নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর : সোনার সাক্ষাৎ! হ্যাঁ এই শব্দবন্ধটি ব্যবহার করা যায়, বেজিং অলিম্পিকস এবং টোকিয়ো অলিম্পিকসে সোনা জয়ী দুই ভারতীয়ের সাক্ষাতে ৷ গতকাল বেজিং অলিম্পিকসে সোনা জয়ী অভিনব বিন্দ্রার সঙ্গে দেখা করেন টোকিয়োর সোনা জয়ী নীরজ চোপড়া ৷ অভিনবের পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটান তিনি ৷ সেই ছবি পোস্ট করেছেন অলিম্পিয়ান নিজে ৷ প্রসঙ্গত, নীরজকে একটি পোষ্য উপহার দিয়েছেন অভিনব ৷ নীরজ যার নাম রেখেছেন ‘টোকিয়ো’৷
অভিনব বিন্দ্রার সঙ্গে সাক্ষাতের মুহূর্তের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নীরজ চোপড়া ৷ সেই পোস্টে তিনি লিখেছেন, ‘‘আমার অলিম্পিকস মেডেলটি নিয়ে বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ৷ যিনি বেজিং থেকে এসেছেন ৷ অভিনব বিন্দ্রা মহাশয় এবং তাঁর পরিবারকে অসংখ্য ধন্যবাদ এমন উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তার জন্য ৷ আর ‘টোকিয়ো’ যার সঙ্গ আমি সারাজীবন উপভোগ করব !’’
-
Took my Olympic medal to meet its elder sibling from Beijing today 🙂
— Neeraj Chopra (@Neeraj_chopra1) September 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Thank you @Abhinav_Bindra sir for your family's warm hospitality and for 'Tokyo' who I will cherish forever!
🇮🇳🥇🥇🐶 pic.twitter.com/XYqsKcW1IN
">Took my Olympic medal to meet its elder sibling from Beijing today 🙂
— Neeraj Chopra (@Neeraj_chopra1) September 22, 2021
Thank you @Abhinav_Bindra sir for your family's warm hospitality and for 'Tokyo' who I will cherish forever!
🇮🇳🥇🥇🐶 pic.twitter.com/XYqsKcW1INTook my Olympic medal to meet its elder sibling from Beijing today 🙂
— Neeraj Chopra (@Neeraj_chopra1) September 22, 2021
Thank you @Abhinav_Bindra sir for your family's warm hospitality and for 'Tokyo' who I will cherish forever!
🇮🇳🥇🥇🐶 pic.twitter.com/XYqsKcW1IN
আরও পড়ুন : IPL 2021 KKR vs MI : জয়ের অঙ্ক কষছে নাইটরা, মুম্বইয়ের প্রথম একাদশে কি ফিরছেন রোহিত ?
নীরজ চোপড়া এবং অভিনব বিন্দ্রা ভারতের দুই সোনা জয়ী অলিম্পিয়ান তাঁদের পদক নিয়ে ছবিও তোলেন ৷ নীরজকে উপহার হিসেবে দেওয়া পোষ্যের সঙ্গেও ছবি তোলেন দুই তারকা ৷ প্রসঙ্গত, 2008 বেজিং অলিম্পিকসে শুটিংয়ে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা ৷ তার পর দীর্ঘ বারো বছরের অপেক্ষার পর টোকিয়ো অলিম্পিকসে সোনা এসেছে নীরজ চোপড়ার হাত ধরে ৷