ETV Bharat / sports

কুস্তিগীর খুনের মামলা, সুশীল কুমারের আগাম জামিনের আজ শুনানি - দু’বারের অলিম্পিক্সে পদক জয়ী কুস্তিগীর সুশীল কুমার

মে মাসের পাঁচ তারিখে তরুণ কুস্তিগীর সাগর রাণা মৃত্যুর পর থেকেই ফেরার দুই বারের অলিম্পিক্সে পদকজয়ী সুশীল ৷ তাঁর বিরুদ্ধে খুনের মাললা রজু করেছে দিল্লি পুলিশ ৷ ছত্রসাল স্টেডিয়ামে ঝামেলার ঘটনা ও সাগর রাণার মৃত্যুর ঘটনায় সুশীল ও আরও 6 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে আদালত ৷

সুশীল কুমার
সুশীল কুমার
author img

By

Published : May 18, 2021, 10:49 AM IST

নয়াদিল্লি, 18 মে : আজ দু’বারের অলিম্পিক্সে পদক জয়ী কুস্তিগীর সুশীল কুমারের আগাম জামিনের শুনানি করবে নয়াদিল্লির রোহিনী আদালত ৷ এদিকে সোমবার সুশীল কুমারকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করে দিল্লি পুলিশ ৷ সুশীলের সম্পর্কে কোনও তথ্য দিতে পারলে 1 লাখ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে বলে জানাল ৷

মে মাসের পাঁচ তারিখে তরুণ কুস্তিগীর সাগর রাণা মৃত্যুর পর থেকেই ফেরার দুই বারের অলিম্পিক্সে পদকজয়ী সুশীল ৷ তাঁর বিরুদ্ধে খুনের মাললা রজু করেছে দিল্লি পুলিশ ৷ ছত্রসাল স্টেডিয়ামে ঝামেলার ঘটনা ও সাগর রাণার মৃত্যুর ঘটনায় সুশীল ও আরও 6 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে আদালত ৷ যদিও তার আগে সুশীলের বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি করা হয় ৷

তাঁর বাড়িতে হানা দিয়েও পুলিশ সুশীলকে ধরতে পারেনি ৷ পুলিশের অনুমান, গ্রেফতারি এড়ানোর জন্য প্রথমে হরিদ্বার ও পরে ঋষিকেশে গা ঢাকা দিয়েছেন সুশীল ৷ তাঁকে ধরার জন্য দিল্লিসহ আশে পাশের রাজ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

5 মে রাতে, 23 বছরের সাগর রাণা ও তাঁর বন্ধুদের বেধড়ক মারধর করেন অন্য কুস্তিগীররা ৷ মৃত্যু হয় সাগরের ৷ পুলিশের তরফে জানানো হয় সেই ঝামেলায় সরাসরি জড়িত ছিলেন সুশীল কুমার, অজয়, প্রিন্স দালাল সহ অন্যরা ৷

আরও পড়ুন : কুস্তিগীর সুশীল কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

সুশীলের খোঁজ দিতে পারলে এক লাখ টাকার পুরস্কার দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল দিল্লি পুলিশ ৷ একসঙ্গে মূল অভিযুক্ত পলাতক অজয় কুমারের হদিশ দিতে পারলে 50 লাখ টাকার পুরস্কার ঘোষণা করে দিল্লি পুলিশ ৷ যদিও এই মামলায় সুশীলের তরফে আগাম জামিনের আবেদন করা হয় ৷ আজ সুশীলের সেই আর্জির শুনানি ৷

নয়াদিল্লি, 18 মে : আজ দু’বারের অলিম্পিক্সে পদক জয়ী কুস্তিগীর সুশীল কুমারের আগাম জামিনের শুনানি করবে নয়াদিল্লির রোহিনী আদালত ৷ এদিকে সোমবার সুশীল কুমারকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করে দিল্লি পুলিশ ৷ সুশীলের সম্পর্কে কোনও তথ্য দিতে পারলে 1 লাখ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে বলে জানাল ৷

মে মাসের পাঁচ তারিখে তরুণ কুস্তিগীর সাগর রাণা মৃত্যুর পর থেকেই ফেরার দুই বারের অলিম্পিক্সে পদকজয়ী সুশীল ৷ তাঁর বিরুদ্ধে খুনের মাললা রজু করেছে দিল্লি পুলিশ ৷ ছত্রসাল স্টেডিয়ামে ঝামেলার ঘটনা ও সাগর রাণার মৃত্যুর ঘটনায় সুশীল ও আরও 6 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে আদালত ৷ যদিও তার আগে সুশীলের বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি করা হয় ৷

তাঁর বাড়িতে হানা দিয়েও পুলিশ সুশীলকে ধরতে পারেনি ৷ পুলিশের অনুমান, গ্রেফতারি এড়ানোর জন্য প্রথমে হরিদ্বার ও পরে ঋষিকেশে গা ঢাকা দিয়েছেন সুশীল ৷ তাঁকে ধরার জন্য দিল্লিসহ আশে পাশের রাজ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

5 মে রাতে, 23 বছরের সাগর রাণা ও তাঁর বন্ধুদের বেধড়ক মারধর করেন অন্য কুস্তিগীররা ৷ মৃত্যু হয় সাগরের ৷ পুলিশের তরফে জানানো হয় সেই ঝামেলায় সরাসরি জড়িত ছিলেন সুশীল কুমার, অজয়, প্রিন্স দালাল সহ অন্যরা ৷

আরও পড়ুন : কুস্তিগীর সুশীল কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

সুশীলের খোঁজ দিতে পারলে এক লাখ টাকার পুরস্কার দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল দিল্লি পুলিশ ৷ একসঙ্গে মূল অভিযুক্ত পলাতক অজয় কুমারের হদিশ দিতে পারলে 50 লাখ টাকার পুরস্কার ঘোষণা করে দিল্লি পুলিশ ৷ যদিও এই মামলায় সুশীলের তরফে আগাম জামিনের আবেদন করা হয় ৷ আজ সুশীলের সেই আর্জির শুনানি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.