হ্যাংঝাউ, 26 সেপ্টেম্বর: এশিয়ান গেমসে জোড়া পদকের সামনে বাংলার প্রণতি নায়েক। জিমন্যাস্টিক্সে ভারতের একমাত্র প্রতিনিধি বাংলার প্রণতি নায়েক ৷ 19তম এশিয়াডের দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার তাঁর ইভেন্টে নামেন প্রণতি। মহিলাদের জিমন্যাস্টিক্সে ভল্ট এবং অল রাউন্ড বিভাগের ফাইনালে উঠেছেন তিনি। ভারত থেকে জিমন্যাস্টিক্সে পদকের আশা জিইয়ে রাখলেন বাংলার মেয়ে ।
সাবডিভিশন 3-এ প্রণতি সেরা আট জনের মধ্যে ষষ্ঠ স্থানে থেকে ভল্টের ফাইনালে ওঠেন। ভল্ট ইভেন্টই প্রণতির সবচেয়ে প্রিয়। বাংলার এই জিমন্যাস্ট ভল্টে 12.716 পয়েন্ট অর্জন করেন। একইসঙ্গে তিনি মেয়েদের অল-অ্যারাউন্ড ফাইনালে যে 18 জন জিমন্যাস্ট লড়বেন তাঁদের মধ্যেও জায়গা করে নিয়েছেন। আগামিকাল মেয়েদের অল-অ্যারাউন্ডের ফাইনাল হবে। এতে তাঁর মোট পয়েন্ট 44.232। অলরাউন্ড প্রতিযোগিতায় প্রণতি 23তম স্থানে শেষ করেন। বৃহস্পতিবার ভল্ট ইভেন্টের ফাইনাল রয়েছে।
-
India's top woman gymnast #PranatiNayak has made it to two finals of her favourite apparatus vault along with women's all-round competitions of women's artistic gymnastics discipline at #AsianGames.#AsianGames2023 pic.twitter.com/aijuWKang1
— IANS (@ians_india) September 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">India's top woman gymnast #PranatiNayak has made it to two finals of her favourite apparatus vault along with women's all-round competitions of women's artistic gymnastics discipline at #AsianGames.#AsianGames2023 pic.twitter.com/aijuWKang1
— IANS (@ians_india) September 25, 2023India's top woman gymnast #PranatiNayak has made it to two finals of her favourite apparatus vault along with women's all-round competitions of women's artistic gymnastics discipline at #AsianGames.#AsianGames2023 pic.twitter.com/aijuWKang1
— IANS (@ians_india) September 25, 2023
তবে 23তম স্থানে থেকেও প্রণতির ফাইনালে টিকিট পাওয়ার কারণ, প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী একটি বিভাগে একটি দেশ থেকে সর্বাধিক দু'জন জিমন্যাস্ট ফাইনালে উঠতে পারেন। এর ফলে চিন, জাপান, উত্তর কোরিয়া, চাইনিজ তাইপেয়ি, দক্ষিণ কোরিয়ার এক জন করে প্রতিযোগী বাদ হয়ে যান। ফলে ফাইনালে জায়গা করে নেন প্রণতি। এশিয়াডের আগে হাঙ্গেরিতে বিশ্ব চ্যালেঞ্জ প্রতিযোগিতায় ভালো পারফর্ম করেছিলেন প্রণতি। গতকাল মেয়েদের অলরাউন্ডে যোগ্যতা অর্জন পর্বে নেমেছিলেন প্রণতি। তাই ব্যালান্স বিম, ফ্লোর, ভল্ট এবং আনইভেন বার, সবক'টিতেই নামেন প্রণতি। ভল্ট ও অল-রাউন্ড ইভেন্টের ফাইনালে পৌঁছে যাওয়ার পর খালি হাতে ফিরতে নারাজ প্রণতি। তিনি পদক জিতে দেশ ও বাংলাকে গর্বিত করে তুলতে চান। বাংলার 28 বছর বয়সি জিমন্যাস্ট প্রণতি 2 বার এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক পেয়েছেন। 2019 সালে মঙ্গোলিয়ায় ব্রোঞ্জ পান তিনি। এরপর 2022 সালে দোহাতেও তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ পান এই জিমন্যাস্ট।
-
In another fantastic news, 🇮🇳's rising gymnast @Pranati20219985 soars into the All Around Final, securing 23rd place with a score of 44.232!
— SAI Media (@Media_SAI) September 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Her talent shines bright as she also clinches a spot in the Vault Final, ranking 6th with a score of 12.716!
Way to go Pranati💪🏻
Best… pic.twitter.com/fGZ6c73KEA
">In another fantastic news, 🇮🇳's rising gymnast @Pranati20219985 soars into the All Around Final, securing 23rd place with a score of 44.232!
— SAI Media (@Media_SAI) September 25, 2023
Her talent shines bright as she also clinches a spot in the Vault Final, ranking 6th with a score of 12.716!
Way to go Pranati💪🏻
Best… pic.twitter.com/fGZ6c73KEAIn another fantastic news, 🇮🇳's rising gymnast @Pranati20219985 soars into the All Around Final, securing 23rd place with a score of 44.232!
— SAI Media (@Media_SAI) September 25, 2023
Her talent shines bright as she also clinches a spot in the Vault Final, ranking 6th with a score of 12.716!
Way to go Pranati💪🏻
Best… pic.twitter.com/fGZ6c73KEA
অন্যদিকে, উশুতে মহিলাদের 60 কেজি বিভাগে স্যান্ডোর সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছেন নাওরেম রোশিবিনা দেবী। ফলে পদক নিশ্চিত হয়ে গিয়েছে। সোমবার কোয়ার্টার ফাইনালে কাজাখাস্তানের আইমান কার্শিগাকে হারিয়ে দেন নাওরেম। এর আগে 2019 সালে সাউথ এশিয়ান গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন নাওরেম। এবার তিনি সোনা বা রুপো জিততে চান। তিনিই এবারের এশিয়ান গেমসে উশু থেকে দেশকে প্রথম পদক নিশ্চিত করলেন। চলতি এশিয়ান গেমসে এখনও পর্যন্ত 2টি সোনা, 3টি রুপো ও 6টি ব্রোঞ্জ জিতেছে ভারত। 19তম এশিয়ান গেমসের পদক তালিকায় ভারতের স্থান 6 নম্বর-এ ৷ শীর্ষে রয়েছে আয়োজক দেশ চিন ৷
আরও পড়ুন: জন্মদিনের চার দিন আগে এশিয়া সেরা মেয়ে, গর্বিত তিতাসের পরিবার