নয়াদিল্লি, 4 জুন: ডোপ টেস্টে ব্যর্থ, সাময়িকভাবে সাসপেন্ড করা হল ভারতীয় কুস্তিগীর সুমিত মালিককে ৷ টোকিওতে অলিম্পিক্স শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে এমন ঘটনা সামনে আসাতে বেশ অস্বস্তিতে অলিম্পিকমুখী ভারতীয় শিবির ৷ সম্প্রতি যোগ্যতা নির্ণায়ক ম্যাচে বুলগেরিয়ায় তাঁর নমুনা পরীক্ষা করা হয় ৷
এই নিয়ে পরপর দু’বার, অলিম্পিক্স শুরুর আগে ভারতীয় কুস্তিগীর ডোপ টেস্টে ব্যর্থ হলেন ৷ 2016-র রিও অলিম্পিক্সের আগে ভারতীয় কুস্তিগীর নরসিং পঞ্চম যাদব ডোপ টেস্টে ব্যর্থ হন ৷ তাঁকে 4 বছরের জন্য নির্বাসন দেওয়া হয় ৷
2018 কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতেছিলেন সুমিত মালিক ৷ বুলগেরিয়াতে টোকিও অলিম্পিক্সে 125 কেজি বিভাগে যোগ্যতা অর্জন করেছিলেন ৷ 23 জুলাই থেকে শুরু হতে চলা অলিম্পিক্সে সোনা জয়ই লক্ষ্য ছিল ভারতীয় এই কুস্তিগীরের ৷
সংবাদ সংস্থা পিটিআই ভারতীয় কুস্তি ফেডারেশনের এক সূত্রকে উদ্ধৃত করে জানান, ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (UWW) ভারতের রেসলিং ফেডারেশনকে সুমিতের ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার খবর জানায় ৷ এরপর জুনের 10 তারিখে সুমিতকে বি স্যাম্পেল দিতে হবে ৷
আরও পড়ুন : রেকর্ডের ছড়াছড়ি, লর্ডসের 22 গজ শুধু ডেভনময়
অলিম্পিক্স যোগ্যাতা নির্ণায়ক ম্যাচ শুরুর আগে জাতীয় দলের ক্যাম্পে হাঁটুতে চোট পান মালিক ৷ তাঁর হাঁটুর চিকিৎসা চলছিল ৷ চলতি বছরের এপ্রিলে এশিয়ান কোয়ালিফায়ারে আলমাতিতে অংশগ্রহন করেন সুমিত ৷ তবে কোটা অর্জন করতে পারেননি ৷ এর পর একইস্থানে এশিয়ান চ্যাম্পিয়ানশিপে অংশ নেন ৷ এবারও পদক ছাড়াই শেষ করতে হয় তাঁকে ৷ তবে সোফিয়াতে বিশ্ব অলিম্পিক যোগ্যতা নির্ণায়ক ম্যাচে ফাইনালে পৌঁছে কোটা অর্জন করেন ৷