ETV Bharat / sports

দাবায় বিশ্বের প্রথম ভাই-বোনের গ্র্যান্ডমাস্টার জুটি প্রজ্ঞানন্দ-বৈশালী

Brother-Sister Grandmasters Duo: পাঁচ বছর আগে 12 বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন চেন্নাইয়ের আর প্রজ্ঞানন্দ ৷ এবার তাঁর দিদি বৈশালীও গ্র্যান্ডমাস্টার হলেন ৷ তাঁরা দাবায় বিশ্বের প্রথম ভাই-বোনের গ্র্যান্ডমাস্টার জুটি ৷

Brother-Sister Grandmasters Duo
Brother-Sister Grandmasters Duo
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 6:09 PM IST

চেন্নাই, 2 ডিসেম্বর: বিশ্বের প্রথম ভাই-বোনের গ্র্যান্ডমাস্টার জুটি তৈরি হল ভারতে ৷ এতদিন দাবার দুনিয়ায় হইচই ফেলে দিয়েছিলেন আর প্রজ্ঞানন্দ ৷ এবার ভাইয়ের মতোই তাঁর দিদি বৈশালীও গ্র্যান্ডমাস্টার হয়ে শোরগোল ফেলে দিলেন ৷ শুক্রবার স্পেনে আয়োজিত চতুর্থ এল লোব্রেগ্যাট ওপেনে 2500 ইএলও রেটিং পয়েন্টে খেলা শেষ করেন বৈশালী ৷ আর এই সাফল্যেই তাঁকে গ্র্যান্ডমাস্টার হওয়ার খেতাব এনে দিল ৷

বৈশালী দেশের 84তম গ্র্যান্ডমাস্টার ৷ মেয়েদের মধ্যে তৃতীয় হয়েছেন তিনি ৷ কিন্তু গ্র্যান্ডমাস্টার ভাই-বোনের জুটি হিসেবে তিনি ও তাঁর ভাই প্রজ্ঞানন্দই প্রথম নজির গড়লেন ৷ আগামী বছর এপ্রিলে টরোন্টোয় দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর বসবে ৷ সেখানে প্রজ্ঞানন্দ ও বৈশালী, দুজনেই অংশগ্রহণ করবেন ৷ ভাই-বোনের জুটি হিসেবে তাঁরাই প্রথম এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন ৷

বছর 22 এর বৈশালীর থেকে ভাই প্রজ্ঞানন্দ পাঁচ বছরের ছোট ৷ তাঁর বয়স এখন 17 ৷ প্রজ্ঞানন্দর বয়স যখন 12 বছর ছিল, সেই সময় তিনি গ্র্যান্ডমাস্টার হওয়ার কৃতিত্ব অর্জন করেন ৷ এবার তাঁর দিদি বৈশালীও গ্র্যান্ডমাস্টার হয়ে গেলেন ৷ বৈশালীর আগে ভারত থেকে যে দু’জন মহিলা গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন, তাঁরা হলেন - কনেরু হাম্পি ও ডি হরিকা ৷ হাম্পি বিশ্বের সর্বকনিষ্ঠ মহিলা দাবাড়ু হিসেবে গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন ৷ 2002 সালে তিনি এই খেতাব অর্জন করেন ৷ তখন তাঁর বয়স ছিল মাত্র 15 ৷

এদিকে সোশাল মিডিয়ার মাধ্যমে বৈশালীকে শুভেচ্ছা জানিয়েছেন, দাবার জগতের কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ ৷ তিনি সোশাল মিডিয়ায় লিখছেন, বৈশালী গত কয়েক মাস ধরে খুব কঠোর পরিশ্রম করেছেন ৷ আনন্দ বৈশালীর বাবা রমেশবাবুকেও অভিনন্দন জানিয়েছেন ৷ কারণ, রমেশবাবু নিজে এজন দাবা খেলোয়াড় ছিলেন ৷ তিনি বৈশালীকে দাবার জগতে নিয়ে আসেন ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. খুদে দাবাড়ুর নয়া নজির, দ্বিতীয়বার কার্লসেনকে হারাল প্রজ্ঞানন্দ
  2. বিশ্ব যুব দাবা প্রতিযোগিতায় সোনা 14 বছরের প্রজ্ঞানন্দর
  3. চাঁদে ঘুমোচ্ছে প্রজ্ঞান, আরেক প্রজ্ঞান 'জেগে'; ভবিষ্যতে ইসরোর সঙ্গে কাজ করবেন গ্র্যান্ডমাস্টার

চেন্নাই, 2 ডিসেম্বর: বিশ্বের প্রথম ভাই-বোনের গ্র্যান্ডমাস্টার জুটি তৈরি হল ভারতে ৷ এতদিন দাবার দুনিয়ায় হইচই ফেলে দিয়েছিলেন আর প্রজ্ঞানন্দ ৷ এবার ভাইয়ের মতোই তাঁর দিদি বৈশালীও গ্র্যান্ডমাস্টার হয়ে শোরগোল ফেলে দিলেন ৷ শুক্রবার স্পেনে আয়োজিত চতুর্থ এল লোব্রেগ্যাট ওপেনে 2500 ইএলও রেটিং পয়েন্টে খেলা শেষ করেন বৈশালী ৷ আর এই সাফল্যেই তাঁকে গ্র্যান্ডমাস্টার হওয়ার খেতাব এনে দিল ৷

বৈশালী দেশের 84তম গ্র্যান্ডমাস্টার ৷ মেয়েদের মধ্যে তৃতীয় হয়েছেন তিনি ৷ কিন্তু গ্র্যান্ডমাস্টার ভাই-বোনের জুটি হিসেবে তিনি ও তাঁর ভাই প্রজ্ঞানন্দই প্রথম নজির গড়লেন ৷ আগামী বছর এপ্রিলে টরোন্টোয় দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর বসবে ৷ সেখানে প্রজ্ঞানন্দ ও বৈশালী, দুজনেই অংশগ্রহণ করবেন ৷ ভাই-বোনের জুটি হিসেবে তাঁরাই প্রথম এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন ৷

বছর 22 এর বৈশালীর থেকে ভাই প্রজ্ঞানন্দ পাঁচ বছরের ছোট ৷ তাঁর বয়স এখন 17 ৷ প্রজ্ঞানন্দর বয়স যখন 12 বছর ছিল, সেই সময় তিনি গ্র্যান্ডমাস্টার হওয়ার কৃতিত্ব অর্জন করেন ৷ এবার তাঁর দিদি বৈশালীও গ্র্যান্ডমাস্টার হয়ে গেলেন ৷ বৈশালীর আগে ভারত থেকে যে দু’জন মহিলা গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন, তাঁরা হলেন - কনেরু হাম্পি ও ডি হরিকা ৷ হাম্পি বিশ্বের সর্বকনিষ্ঠ মহিলা দাবাড়ু হিসেবে গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন ৷ 2002 সালে তিনি এই খেতাব অর্জন করেন ৷ তখন তাঁর বয়স ছিল মাত্র 15 ৷

এদিকে সোশাল মিডিয়ার মাধ্যমে বৈশালীকে শুভেচ্ছা জানিয়েছেন, দাবার জগতের কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ ৷ তিনি সোশাল মিডিয়ায় লিখছেন, বৈশালী গত কয়েক মাস ধরে খুব কঠোর পরিশ্রম করেছেন ৷ আনন্দ বৈশালীর বাবা রমেশবাবুকেও অভিনন্দন জানিয়েছেন ৷ কারণ, রমেশবাবু নিজে এজন দাবা খেলোয়াড় ছিলেন ৷ তিনি বৈশালীকে দাবার জগতে নিয়ে আসেন ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. খুদে দাবাড়ুর নয়া নজির, দ্বিতীয়বার কার্লসেনকে হারাল প্রজ্ঞানন্দ
  2. বিশ্ব যুব দাবা প্রতিযোগিতায় সোনা 14 বছরের প্রজ্ঞানন্দর
  3. চাঁদে ঘুমোচ্ছে প্রজ্ঞান, আরেক প্রজ্ঞান 'জেগে'; ভবিষ্যতে ইসরোর সঙ্গে কাজ করবেন গ্র্যান্ডমাস্টার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.