ETV Bharat / sports

East Bengal: জিততে পারি এই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামলে জয় আসবে, মত ক্লেটন সিলভার - Players have to Keep Confidence

বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে জয়ে ফিরেছে ইস্টবেঙ্গল ৷ এই জয়ের ধারা অব্যাহত রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে (Players have to Keep Confidence) বলে জানালেন ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভা (Cleiton Silva) ৷

Cleiton Silva ETV BHARAT
জেতার আত্মবিশ্বাস রাখতে হবে, বললেন ক্লেটন সিলভা
author img

By

Published : Jan 3, 2023, 7:29 PM IST

জেতার আত্মবিশ্বাস রাখতে হবে, বললেন ক্লেটন সিলভা

কলকাতা, 3 জানুয়ারি: ইস্টবেঙ্গল সমর্থকদের আবেগের তুলনা অন্য কোনও দেশে পাননি ৷ কিছুটা তুলনায় আসতে পারেন তাঁর নিজের দেশের ফুটবল অনুরাগীরা ৷ চিন বা থাইল্যান্ডের সমর্থকরা সেই তুলনায় আসবে না ৷ আর বেঙ্গালুরু এফসি-র সমর্থকরা অনেক বেশি শান্ত ৷ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সমর্থকদের আবেগ নিয়ে এমনই বিশ্লেষণ ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভার (Cleiton Silva) ৷ আড্ডায় উপস্থিত ছিলেন নাওরেম মহেশ সিং এবং লালচুনুঙ্গা ৷

বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে ঘরের মাঠে প্রথম জয়ের স্বাদ পেয়েছে লাল-হলুদ শিবির ৷ চলতি মাসের 7 তারিখ ওড়িশার বিরুদ্ধে ম্যাচ রয়েছে ৷ ব্রাজিলিয়ান স্ট্রাইকার বলছেন, ‘‘সামনে দুই থেকে তিনটে ম্যাচে ভালো করতে পারলে প্রথম ছয়ে ঢুকে পড়া সম্ভব ৷ সেই চেষ্টাটাই আমরা আগামী নয় ম্যাচে করব ৷ বর্তমান দলটি নতুন, অনভিজ্ঞ। তবে সময় দিলে এদের হাত ধরেই আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখা যেতে পারে ৷ দলের সিনিয়র ফুটবলার হিসেবে তরুণদের দিগনির্দেশের চেষ্টা করছি ৷ সামনের দু’টো ম্যাচে ভালো খেলার পাশাপাশি ফিরতি ডার্বির সাফল্য দেখতে চান সমর্থকরা ৷’’

ক্লেটন সিলভার বিশ্বাস ফিরতি ডার্বিতে সাফল্য সম্ভব ৷ তবে, এর জন্য ইস্টবেঙ্গলের প্রতিটি ফুটবলারের মধ্যে ‘আমরাও পারি’ বিশ্বাস থাকা প্রয়োজন (Players have to Keep Confidence) ৷ ইতিমধ্যে প্রথম পর্বে একাধিক ম্যাচে ভালো খেলেও, শেষের দিকে কদর্যভাবে ম্যাচ হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে ৷ উদারণ, ওড়িশা এফসির বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচ ৷ প্রথমার্ধের বিরতিতে 2-0 এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে 2-4 গোলে হেরেছিল ইস্টবেঙ্গল ৷

ভারতীয় উইঙ্গার মহেশ নওরেম সিংয়ের সঙ্গে তাঁর বোঝাপড়া প্রতিপক্ষের চিন্তার কারণ হবে বলে জানিয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ৷ ক্লেটন জানান, তিনি মহেশ নওরেম সিংয়ের সঙ্গে এই বোঝাপড়া উপভোগ করছেন ৷ আর ব্রাজিলিয়ান সতীর্থের সঙ্গে বোঝাপড়া উপভোগ করছেন মহেশও ৷ তাঁদের দু’জনকে সেইভাবে অনুশীলনও করান কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন ৷ ভারতীয় উইঙ্গারের গতির প্রশংসাও করেন ক্লেটন সিলভা ৷ আর মহেশ বলছেন, বল পাওয়ার পরে চোখ তুললেই ক্লেটনকে দেখতে পান তিনি ৷

আরও পড়ুন: পরিবার, বন্ধু ও অনুরাগীদের নববর্ষে আবেগঘন বার্তা মেসির

মালসোয়ামা টুলুঙ্গা এবং ডিকার রাজ্য মিজোরাম থেকে আরেক ডিফেন্ডার আইএসএলে নজর কেড়েছেন ৷ লাল-হলুদ জার্সিতে ইভান গঞ্জালেসের পাশে ভরসা দিচ্ছেন লালচুনুঙ্গা ৷ আইএসএল-এ এটা তাঁর প্রথম মরশুম ৷ আই লিগের তুলনায় আইএসএল এর বিদেশিদের মান ভালো বলে জানিয়েছেন লালচুনুঙ্গা ৷ তিনি বিখ্যাত ডিফেন্ডার মাসচেরানোকে আদর্শ মানেন ৷ লালচুনুঙ্গার খেলা প্রশংসিত হলেও, নিজে সন্তুষ্ট নন ৷ বরং, আরও ভালো খেলে জাতীয় দলের জার্সি পাখির চোখ লালচুনুঙ্গার ৷

জেতার আত্মবিশ্বাস রাখতে হবে, বললেন ক্লেটন সিলভা

কলকাতা, 3 জানুয়ারি: ইস্টবেঙ্গল সমর্থকদের আবেগের তুলনা অন্য কোনও দেশে পাননি ৷ কিছুটা তুলনায় আসতে পারেন তাঁর নিজের দেশের ফুটবল অনুরাগীরা ৷ চিন বা থাইল্যান্ডের সমর্থকরা সেই তুলনায় আসবে না ৷ আর বেঙ্গালুরু এফসি-র সমর্থকরা অনেক বেশি শান্ত ৷ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সমর্থকদের আবেগ নিয়ে এমনই বিশ্লেষণ ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভার (Cleiton Silva) ৷ আড্ডায় উপস্থিত ছিলেন নাওরেম মহেশ সিং এবং লালচুনুঙ্গা ৷

বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে ঘরের মাঠে প্রথম জয়ের স্বাদ পেয়েছে লাল-হলুদ শিবির ৷ চলতি মাসের 7 তারিখ ওড়িশার বিরুদ্ধে ম্যাচ রয়েছে ৷ ব্রাজিলিয়ান স্ট্রাইকার বলছেন, ‘‘সামনে দুই থেকে তিনটে ম্যাচে ভালো করতে পারলে প্রথম ছয়ে ঢুকে পড়া সম্ভব ৷ সেই চেষ্টাটাই আমরা আগামী নয় ম্যাচে করব ৷ বর্তমান দলটি নতুন, অনভিজ্ঞ। তবে সময় দিলে এদের হাত ধরেই আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখা যেতে পারে ৷ দলের সিনিয়র ফুটবলার হিসেবে তরুণদের দিগনির্দেশের চেষ্টা করছি ৷ সামনের দু’টো ম্যাচে ভালো খেলার পাশাপাশি ফিরতি ডার্বির সাফল্য দেখতে চান সমর্থকরা ৷’’

ক্লেটন সিলভার বিশ্বাস ফিরতি ডার্বিতে সাফল্য সম্ভব ৷ তবে, এর জন্য ইস্টবেঙ্গলের প্রতিটি ফুটবলারের মধ্যে ‘আমরাও পারি’ বিশ্বাস থাকা প্রয়োজন (Players have to Keep Confidence) ৷ ইতিমধ্যে প্রথম পর্বে একাধিক ম্যাচে ভালো খেলেও, শেষের দিকে কদর্যভাবে ম্যাচ হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে ৷ উদারণ, ওড়িশা এফসির বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচ ৷ প্রথমার্ধের বিরতিতে 2-0 এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে 2-4 গোলে হেরেছিল ইস্টবেঙ্গল ৷

ভারতীয় উইঙ্গার মহেশ নওরেম সিংয়ের সঙ্গে তাঁর বোঝাপড়া প্রতিপক্ষের চিন্তার কারণ হবে বলে জানিয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ৷ ক্লেটন জানান, তিনি মহেশ নওরেম সিংয়ের সঙ্গে এই বোঝাপড়া উপভোগ করছেন ৷ আর ব্রাজিলিয়ান সতীর্থের সঙ্গে বোঝাপড়া উপভোগ করছেন মহেশও ৷ তাঁদের দু’জনকে সেইভাবে অনুশীলনও করান কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন ৷ ভারতীয় উইঙ্গারের গতির প্রশংসাও করেন ক্লেটন সিলভা ৷ আর মহেশ বলছেন, বল পাওয়ার পরে চোখ তুললেই ক্লেটনকে দেখতে পান তিনি ৷

আরও পড়ুন: পরিবার, বন্ধু ও অনুরাগীদের নববর্ষে আবেগঘন বার্তা মেসির

মালসোয়ামা টুলুঙ্গা এবং ডিকার রাজ্য মিজোরাম থেকে আরেক ডিফেন্ডার আইএসএলে নজর কেড়েছেন ৷ লাল-হলুদ জার্সিতে ইভান গঞ্জালেসের পাশে ভরসা দিচ্ছেন লালচুনুঙ্গা ৷ আইএসএল-এ এটা তাঁর প্রথম মরশুম ৷ আই লিগের তুলনায় আইএসএল এর বিদেশিদের মান ভালো বলে জানিয়েছেন লালচুনুঙ্গা ৷ তিনি বিখ্যাত ডিফেন্ডার মাসচেরানোকে আদর্শ মানেন ৷ লালচুনুঙ্গার খেলা প্রশংসিত হলেও, নিজে সন্তুষ্ট নন ৷ বরং, আরও ভালো খেলে জাতীয় দলের জার্সি পাখির চোখ লালচুনুঙ্গার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.