ETV Bharat / sports

Asian Kabaddi Championship 2023: এশিয়া সেরা ভারত, জাতীয় কবাডি দলকে অভিনন্দন মোদি-শাহের - Asian Kabaddi Championship

অপরাজিত হয়ে কবাডিতে এশিয়া সেরা হল ভারত ৷ প্রত্যেক ম্যাচে প্রতিপক্ষকে হেলায় হারিয়ে দিয়েছে পবন ব্রিগেড ৷ শুক্রবার কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ইরানকে 42-32 পয়েন্টে পরাজিত করে 'ভারতই যে কবাডি সেরা তা প্রমাণ করলেন সাদা-আকাশি জার্সিধারীরা ৷ শনিবার জাতীয় কবাডি দলকে অভিননন্দন জানালেন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী ৷

Asian Kabaddi Championship 2023
জাতীয় কবাডি দলকে অভিনন্দন মোদি ও শাহের
author img

By

Published : Jul 1, 2023, 5:01 PM IST

নয়াদিল্লি, 1 জুলাই: পূর্ব থেকে পশ্চিম হোক কিংবা উত্তর থেকে দক্ষিণ, কবাডিতে ভারতের শ্রেষ্ঠত্ব সর্বজনবিদিত ৷ শুক্রবার কোরিয়ার বুসানেরতা আরও একবার প্রমাণ করে দিল পবন শেরাওয়াত ব্রিগেড ৷ ফাইনালে ইরানকে উড়িয়ে দিয়ে অষ্টমবার এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপ জিতল ভারতীয় দল। টক্কর দেওয়ার ক্ষমতা রাখলেও টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর মতোই গতকাল একপেশে ম্যাচে ভারতের কাছে পরাজিত হয় ইরান ৷ মধ্যপ্রাচ্যের দেশটির বিরুদ্ধে ভারতের ফল 42-32 ৷ এই জয়ে ভারতীয় কবাডি দলকে অভিন্দন জানালেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী-সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা ৷

ম্যাচের প্রথম থেকেই ভারত এক-দুই পয়েন্ট করে লিড নিয়ে নেয় ৷ রেডার পবন, নবীন, আসলামরা পয়েন্ট নিয়ে এগোতে থাকে ধীরে ধীরে ৷ তাদেরকে সাহায্য করে ডিফেন্স ৷ লেফট কর্নার, লেফট কভার, রাইট কভার, রাইট কর্নারের দুর্ধর্ষ ক্যাচিং জয় এনে দেয় ভারতকে ৷ 11তম এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম ম্যাচ ছিল কোরিয়ার বিরুদ্ধে ৷

সেখানে ম্যাচের ফলাফল ছিল ভারতের পক্ষে 76-13, পরবর্তীতে তাইওয়ানের বিরুদ্ধে ভারত জেতে 53-19 ব্যবধানে , পরবর্তী ম্যাচে জাপানকে ভারত হারায় 62-17 ব্যবধানে ৷ এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার জন্য ভারতের পরের প্রতিপক্ষ ছিল ইরান ৷ সেখানেও ম্যাচ জিতে যায় পবন শেরাওয়াত কোম্পানি (33-28) ৷ এরপর ভারতকে সামনাসামনি হতে হয় হংকংয়ের ৷ ম্যাচের ফল (64-20) ৷ হংকংয়ে হারিয়ে ফাইনালের ছাড়পত্র পেয়ে যায় ভারত ৷

  • Congratulations to our phenomenal Kabaddi team on clinching their 8th Asian Kabaddi Championship title! Through their exceptional performances and remarkable team effort, they have showcased the true spirit of sportsmanship. Best wishes for the endeavours ahead. pic.twitter.com/vYEaioBsKd

    — Narendra Modi (@narendramodi) July 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভারতীয় দলের প্রধান স্পনসর এবার অনলাইন 'বেটিং সংস্থা'

ফাইনালে প্রতিপক্ষ ইরানকে 42-32 উড়িয়ে দিয়ে অষ্টমবারের জন্য চ্যাম্পিয়নের শিরোপা ঝুলিতে পুরে নেয় ভারত ৷ উল্লেখ্য, 2003 সালে এই টুর্নামেন্টে একবারই চ্যাম্পিয়ন হয়েছিল ইরান। এবার ভারতীয় দলের পাখির চোখ এশিয়ান গেমস 2022। আগামী 23 সেপ্টেম্বর চিনের হ্যাংঝাউয়ে শুরু সেই প্রতিযোগিতা ৷

  • Kudos to Team India for emerging as the champion in Asian Kabaddi Championship for the eighth time.

    In a thrilling display of power, the team guarded its title making India proud and proving our invincibility in the game.

    My best wishes for you all to always keep shining. pic.twitter.com/pK3V4Xap8a

    — Amit Shah (@AmitShah) June 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2018 সালে জাকার্তায় এই ইরানের কাছেই ধরাশায়ী হয়েছিল ভারত। এবার এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে আত্মবিশ্বাসে ফুটছে দল। পুরো টুর্নামেন্টজুড়ে সকলের নজর কাড়েন ভারতীয় অধিনায়ক পবন শেহরাওয়াত ৷ ফাইনালেও সুপার 10 নিয়ে জলকে নেতৃত্ব দিয়ে জয় ছিনিয়ে নেন।

নয়াদিল্লি, 1 জুলাই: পূর্ব থেকে পশ্চিম হোক কিংবা উত্তর থেকে দক্ষিণ, কবাডিতে ভারতের শ্রেষ্ঠত্ব সর্বজনবিদিত ৷ শুক্রবার কোরিয়ার বুসানেরতা আরও একবার প্রমাণ করে দিল পবন শেরাওয়াত ব্রিগেড ৷ ফাইনালে ইরানকে উড়িয়ে দিয়ে অষ্টমবার এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপ জিতল ভারতীয় দল। টক্কর দেওয়ার ক্ষমতা রাখলেও টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর মতোই গতকাল একপেশে ম্যাচে ভারতের কাছে পরাজিত হয় ইরান ৷ মধ্যপ্রাচ্যের দেশটির বিরুদ্ধে ভারতের ফল 42-32 ৷ এই জয়ে ভারতীয় কবাডি দলকে অভিন্দন জানালেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী-সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা ৷

ম্যাচের প্রথম থেকেই ভারত এক-দুই পয়েন্ট করে লিড নিয়ে নেয় ৷ রেডার পবন, নবীন, আসলামরা পয়েন্ট নিয়ে এগোতে থাকে ধীরে ধীরে ৷ তাদেরকে সাহায্য করে ডিফেন্স ৷ লেফট কর্নার, লেফট কভার, রাইট কভার, রাইট কর্নারের দুর্ধর্ষ ক্যাচিং জয় এনে দেয় ভারতকে ৷ 11তম এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম ম্যাচ ছিল কোরিয়ার বিরুদ্ধে ৷

সেখানে ম্যাচের ফলাফল ছিল ভারতের পক্ষে 76-13, পরবর্তীতে তাইওয়ানের বিরুদ্ধে ভারত জেতে 53-19 ব্যবধানে , পরবর্তী ম্যাচে জাপানকে ভারত হারায় 62-17 ব্যবধানে ৷ এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার জন্য ভারতের পরের প্রতিপক্ষ ছিল ইরান ৷ সেখানেও ম্যাচ জিতে যায় পবন শেরাওয়াত কোম্পানি (33-28) ৷ এরপর ভারতকে সামনাসামনি হতে হয় হংকংয়ের ৷ ম্যাচের ফল (64-20) ৷ হংকংয়ে হারিয়ে ফাইনালের ছাড়পত্র পেয়ে যায় ভারত ৷

  • Congratulations to our phenomenal Kabaddi team on clinching their 8th Asian Kabaddi Championship title! Through their exceptional performances and remarkable team effort, they have showcased the true spirit of sportsmanship. Best wishes for the endeavours ahead. pic.twitter.com/vYEaioBsKd

    — Narendra Modi (@narendramodi) July 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভারতীয় দলের প্রধান স্পনসর এবার অনলাইন 'বেটিং সংস্থা'

ফাইনালে প্রতিপক্ষ ইরানকে 42-32 উড়িয়ে দিয়ে অষ্টমবারের জন্য চ্যাম্পিয়নের শিরোপা ঝুলিতে পুরে নেয় ভারত ৷ উল্লেখ্য, 2003 সালে এই টুর্নামেন্টে একবারই চ্যাম্পিয়ন হয়েছিল ইরান। এবার ভারতীয় দলের পাখির চোখ এশিয়ান গেমস 2022। আগামী 23 সেপ্টেম্বর চিনের হ্যাংঝাউয়ে শুরু সেই প্রতিযোগিতা ৷

  • Kudos to Team India for emerging as the champion in Asian Kabaddi Championship for the eighth time.

    In a thrilling display of power, the team guarded its title making India proud and proving our invincibility in the game.

    My best wishes for you all to always keep shining. pic.twitter.com/pK3V4Xap8a

    — Amit Shah (@AmitShah) June 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2018 সালে জাকার্তায় এই ইরানের কাছেই ধরাশায়ী হয়েছিল ভারত। এবার এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে আত্মবিশ্বাসে ফুটছে দল। পুরো টুর্নামেন্টজুড়ে সকলের নজর কাড়েন ভারতীয় অধিনায়ক পবন শেহরাওয়াত ৷ ফাইনালেও সুপার 10 নিয়ে জলকে নেতৃত্ব দিয়ে জয় ছিনিয়ে নেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.