ETV Bharat / sports

Rafael Nadal : নাদালের উইম্বলডনে খেলা নির্ভর করছে বাঁ-পায়ের চোটের উপর

বাঁ-পায়ের স্নায়ুর যন্ত্রণার জন্য উইম্বলডনে রাফায়েল নাদালের অংশ নেওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে ৷ টেনিস তারকা জানিয়েছেন, লন্ডনে সপ্তাহখানেক অনুশীলন করবেন ৷ তারপরেই বলতে পারবেন উইম্বলডনে তিনি খেলতে পারবেন কি না (Playing Chance of Rafael Nadal at Wimbledon Depends on His Left Foot Injury) ৷

Playing Chance of Rafael Nadal at Wimbledon Depends on His Left Foot Injury
Playing Chance of Rafael Nadal at Wimbledon Depends on His Left Foot Injury
author img

By

Published : Jun 18, 2022, 12:17 PM IST

মালোরকা (স্পেন), 18 জুন : উইম্বলডনে খেলতে চান রাফায়েল নাদাল ৷ কিন্তু, পুরোটাই নির্ভর করছে তাঁর বাঁ-পায়ের চোটের উপর ৷ আগামী সপ্তাহে লন্ডনে অনুশীলনের পর এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন 22টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্প্যানিশ তারকা (Playing Chance of Rafael Nadal at Wimbledon Depends on His Left Foot Injury) ৷ নাদাল জানিয়েছেন, উইম্বলডনে খেলার তাঁর সম্পূর্ণ ইচ্ছে রয়েছে ৷ কিন্তু এই মুহূর্তে নাদালের বাঁ-পায়ের চোটের চিকিৎসা চলছে ৷ তিনি আশা করছেন, উইম্বলডন শুরু আগে সুস্থ হয়ে যাবেন ৷

শুক্রবার স্পেনের দ্বীপ শহর মালোরকাতে সাংবাদিক বৈঠকে নাদাল জানান, ‘‘আমার উদ্দেশ্য উইম্বলডন খেলা ৷ আমার চিকিৎসা এবং শেষ সপ্তাহের অনুশীলনেই বোঝা যাবে আমার খেলার সুযোগ থাকছে কি না ৷ সোমবার আমি লন্ডন যাব ৷ হার্লিংহামে একটি প্রদর্শনী ম্যাচ খেলব এবং এক সপ্তাহের ট্রেনিং করব ৷ সেখানেই বুঝতে পারব আমার খেলার সম্ভাবনা নিয়ে ৷’’ নাদাল জানিয়েছে, ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে তিনি বাঁ-পায়ে ইনজেকশন নিয়ে খেলতে নেমেছিলেন ৷

আরও পড়ুন : India vs South Africa : ডিকে'র ব্যাটে ভাঙল ধোনির রেকর্ড, রাজকোটে সিরিজে সমতা ফেরাল ভারত

নাদাল জানিয়েছেন, তিনি 22টি গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ডকে এগিয়ে নিয়ে যেতে চান । বাঁ-পায়ের চিকিৎসার জন্য গত সপ্তাহে বার্সেলোনা গিয়েছিলেন ৷ সেখানে স্নায়ুর যন্ত্রণা কমাতে ‘পালসড রেডিয়োফ্রিকোয়েন্সি স্টিমুলেশন’ ট্রিটমেন্ট করিয়েছেন ৷ নাদালের মুখপাত্র জানিয়েছেন, টেনিস তারকার পায়ের স্নায়ুর যন্ত্রণা থেকে এই চিকিৎসা সাময়িকভাবে তাঁকে আরাম দেবে ৷ তবে, নাদালের আশা তিনি উইম্বলডনে খেলতে পারবেন ৷

মালোরকা (স্পেন), 18 জুন : উইম্বলডনে খেলতে চান রাফায়েল নাদাল ৷ কিন্তু, পুরোটাই নির্ভর করছে তাঁর বাঁ-পায়ের চোটের উপর ৷ আগামী সপ্তাহে লন্ডনে অনুশীলনের পর এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন 22টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্প্যানিশ তারকা (Playing Chance of Rafael Nadal at Wimbledon Depends on His Left Foot Injury) ৷ নাদাল জানিয়েছেন, উইম্বলডনে খেলার তাঁর সম্পূর্ণ ইচ্ছে রয়েছে ৷ কিন্তু এই মুহূর্তে নাদালের বাঁ-পায়ের চোটের চিকিৎসা চলছে ৷ তিনি আশা করছেন, উইম্বলডন শুরু আগে সুস্থ হয়ে যাবেন ৷

শুক্রবার স্পেনের দ্বীপ শহর মালোরকাতে সাংবাদিক বৈঠকে নাদাল জানান, ‘‘আমার উদ্দেশ্য উইম্বলডন খেলা ৷ আমার চিকিৎসা এবং শেষ সপ্তাহের অনুশীলনেই বোঝা যাবে আমার খেলার সুযোগ থাকছে কি না ৷ সোমবার আমি লন্ডন যাব ৷ হার্লিংহামে একটি প্রদর্শনী ম্যাচ খেলব এবং এক সপ্তাহের ট্রেনিং করব ৷ সেখানেই বুঝতে পারব আমার খেলার সম্ভাবনা নিয়ে ৷’’ নাদাল জানিয়েছে, ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে তিনি বাঁ-পায়ে ইনজেকশন নিয়ে খেলতে নেমেছিলেন ৷

আরও পড়ুন : India vs South Africa : ডিকে'র ব্যাটে ভাঙল ধোনির রেকর্ড, রাজকোটে সিরিজে সমতা ফেরাল ভারত

নাদাল জানিয়েছেন, তিনি 22টি গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ডকে এগিয়ে নিয়ে যেতে চান । বাঁ-পায়ের চিকিৎসার জন্য গত সপ্তাহে বার্সেলোনা গিয়েছিলেন ৷ সেখানে স্নায়ুর যন্ত্রণা কমাতে ‘পালসড রেডিয়োফ্রিকোয়েন্সি স্টিমুলেশন’ ট্রিটমেন্ট করিয়েছেন ৷ নাদালের মুখপাত্র জানিয়েছেন, টেনিস তারকার পায়ের স্নায়ুর যন্ত্রণা থেকে এই চিকিৎসা সাময়িকভাবে তাঁকে আরাম দেবে ৷ তবে, নাদালের আশা তিনি উইম্বলডনে খেলতে পারবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.