিত্ব মোটেই খাটো হওয়ার নয় ৷

আরও পড়ুন: শ্যুট-আউটে টাইমার চালু করতে ভুললেন রেফারি, সবিতাদের হারে পক্ষপাতিত্বের অভিযোগে সরব সেহওয়াগরা

কমনওয়েলথ গেমস রেস-ওয়াক থেকে এ নিয়ে কেবল দ্বিতীয় সোনা এল ভারতের ঝুলিতে ৷ প্রিয়াঙ্কার পাশাপাশি ইতিহাস গড়ে ফেললেন অবিনাশ সাবলেও ৷ 3 হাজার মিটার স্টেপল চেজে দেশকে রুপো এনে দিলেন মহারাষ্ট্রের এই অ্যাথলিট (Avinash Sable wins silver to secure India's first-ever CWG medal in men's steeple chase) ৷ জাতীয় রেকর্ড ভেঙে কমনওয়েলথ গেমস স্টেপল চেজে (পুরুষ) দেশকে প্রথম পদক এনে দিলেন অবিনাশ ৷ পোডিয়াম ফিনিশ করার পথে 8:11.20 মিনিটে দৌড় সম্পূর্ণ করলেন তিনি ৷

বার্মিংহ্যাম, 6 অগস্ট: প্রথম ভারতীয় মহিলা হিসেবে কমনওয়েলথ গেমস রেস-ওয়াকে দেশকে পদক এনে দিলেন প্রিয়াঙ্কা গোস্বামী ৷ শনিবার 10,000 মিটার রেস-ওয়াকে ঐতিহাসিক রুপো জিতলেন উত্তরপ্রদেশের অ্যাথলিট (Priyanka Goswami clinches historic silver in womens 10000m race walk) ৷ দেশকে চলতি বার্মিংহ্যাম গেমসে 27তম পদক এনে দেওয়ার পথে ব্য়ক্তিগত রেকর্ডও গড়ে ফেললেন প্রিয়াঙ্কা ৷ 49 মিনিট 38 সেকেন্ডে ম্যারাথন দৌড় সম্পূর্ণ করেন তিনি ৷

তেজস্বীন প্রকাশ, মুরলি শ্রীশঙ্করের পর তৃতীয় অ্যাথলিট হিসেবে চলতি ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে পদক আনলেন প্রিয়াঙ্কা ৷ অস্ট্রেলিয়ার জেমিমা মন্ট্যাগের কাছে স্বর্ণপদক খোয়াতে হয় ভারতের দূরপাল্লার রানারকে ৷ 4000 মিটারের পরই অজি রানারের কাছে শীর্ষস্থান খোয়াতে হয় প্রিয়াঙ্কাকে ৷ সেই ব্যবধান আর ঘোচানো সম্ভব হয়নি ৷ শেষ পর্যন্ত 42 মিনিট 38 সেকেন্ডে প্রিয়াঙ্কাকে অনেকটা পিছনে ফেলেই স্বর্নপদক গলায় ঝোলান মন্ট্যাগ ৷ যদিও তাতে প্রিয়াঙ্কার কৃতিত্ব মোটেই খাটো হওয়ার নয় ৷

আরও পড়ুন: শ্যুট-আউটে টাইমার চালু করতে ভুললেন রেফারি, সবিতাদের হারে পক্ষপাতিত্বের অভিযোগে সরব সেহওয়াগরা

কমনওয়েলথ গেমস রেস-ওয়াক থেকে এ নিয়ে কেবল দ্বিতীয় সোনা এল ভারতের ঝুলিতে ৷ প্রিয়াঙ্কার পাশাপাশি ইতিহাস গড়ে ফেললেন অবিনাশ সাবলেও ৷ 3 হাজার মিটার স্টেপল চেজে দেশকে রুপো এনে দিলেন মহারাষ্ট্রের এই অ্যাথলিট (Avinash Sable wins silver to secure India's first-ever CWG medal in men's steeple chase) ৷ জাতীয় রেকর্ড ভেঙে কমনওয়েলথ গেমস স্টেপল চেজে (পুরুষ) দেশকে প্রথম পদক এনে দিলেন অবিনাশ ৷ পোডিয়াম ফিনিশ করার পথে 8:11.20 মিনিটে দৌড় সম্পূর্ণ করলেন তিনি ৷

Last Updated : Aug 6, 2022, 5:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.