কলকাতা, 14 ডিসেম্বর: শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়ার নামে গল্ফ প্রতিযোগিতা (PGTI Tournament Named After Shiv Shankar Prasad Chawrasia) ৷ বিশ্বকাপের মহা-সপ্তাহের মধ্যেই কলকাতায় বসছে এই আর্ন্তজাতিক গলফ টুর্নামেন্টের আসর ৷ টেক স্পোর্টস আর টাটা স্টিল পিজিটিআই-এর উদ্যোগে বুধবার থেকে শুরু হতে চলেছে এই এসএসপি চৌরাসিয়া গলফ টুর্নামেন্ট (SSP Chawrasia Golf Tournament)। আমন্ত্রণমূলক এই প্রতিযোগিতার নামকরণ করা হয়েছে কলকাতার অলিম্পিয়ান গল্ফার শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়ার নামে ৷
প্রতিযোগিতার 126 জন প্রতিযোগীর তালিকায় নাম রয়েছে চৌরাসিয়ারও ৷ অনির্বাণ লাহিড়ী, রশিদ খান, গগণজিৎ ভুল্লারের মতো গলফারদের নিয়ে চারদিনের এই প্রতিযোগিতা হবে ৷ পিজিটিআই ব়্যাঙ্কিংয়ের শীর্ষ দু’টি স্থানে থাকা গল্ফার যুবরাজ সিং সান্ধু এবং মানু গন্ডাসও লড়বেন ৷ এছাড়া বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালের গলফাররাও অংশ নেবেন সেখানে ৷
আরও পড়ুন: নীরবে বিশ্বকাপের মঞ্চ ছাড়লেন ক্রোয়েশিয়ার সর্বকালের সেরা
রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে দুই গল্ফার চৌরাসিয়া ও মানু গন্ডাস ছাড়াও টেক স্পোর্টসের ডিরেক্টর শ্রীনিবাসন এইচ আর, পিজিটিআই সিইও উত্তম সিং মাণ্ডি এবং আরসিজিসি ক্যাপ্টেন রোহন ঘোষ উপস্থিত ছিলেন ৷ চৌরাসিয়া দ্বিতীয় গলফার, যাঁর নামে কোনও পিজিটিআই ইভেন্টের নামকরণ করা হয়েছে ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, “নিজের নামে নামকরণ হওয়া পিজিটিআই ইভেন্ট খেলব, সেটা আমার কাছে বড় সম্মান ৷ এজন্য উদ্যোক্তাদের ধন্যবাদ ৷ আর আরসিজিসি আমার ঘর ৷ এখানে খেলার সুযোগ পেলে ভালোই লাগে ৷ ঘরের কোর্সে সেরাটা দিতে মুখিয়ে আছি ৷’’