ETV Bharat / sports

অলিম্পিকের আগে ডোপ টেস্টে ব্যর্থ, সাময়িক সাসপেন্ড কুস্তিগীর সুমিত মালিক - সাময়িকভাবে সাসপেন্ড ভারতীয় কুস্তিগীর সুমিত মালিক

সংবাদ সংস্থা পিটিআই ভারতীয় কুস্তি ফেডারেশনের এক সূত্রকে উদ্ধৃত করে জানায়, ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (UWW) ভারতের রেসলিং ফেডারেশনকে সুমিতের ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার খবর জানায় ৷ এরপর জুনের 10 তারিখে সুমিতকে বি স্যাম্পেল দিতে হবে ৷

সুমিত মালিক
সুমিত মালিক
author img

By

Published : Jun 4, 2021, 4:20 PM IST

নয়াদিল্লি, 4 জুন: ডোপ টেস্টে ব্যর্থ, সাময়িকভাবে সাসপেন্ড করা হল ভারতীয় কুস্তিগীর সুমিত মালিককে ৷ টোকিওতে অলিম্পিক্স শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে এমন ঘটনা সামনে আসাতে বেশ অস্বস্তিতে অলিম্পিকমুখী ভারতীয় শিবির ৷ সম্প্রতি যোগ্যতা নির্ণায়ক ম্যাচে বুলগেরিয়ায় তাঁর নমুনা পরীক্ষা করা হয় ৷

এই নিয়ে পরপর দু’বার, অলিম্পিক্স শুরুর আগে ভারতীয় কুস্তিগীর ডোপ টেস্টে ব্যর্থ হলেন ৷ 2016-র রিও অলিম্পিক্সের আগে ভারতীয় কুস্তিগীর নরসিং পঞ্চম যাদব ডোপ টেস্টে ব্যর্থ হন ৷ তাঁকে 4 বছরের জন্য নির্বাসন দেওয়া হয় ৷

2018 কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতেছিলেন সুমিত মালিক ৷ বুলগেরিয়াতে টোকিও অলিম্পিক্সে 125 কেজি বিভাগে যোগ্যতা অর্জন করেছিলেন ৷ 23 জুলাই থেকে শুরু হতে চলা অলিম্পিক্সে সোনা জয়ই লক্ষ্য ছিল ভারতীয় এই কুস্তিগীরের ৷

সংবাদ সংস্থা পিটিআই ভারতীয় কুস্তি ফেডারেশনের এক সূত্রকে উদ্ধৃত করে জানান, ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (UWW) ভারতের রেসলিং ফেডারেশনকে সুমিতের ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার খবর জানায় ৷ এরপর জুনের 10 তারিখে সুমিতকে বি স্যাম্পেল দিতে হবে ৷

আরও পড়ুন : রেকর্ডের ছড়াছড়ি, লর্ডসের 22 গজ শুধু ডেভনময়

অলিম্পিক্স যোগ্যাতা নির্ণায়ক ম্যাচ শুরুর আগে জাতীয় দলের ক্যাম্পে হাঁটুতে চোট পান মালিক ৷ তাঁর হাঁটুর চিকিৎসা চলছিল ৷ চলতি বছরের এপ্রিলে এশিয়ান কোয়ালিফায়ারে আলমাতিতে অংশগ্রহন করেন সুমিত ৷ তবে কোটা অর্জন করতে পারেননি ৷ এর পর একইস্থানে এশিয়ান চ্যাম্পিয়ানশিপে অংশ নেন ৷ এবারও পদক ছাড়াই শেষ করতে হয় তাঁকে ৷ তবে সোফিয়াতে বিশ্ব অলিম্পিক যোগ্যতা নির্ণায়ক ম্যাচে ফাইনালে পৌঁছে কোটা অর্জন করেন ৷

নয়াদিল্লি, 4 জুন: ডোপ টেস্টে ব্যর্থ, সাময়িকভাবে সাসপেন্ড করা হল ভারতীয় কুস্তিগীর সুমিত মালিককে ৷ টোকিওতে অলিম্পিক্স শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে এমন ঘটনা সামনে আসাতে বেশ অস্বস্তিতে অলিম্পিকমুখী ভারতীয় শিবির ৷ সম্প্রতি যোগ্যতা নির্ণায়ক ম্যাচে বুলগেরিয়ায় তাঁর নমুনা পরীক্ষা করা হয় ৷

এই নিয়ে পরপর দু’বার, অলিম্পিক্স শুরুর আগে ভারতীয় কুস্তিগীর ডোপ টেস্টে ব্যর্থ হলেন ৷ 2016-র রিও অলিম্পিক্সের আগে ভারতীয় কুস্তিগীর নরসিং পঞ্চম যাদব ডোপ টেস্টে ব্যর্থ হন ৷ তাঁকে 4 বছরের জন্য নির্বাসন দেওয়া হয় ৷

2018 কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতেছিলেন সুমিত মালিক ৷ বুলগেরিয়াতে টোকিও অলিম্পিক্সে 125 কেজি বিভাগে যোগ্যতা অর্জন করেছিলেন ৷ 23 জুলাই থেকে শুরু হতে চলা অলিম্পিক্সে সোনা জয়ই লক্ষ্য ছিল ভারতীয় এই কুস্তিগীরের ৷

সংবাদ সংস্থা পিটিআই ভারতীয় কুস্তি ফেডারেশনের এক সূত্রকে উদ্ধৃত করে জানান, ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (UWW) ভারতের রেসলিং ফেডারেশনকে সুমিতের ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার খবর জানায় ৷ এরপর জুনের 10 তারিখে সুমিতকে বি স্যাম্পেল দিতে হবে ৷

আরও পড়ুন : রেকর্ডের ছড়াছড়ি, লর্ডসের 22 গজ শুধু ডেভনময়

অলিম্পিক্স যোগ্যাতা নির্ণায়ক ম্যাচ শুরুর আগে জাতীয় দলের ক্যাম্পে হাঁটুতে চোট পান মালিক ৷ তাঁর হাঁটুর চিকিৎসা চলছিল ৷ চলতি বছরের এপ্রিলে এশিয়ান কোয়ালিফায়ারে আলমাতিতে অংশগ্রহন করেন সুমিত ৷ তবে কোটা অর্জন করতে পারেননি ৷ এর পর একইস্থানে এশিয়ান চ্যাম্পিয়ানশিপে অংশ নেন ৷ এবারও পদক ছাড়াই শেষ করতে হয় তাঁকে ৷ তবে সোফিয়াতে বিশ্ব অলিম্পিক যোগ্যতা নির্ণায়ক ম্যাচে ফাইনালে পৌঁছে কোটা অর্জন করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.