নয়াদিল্লি, 28 অক্টোবর: প্যারা এশিয়াডে একশো পদক জয়ের রেকর্ড করেছেন ভারতীয় অ্যাথলিটরা ৷ এই সাফল্যের জন্য ভারতীয় প্যারা অ্যাথলিটদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এশিয়াডের পর প্যারা এশিয়াডেও ভারতীয় প্রতিযোগীরা একশো বা তার বেশি পদক জিতেছেন ৷ এটিকে ‘অতুলনীয় আনন্দের মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷ সকল প্রতিযোগীদের পাশাপাশি, কোচ এবং সাপোর্ট স্টাফদেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷
তিনি সোশাল মিডিয়ায় প্যারা অ্যাথলিটদের অভিনন্দন জানিয়ে লেখেন, ‘‘এশিয়ান প্যারা গেমসে 100টি পদক ! অতুলনীয় আনন্দের মুহূর্ত ৷ এই সাফল্য আমাদের ক্রীড়াবিদদের একনিষ্ঠতা, প্রতিভা, কঠোর পরিশ্রম এবং সংকল্পের ফল ৷ এই অসাধারণ মাইলফলক আমাদের গর্বিত করেছে ৷ আমি আমাদের এই অসাধারণ ক্রীড়াবিদ, কোচ এবং তাঁদের সঙ্গে কাজ করা সকল সাপোর্ট স্টাফদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই ৷ এই জয় আমাদের সকলকে অনুপ্রাণিত করবে ৷ তাঁদের এই সাফল্য এটা প্রমাণ করেছে যে, আমাদের তরুণ প্রজন্মের পক্ষে কোনও কিছুই অসম্ভব নয় ৷’’
-
100 MEDALS at the Asian Para Games! A moment of unparalleled joy. This success is a result of the sheer talent, hard work, and determination of our athletes.
— Narendra Modi (@narendramodi) October 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
This remarkable milestone fills our hearts with immense pride. I extend my deepest appreciation and gratitude to our… pic.twitter.com/UYQD0F9veM
">100 MEDALS at the Asian Para Games! A moment of unparalleled joy. This success is a result of the sheer talent, hard work, and determination of our athletes.
— Narendra Modi (@narendramodi) October 28, 2023
This remarkable milestone fills our hearts with immense pride. I extend my deepest appreciation and gratitude to our… pic.twitter.com/UYQD0F9veM100 MEDALS at the Asian Para Games! A moment of unparalleled joy. This success is a result of the sheer talent, hard work, and determination of our athletes.
— Narendra Modi (@narendramodi) October 28, 2023
This remarkable milestone fills our hearts with immense pride. I extend my deepest appreciation and gratitude to our… pic.twitter.com/UYQD0F9veM
শনিবার হ্যাংঝাউতে পুরুষদের 400 মিটারের টি47 প্রতিযোগিতায় সোনার পদক জেতেন প্যারা অ্যাথলিট দিলীপ মধু গাভিত ৷ তাঁর সোনা জয়ের সঙ্গেই ভারত প্যারা এশিয়াডে একশোতম পদক অর্জন করে ৷ রেকর্ড-ব্রেকিং এই প্যারা এশিয়াডে ভারতীয় প্যারা কন্টিনজেন্টরা প্রথমবার 100টি পদক জিতেছে ৷ প্যারা অ্যাথলিট দিলীপ মধু গাভিত মাত্র 49.48 সেকেন্ডে 400 মিটারের টি47 প্রতিযোগিতা শেষ করেন এবং সোনা নিশ্চিত করেন ৷ শততম পদকের পরও থেমে থাকেনি ভারতের পদক অভিযান ৷
আরও পড়ুন: 'আমি পারলে আপনিও পারবেন', এশিয়ান প্যারা গেমসে পা দিয়ে লক্ষ্যভেদ করে সোনা জয় শীতলের
ভারতীয় অ্যাথলেট অনিতা এবং নারায়ণ কঙ্গনাপাল্লে পিআর3 মিক্সড ডাবলস স্কালসে 8 মিনিট 50.71 সেকেন্ড সময়ে প্রতিযোগিতা শেষ করে রুপোর পদক জেতেন ৷ এর পরে, পুজা তাঁর আশ্চর্য অ্যাথলেটিক দক্ষতায় 5 মিনিট 38.81 সেকেন্ড সময়ে মহিলাদের 1500 মিটার T-20তে ব্রোঞ্জ পদক জয় করেন ৷