ETV Bharat / sports

এক কালিতে তিন ক্লাব, ইস্ট-মোহন-মহমেডান জার্সির রঙে তৈরি হবে পেনের কালি - কালি

Pen Ink Color: পেনের কালিতেও এবার বাংলার তিন ফুটবল ক্লাবের ছোঁয়া ৷ মোহনবাগান-ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সির রঙে তৈরি হবে মোট 6টি রঙের কালি ৷

ETV Bharat
সুলেখা কালি মেলাল তিন ফুটবল ক্লাবকে
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 1:18 PM IST

Updated : Dec 13, 2023, 1:23 PM IST

কলকাতা, 13 ডিসেম্বর: কালি-কলম-মন... লেখে তিনজন । লেখার সঙ্গে মন ও কালির আবেগের যোগ । বাঙালির আবেগ তাই কালি, কলম, লেখা এবং খেলার সঙ্গে আবর্তিত । আরও স্পষ্ট করে বললে এই আবোগ আবর্তিত হয় ফুটবলের সঙ্গে । মঙ্গলবার ছিল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের 69তম জন্মদিন । সেই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক অভিনব লেখার কালির কথা জানা গেল। নাম 'আবেগ' ।

বাঙালির ফুটবল আবেগকে আরও ছড়িয়ে দিতে এবার একসঙ্গে হাত মেলাল সুলেখা এবং কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব । মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডানের জার্সির রংয়ে এখন থেকে পাওয়া যাবে পেনের কালি । অর্থাৎ সবুজ-মেরুন, লাল-হলুদ ও সাদা-কালো — মোট ছয় রংয়ের কালি নিয়ে আসা হল সিএসজেসি ও সুলেখার যৌথ উদ্যোগে । যার স্লোগান, 'আবেগ - বাংলা মানেই ফুটবল' । শুধু সাংবাদিকতাই নয়, বাংলার আবেগকে বাঁচিয়ে রাখার কর্তব্যের খাতিরেই বাংলার প্রাচীন কলমের কালি প্রস্তুতকারী সংস্থার সঙ্গে এই গাঁটছড়া কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের ।

Pen Ink Color
কালি তৈরিতে একসঙ্গে হাত মেলাল সুলেখা এবং কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব

তিন প্রধানের জার্সির রংয়ের কালি ও পেন উদ্বোধন হল মঙ্গলবার । উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই প্রাক্তন ফুটবলার গৌতম সরকার ও প্রশান্ত বন্দ্যোপাধ্যায় । ছিলেন তিন প্রধান ক্লাবের কর্তারাও । তাঁরাও সামিল হয়েছিলেন উৎসবে । মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, "কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব ও সুলেখা এক নতুন পথের সূচনা করল । বাংলার ফুটবল মোটেই খারাপ জায়গায় নেই । মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান 3 ক্লাবই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছে ।"

ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারের কথায়, "ক্রীড়া সাংবাদিক ক্লাবের পাশে আমরা সব সময় আছি । যে অভিনব উদ্যোগ নেওয়া হল তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয় ।" মহামেডান সচিব ইস্তিয়াক আহমেদ বলে গেলেন, "কালো কালি দিয়ে খারাপ কিছু লেখা হলে, তা আমাদের সাদা রং মানে সাফল্যের সাদা কালি দিয়ে মুছে ফেলা যাবে ।" প্রাক্তন ফুটবলার গৌতম সরকারের মন্তব্য, "এই ক্লাব (কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব), জীবনের শুরুতে আমাকে শ্রেষ্ঠ ফুটবলারের সম্মান দিয়েছিল । আজ তারা আরও এক অভিনব উদ্যোগ নিল । আমাদের গর্ব প্রায় হারিয়ে যাওয়া সুলেখা কালিকে যেভাবে ফিরিয়ে আনা হল, অনবদ্য ।" প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের আবেদন, "এখন থেকে তিন ক্লাবের যাবতীয় চিঠিপত্র এই কালিতে লেখা হোক ।" আইএফএ সচিব অনির্বাণ দত্ত তিন প্রধানের বাংলার ফুটবলে আবার দাপটের কথা উল্লেখ করেন । আইএফএর ভাইস প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস, সৌরভ পালরা যেমন অভিনন্দন জানিয়েছেন, তেমনই আইএফএর প্রাক্তন সচিব জয়দীপ মুখোপাধ্যায়ও দিয়েছেন শুভেচ্ছাবার্তা ।

আরও পড়ুন :

1 ডট কলমের যুগে ব্রিটিশ আমলের পেন হাসপাতালে কমেছে মানুষের ভিড়

2 জাতীয় ঝর্না কলম দিবসের গুরুত্ব বোঝালেন পেনপ্রেমী সুবীর

3 সুলেখার স্টলে স্মৃতিমেদুর বইপাগল বাঙালি !

কলকাতা, 13 ডিসেম্বর: কালি-কলম-মন... লেখে তিনজন । লেখার সঙ্গে মন ও কালির আবেগের যোগ । বাঙালির আবেগ তাই কালি, কলম, লেখা এবং খেলার সঙ্গে আবর্তিত । আরও স্পষ্ট করে বললে এই আবোগ আবর্তিত হয় ফুটবলের সঙ্গে । মঙ্গলবার ছিল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের 69তম জন্মদিন । সেই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক অভিনব লেখার কালির কথা জানা গেল। নাম 'আবেগ' ।

বাঙালির ফুটবল আবেগকে আরও ছড়িয়ে দিতে এবার একসঙ্গে হাত মেলাল সুলেখা এবং কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব । মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডানের জার্সির রংয়ে এখন থেকে পাওয়া যাবে পেনের কালি । অর্থাৎ সবুজ-মেরুন, লাল-হলুদ ও সাদা-কালো — মোট ছয় রংয়ের কালি নিয়ে আসা হল সিএসজেসি ও সুলেখার যৌথ উদ্যোগে । যার স্লোগান, 'আবেগ - বাংলা মানেই ফুটবল' । শুধু সাংবাদিকতাই নয়, বাংলার আবেগকে বাঁচিয়ে রাখার কর্তব্যের খাতিরেই বাংলার প্রাচীন কলমের কালি প্রস্তুতকারী সংস্থার সঙ্গে এই গাঁটছড়া কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের ।

Pen Ink Color
কালি তৈরিতে একসঙ্গে হাত মেলাল সুলেখা এবং কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব

তিন প্রধানের জার্সির রংয়ের কালি ও পেন উদ্বোধন হল মঙ্গলবার । উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই প্রাক্তন ফুটবলার গৌতম সরকার ও প্রশান্ত বন্দ্যোপাধ্যায় । ছিলেন তিন প্রধান ক্লাবের কর্তারাও । তাঁরাও সামিল হয়েছিলেন উৎসবে । মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, "কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব ও সুলেখা এক নতুন পথের সূচনা করল । বাংলার ফুটবল মোটেই খারাপ জায়গায় নেই । মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান 3 ক্লাবই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছে ।"

ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারের কথায়, "ক্রীড়া সাংবাদিক ক্লাবের পাশে আমরা সব সময় আছি । যে অভিনব উদ্যোগ নেওয়া হল তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয় ।" মহামেডান সচিব ইস্তিয়াক আহমেদ বলে গেলেন, "কালো কালি দিয়ে খারাপ কিছু লেখা হলে, তা আমাদের সাদা রং মানে সাফল্যের সাদা কালি দিয়ে মুছে ফেলা যাবে ।" প্রাক্তন ফুটবলার গৌতম সরকারের মন্তব্য, "এই ক্লাব (কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব), জীবনের শুরুতে আমাকে শ্রেষ্ঠ ফুটবলারের সম্মান দিয়েছিল । আজ তারা আরও এক অভিনব উদ্যোগ নিল । আমাদের গর্ব প্রায় হারিয়ে যাওয়া সুলেখা কালিকে যেভাবে ফিরিয়ে আনা হল, অনবদ্য ।" প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের আবেদন, "এখন থেকে তিন ক্লাবের যাবতীয় চিঠিপত্র এই কালিতে লেখা হোক ।" আইএফএ সচিব অনির্বাণ দত্ত তিন প্রধানের বাংলার ফুটবলে আবার দাপটের কথা উল্লেখ করেন । আইএফএর ভাইস প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস, সৌরভ পালরা যেমন অভিনন্দন জানিয়েছেন, তেমনই আইএফএর প্রাক্তন সচিব জয়দীপ মুখোপাধ্যায়ও দিয়েছেন শুভেচ্ছাবার্তা ।

আরও পড়ুন :

1 ডট কলমের যুগে ব্রিটিশ আমলের পেন হাসপাতালে কমেছে মানুষের ভিড়

2 জাতীয় ঝর্না কলম দিবসের গুরুত্ব বোঝালেন পেনপ্রেমী সুবীর

3 সুলেখার স্টলে স্মৃতিমেদুর বইপাগল বাঙালি !

Last Updated : Dec 13, 2023, 1:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.