ETV Bharat / sports

অবশেষে স্বস্তি, স্পেন থেকে ফিরতে চলেছেন টেকমি সরকার - Lockdown

স্পেনের ক্লাব লিগে খেলার জন্য ফেব্রুয়ারিতে সেখানে গিয়েছিলেন টেবিল টেনিস খেলোয়াড় টেকমি সরকার । স্পেনে যাওয়ার পরই শুরু হয় কোরোনার সংক্রমণ । আর তা রুখতে জারি হয় লকডাউন । যার জেরে প্রিয়গো ডি কর্ডোবা নামে একটি শহরে আটকে পড়েন তিনি ।

Takeme Sarkar
Takeme Sarkar
author img

By

Published : May 20, 2020, 7:45 PM IST

মাদ্রিদ, 20 মে: অবশেষে বাড়ি ফিরতে চলেছেন টেকমি সরকার । মাদ্রিদ থেকে দিল্লি ফেরার টিকিট পেয়েছেন তিনি । কোরোনা সংক্রমণ রুখতে লকডাউন জারি হওয়ায় স্পেনে আটকে পড়েছিলেন এই টেবিল টেনিস খেলোয়াড় ।

স্পেনের ক্লাব লিগে খেলার জন্য ফেব্রুয়ারিতে সেখানে গিয়েছিলেন টেকমি । স্পেনে যাওয়ার পরই শুরু হয় কোরোনার সংক্রমণ । আর তা রুখতে জারি হয় লকডাউন । যার জেরে প্রিয়গো ডি কর্ডোবা নামে একটি শহরে আটকে পড়েন তিনি । কয়েকবার চেষ্টা করেও দেশে ফেরার বিমান ধরতে পারেননি । অন্যদিকে সঙ্গে থাকা অর্থও ফুরিয়ে আসছিল । এই পরিস্থিতিতে স্পেনে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে সাহায্যের আবেদন করেন তিনি । সেখান থেকেই তাঁকে 31 মে দিল্লির বিমান ছাড়ার কথা জানানো হয়েছে । ওইদিন মাদ্রিদ থেকে দিল্লির বিমান ধরবেন তিনি । টেকমি বলেন, "আমি 31 মে স্পেন ছাড়ছি । স্পেনে থাকা ভারতীয় দূতাবাস এক্ষেত্রে আমায় সাহায্য করেছে । অনলাইনে আজই টিকিট কেটে ফেলেছি । বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি ।"

তবে এই মুহূর্তে টেকমি যে শহরে রয়েছেন সেখান থেকে মাদ্রিদের দূরত্ব প্রায় 400 কিলোমিটার । লকডাউন চলায় প্রিয়গো ডি কর্ডোবা থেকে মাদ্রিদ কীভাবে পৌঁছাবেন সেটা নিয়েও চিন্তায় রয়েছেন তিনি । একইভাবে দিল্লি থেকেই বা কীভাবে শিলিগুড়ির বাড়িতে পৌঁছাবেন তাও ভাবাচ্ছে তাঁকে । তবে যে করেই হোক দেশে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন বছর সাতাশের টেকমি ।

মাদ্রিদ, 20 মে: অবশেষে বাড়ি ফিরতে চলেছেন টেকমি সরকার । মাদ্রিদ থেকে দিল্লি ফেরার টিকিট পেয়েছেন তিনি । কোরোনা সংক্রমণ রুখতে লকডাউন জারি হওয়ায় স্পেনে আটকে পড়েছিলেন এই টেবিল টেনিস খেলোয়াড় ।

স্পেনের ক্লাব লিগে খেলার জন্য ফেব্রুয়ারিতে সেখানে গিয়েছিলেন টেকমি । স্পেনে যাওয়ার পরই শুরু হয় কোরোনার সংক্রমণ । আর তা রুখতে জারি হয় লকডাউন । যার জেরে প্রিয়গো ডি কর্ডোবা নামে একটি শহরে আটকে পড়েন তিনি । কয়েকবার চেষ্টা করেও দেশে ফেরার বিমান ধরতে পারেননি । অন্যদিকে সঙ্গে থাকা অর্থও ফুরিয়ে আসছিল । এই পরিস্থিতিতে স্পেনে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে সাহায্যের আবেদন করেন তিনি । সেখান থেকেই তাঁকে 31 মে দিল্লির বিমান ছাড়ার কথা জানানো হয়েছে । ওইদিন মাদ্রিদ থেকে দিল্লির বিমান ধরবেন তিনি । টেকমি বলেন, "আমি 31 মে স্পেন ছাড়ছি । স্পেনে থাকা ভারতীয় দূতাবাস এক্ষেত্রে আমায় সাহায্য করেছে । অনলাইনে আজই টিকিট কেটে ফেলেছি । বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি ।"

তবে এই মুহূর্তে টেকমি যে শহরে রয়েছেন সেখান থেকে মাদ্রিদের দূরত্ব প্রায় 400 কিলোমিটার । লকডাউন চলায় প্রিয়গো ডি কর্ডোবা থেকে মাদ্রিদ কীভাবে পৌঁছাবেন সেটা নিয়েও চিন্তায় রয়েছেন তিনি । একইভাবে দিল্লি থেকেই বা কীভাবে শিলিগুড়ির বাড়িতে পৌঁছাবেন তাও ভাবাচ্ছে তাঁকে । তবে যে করেই হোক দেশে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন বছর সাতাশের টেকমি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.