ETV Bharat / sports

2022 FIFA WC Qualifiers : ব্রুনোর গোলে পঞ্চম বিশ্বকাপে রোনাল্ডো, কাতারে নেই সালাহ-ইব্রারা - বিশ্বকাপে নেই মহম্মদ সালাহ

ফুটবলের ‘গ্রেটেস্ট শো’ শুরু হতে এখনও 6 মাস বাকি থাকলেও চর্চা শুরু হয়ে গিয়েছে তা নিয়ে ৷ স্বপ্নপূরণের উচ্ছ্বাস থেকে স্বপ্নভঙ্গের যন্ত্রণা, আসন্ন কাতার বিশ্বকাপের কোলাজে যুক্ত হচ্ছে সমস্ত ছবিই ৷ পর্তুগালের জয়ের দিনেই বিশ্বকাপের দরজা বন্ধ হয়ে গেল সালাহ, ইব্রাহিমোভিচদের (Portugal qualify for Qatar World Cup) ৷

Cristiano Ronaldo
পঞ্চম বিশ্বকাপের টিকিট নিশ্চিত হল সিআরসেভেন এর
author img

By

Published : Mar 30, 2022, 9:29 AM IST

পোর্তো, 30 মার্চ : আজ্জুরিদের বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে অঘটন ঘটিয়েছিল ব্লাগোজা মিলেভস্কির ছেলেরা ৷ ফাইনালে রোনাল্ডোর পর্তুগালকে হারাতে পারলে কাতার বিশ্বকাপের টিকিট নিয়ে ঘরে ফেরার স্বপ্নে বুঁদ ছিল উত্তর ম্যাসেডোনিয়া ৷ কিন্তু এস্তাদিও দ্য দ্রাগাও-তে ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলে পঞ্চম বিশ্বকাপের টিকিট নিশ্চিত হল সিআরসেভেন এর (Portugal qualify for Qatar World Cup) ৷

ম্যাচের আগে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী বলছিলেন, ‘‘সবাই ভাবছে ম্যাচটা আমাদের জন্য ভীষণ সহজ ৷ আসলে এটা ভীষণই কঠিন একটা ম্যাচ আমাদের জন্য ৷’’ এদিন সেই কঠিন ম্যাচটাই ভীষণ সহজ করে ফেললেন ম্যাঞ্চেস্টারে রোনাল্ডোর পাশে খেলা ফার্নান্দেজ ৷ 32 মিনিটে রোনাল্ডোর পাস থেকেই প্রথম গোল ৷ 65 মিনিটে দ্বিতীয় গোল করে 2016-এর ইউরো চ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান নিশ্চিত করেন ম্যান ইউ-এর তারকা মিডফিল্ডার ৷ 2002 সাল থেকে এই নিয়ে প্রত্যেক বিশ্বকাপেরই মূলপর্বে উঠল নেভিগেটরসরা ৷

অন্যদিকে, এদিন প্রত্যেকের নজর ছিল আরও একটি ম্যাচের দিকেও ৷ মুখোমুখি হয়েছিল রবার্ট লেওয়ানডস্কির পোল্যান্ড এবং জ়লাটান ইব্রাহিমোভিচের সুইডেন ৷ লেওয়ানডস্কি, জিলেনিয়স্কির গোলে কাতারের টিকিট নিশ্চিত করেছে পোল্যান্ড ৷ 40 বছরের ইব্রার কাছে শেষ বিশ্বকাপে খেলার সুযোগ ছিল ৷ ফিট না থাকায় শেষ দশ মিনিট মাঠে ছিলেন এসি মিলান তারকা ৷ তাতে ম্যাচে কোনও প্রভাব পড়েনি ৷ ফলে 2018 সালের কোয়ার্টার ফাইনালে ওঠা সুইডেন শিবিরে এদিন শুধুই স্বপ্নভঙ্গের যন্ত্রণা ৷

আরও পড়ুন : সাড়ে তিন দশক পর স্বপ্নপূরণ ! কাতারের টিকিট নিশ্চিত করল কানাডা

বিশ্বকাপে নেই মহম্মদ সালাহও ৷ সেনেগালের কাছে হেরে গিয়ে কাতারের বিমানে চড়া হচ্ছে না মিশরের ফুটবলারদেরও ৷ প্রথম ম্যাচে জিতে এদিন ফ্রন্টফুটে ছিল মিশরই ৷ যদিও হামদি ফাতির আত্মঘাতী গোলে শেষপর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকারে ৷ স্পটকিক থেকে গোল করতে পারেননি সালাহ ৷ জয়সূচক গোল করে সেনেগালের কাতার অভিযান নিশ্চিত করেন তাঁরই লিভারপুলের সতীর্থ সাদিও মানে ৷

পোর্তো, 30 মার্চ : আজ্জুরিদের বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে অঘটন ঘটিয়েছিল ব্লাগোজা মিলেভস্কির ছেলেরা ৷ ফাইনালে রোনাল্ডোর পর্তুগালকে হারাতে পারলে কাতার বিশ্বকাপের টিকিট নিয়ে ঘরে ফেরার স্বপ্নে বুঁদ ছিল উত্তর ম্যাসেডোনিয়া ৷ কিন্তু এস্তাদিও দ্য দ্রাগাও-তে ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলে পঞ্চম বিশ্বকাপের টিকিট নিশ্চিত হল সিআরসেভেন এর (Portugal qualify for Qatar World Cup) ৷

ম্যাচের আগে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী বলছিলেন, ‘‘সবাই ভাবছে ম্যাচটা আমাদের জন্য ভীষণ সহজ ৷ আসলে এটা ভীষণই কঠিন একটা ম্যাচ আমাদের জন্য ৷’’ এদিন সেই কঠিন ম্যাচটাই ভীষণ সহজ করে ফেললেন ম্যাঞ্চেস্টারে রোনাল্ডোর পাশে খেলা ফার্নান্দেজ ৷ 32 মিনিটে রোনাল্ডোর পাস থেকেই প্রথম গোল ৷ 65 মিনিটে দ্বিতীয় গোল করে 2016-এর ইউরো চ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান নিশ্চিত করেন ম্যান ইউ-এর তারকা মিডফিল্ডার ৷ 2002 সাল থেকে এই নিয়ে প্রত্যেক বিশ্বকাপেরই মূলপর্বে উঠল নেভিগেটরসরা ৷

অন্যদিকে, এদিন প্রত্যেকের নজর ছিল আরও একটি ম্যাচের দিকেও ৷ মুখোমুখি হয়েছিল রবার্ট লেওয়ানডস্কির পোল্যান্ড এবং জ়লাটান ইব্রাহিমোভিচের সুইডেন ৷ লেওয়ানডস্কি, জিলেনিয়স্কির গোলে কাতারের টিকিট নিশ্চিত করেছে পোল্যান্ড ৷ 40 বছরের ইব্রার কাছে শেষ বিশ্বকাপে খেলার সুযোগ ছিল ৷ ফিট না থাকায় শেষ দশ মিনিট মাঠে ছিলেন এসি মিলান তারকা ৷ তাতে ম্যাচে কোনও প্রভাব পড়েনি ৷ ফলে 2018 সালের কোয়ার্টার ফাইনালে ওঠা সুইডেন শিবিরে এদিন শুধুই স্বপ্নভঙ্গের যন্ত্রণা ৷

আরও পড়ুন : সাড়ে তিন দশক পর স্বপ্নপূরণ ! কাতারের টিকিট নিশ্চিত করল কানাডা

বিশ্বকাপে নেই মহম্মদ সালাহও ৷ সেনেগালের কাছে হেরে গিয়ে কাতারের বিমানে চড়া হচ্ছে না মিশরের ফুটবলারদেরও ৷ প্রথম ম্যাচে জিতে এদিন ফ্রন্টফুটে ছিল মিশরই ৷ যদিও হামদি ফাতির আত্মঘাতী গোলে শেষপর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকারে ৷ স্পটকিক থেকে গোল করতে পারেননি সালাহ ৷ জয়সূচক গোল করে সেনেগালের কাতার অভিযান নিশ্চিত করেন তাঁরই লিভারপুলের সতীর্থ সাদিও মানে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.