ETV Bharat / sports

ভারতের বিশ্বকাপ খেলার পক্ষে সওয়াল, মুম্বইয়ের স্কুলে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা অলিভার কানের

Oliver Kahn Backs India to Play FIFA World Cup: মহারাষ্ট্রে তাঁর প্রথম ফুটবল স্কুল ও অ্যাকাডেমি খুলেছেন অলিভার কান ৷ তারই কর্মসূচিতে মুম্বইয়ে এসে ভারতের ফুটবল বিশ্বকাপে খেলার পক্ষে সওয়াল করলেন জার্মান কিংবদন্তি ৷ জানালেন, দ্রুত ভারত ফুটবল বিশ্বে একটি শক্তিধর দেশ হয়ে উঠবে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 11:40 AM IST

Updated : Nov 25, 2023, 1:08 PM IST

ভারতের বিশ্বকাপ খেলার পক্ষে সওয়াল

মুম্বই, 25 নভেম্বর: ভারত ফুটবল বিশ্বে খুব দ্রুত একটি অপ্রতিরোধ্য দেশ হয়ে উঠবে ৷ এমনটাই বিশ্বাস করেন প্রাক্তন জার্মান গোলকিপার অলিভার কান ৷ মুম্বইয়ে তাঁর ফুটবল অ্যাকাডেমির অংশ একটি স্কুলের পড়ুয়াদের সঙ্গে শুক্রবার আলোচনা পর্বে যোগ দেন জার্মান কিংবদন্তি ৷ সেখানেই তিনি আশা প্রকাশ করেছেন, খুব দ্রুত ভারত ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে ৷ উল্লেখ্য, এ মাসের শুরুতে মুম্বইয়ে কানের সংস্থা প্রো টেন ভারতে তাদের প্রথম অ্যাকাডেমি তৈরি করেছে ৷ আগামী দিনে এই অ্যাকাডেমির আরও অনেক শাখা ভারতের বিভিন্ন শহরে খোলার পরিকল্পনা রয়েছে ৷

কান ওই আলোচনা পর্বে বলেন, ‘‘ফুটবলে ভারতের অফুরন্ত সম্ভাবনা রয়েছে ৷ এখানে ফুটবল নিয়ে যে পাগলামি আমি দেখেছি, তা অসাধারণ ৷ ভারতের ফুটবল খেলার নিজস্ব উপায় তৈরি করার সময় এসেছে ৷ এত বড় সমৃদ্ধশালী সংস্কৃতিকে এই সুন্দর খেলাটার সঙ্গে মিলিয়ে দেওয়ার সময় এসেছে ৷ আমি সত্যিই বিশ্বাস করি ভারত খুব দ্রুত বিশ্বফুটবলের মঞ্চে একটি অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠবে এবং তারা বিশ্বকাপে খেলবে ৷’’ অলিভার কান নিজে জার্মানির হয়ে 86টি ম্যাচ খেলেছেন ৷ তার মধ্যে 49টি ম্যাচে জার্মানিকে নেতৃত্ব দিয়েছেন ৷ তবে, দেশের হয়ে বিশ্বকাপ জেতা হয়নি ৷ 2002 সালে রানার-আপ হয়েছিল জার্মানি এবং 2006 বিশ্বকাপে তিন নম্বরে শেষ করে তাঁর দল ৷

মুম্বইয়ের জিডি সোমানিয়া মেমোরিয়াল স্কুল অলিভার কানের ফুটবল অ্যাকাডেমি প্রো টেন সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে ৷ স্কুলের পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় নিজের জীবনের দর্শন তুলে ধরেন কান ৷ তিনি বলেন, ‘‘কখনও হাল ছেড়ে দিও না ৷ ফুটবল শুধু একটা খেলা নয় ৷ এটা জীবনের চলার একটা মাধ্যম ৷ আমি ফুটবল কেরিয়ারে যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছি, তা আমাকে 'অধ্যাবসায়ে'র গুরুত্ব শিখিয়েছে ৷ তাই 'কখনও হাল ছেড়ে না দেওয়া' আমার জীবনের মন্ত্র থেকেছে ৷ তাই আমি তোমাদের সকলকে একই জিনিস করতে বলব ৷ সাফল্য তারাই পায়, যারা শ্রেষ্ঠত্বের খোঁজে নিরলস পরিশ্রম করে যায় ৷’’

অলিভার কান এবং প্রো টেন যৌথ উদ্যোগে তাদের ফুটবল অ্যাকাডেমি শুরু করেছে ভারতে ৷ যাদের কাজ শুধু ফুটবল শেখানো বা ট্রেনিং দেওয়া নয় ৷ ফুটবল শিক্ষায় ভারতের তরুণ প্রজন্মকে শিক্ষিত করা ৷ এই অ্যাকাডেমির উদ্বোধনে অলিভার কান জানিয়েছিলেন, ভারতে প্রতিভার অভাব নেই ৷ এমনকি ভালো ফুটবল খেলার খেলোয়াড়ও রয়েছে ৷ কিন্তু, সমস্যাটা হল ফুটবল শিক্ষা ৷ ভালো ফুটবল খেলতে পারাটাই সব নয় বলে মনে করেন তিনি ৷ ফুটবল শিক্ষায় শিক্ষিত হলে, সেই ভালো ফুটবল খেলাটাকেই আরও বড় মঞ্চে নিয়ে যাওয়া সম্ভব বলে জানান তিনি ৷

আরও পড়ুন:

  1. ফুটবল শিক্ষার দৃষ্টিভঙ্গি বদলের লক্ষ্যে ভারতে ফুটবল অ্যাকাডেমি কানের
  2. চেন্নাইয়ে ইস্টবেঙ্গল, আগামী 5 ম্যাচে বেশি সংখ্যক পয়েন্ট তুলতে চান কুয়াদ্রাত
  3. এশিয়ান কাপে ফলাফলের আশা করা যাবে না, জানালেন দল গঠনে ক্ষুব্ধ স্টিম্যাচ

ভারতের বিশ্বকাপ খেলার পক্ষে সওয়াল

মুম্বই, 25 নভেম্বর: ভারত ফুটবল বিশ্বে খুব দ্রুত একটি অপ্রতিরোধ্য দেশ হয়ে উঠবে ৷ এমনটাই বিশ্বাস করেন প্রাক্তন জার্মান গোলকিপার অলিভার কান ৷ মুম্বইয়ে তাঁর ফুটবল অ্যাকাডেমির অংশ একটি স্কুলের পড়ুয়াদের সঙ্গে শুক্রবার আলোচনা পর্বে যোগ দেন জার্মান কিংবদন্তি ৷ সেখানেই তিনি আশা প্রকাশ করেছেন, খুব দ্রুত ভারত ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে ৷ উল্লেখ্য, এ মাসের শুরুতে মুম্বইয়ে কানের সংস্থা প্রো টেন ভারতে তাদের প্রথম অ্যাকাডেমি তৈরি করেছে ৷ আগামী দিনে এই অ্যাকাডেমির আরও অনেক শাখা ভারতের বিভিন্ন শহরে খোলার পরিকল্পনা রয়েছে ৷

কান ওই আলোচনা পর্বে বলেন, ‘‘ফুটবলে ভারতের অফুরন্ত সম্ভাবনা রয়েছে ৷ এখানে ফুটবল নিয়ে যে পাগলামি আমি দেখেছি, তা অসাধারণ ৷ ভারতের ফুটবল খেলার নিজস্ব উপায় তৈরি করার সময় এসেছে ৷ এত বড় সমৃদ্ধশালী সংস্কৃতিকে এই সুন্দর খেলাটার সঙ্গে মিলিয়ে দেওয়ার সময় এসেছে ৷ আমি সত্যিই বিশ্বাস করি ভারত খুব দ্রুত বিশ্বফুটবলের মঞ্চে একটি অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠবে এবং তারা বিশ্বকাপে খেলবে ৷’’ অলিভার কান নিজে জার্মানির হয়ে 86টি ম্যাচ খেলেছেন ৷ তার মধ্যে 49টি ম্যাচে জার্মানিকে নেতৃত্ব দিয়েছেন ৷ তবে, দেশের হয়ে বিশ্বকাপ জেতা হয়নি ৷ 2002 সালে রানার-আপ হয়েছিল জার্মানি এবং 2006 বিশ্বকাপে তিন নম্বরে শেষ করে তাঁর দল ৷

মুম্বইয়ের জিডি সোমানিয়া মেমোরিয়াল স্কুল অলিভার কানের ফুটবল অ্যাকাডেমি প্রো টেন সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে ৷ স্কুলের পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় নিজের জীবনের দর্শন তুলে ধরেন কান ৷ তিনি বলেন, ‘‘কখনও হাল ছেড়ে দিও না ৷ ফুটবল শুধু একটা খেলা নয় ৷ এটা জীবনের চলার একটা মাধ্যম ৷ আমি ফুটবল কেরিয়ারে যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছি, তা আমাকে 'অধ্যাবসায়ে'র গুরুত্ব শিখিয়েছে ৷ তাই 'কখনও হাল ছেড়ে না দেওয়া' আমার জীবনের মন্ত্র থেকেছে ৷ তাই আমি তোমাদের সকলকে একই জিনিস করতে বলব ৷ সাফল্য তারাই পায়, যারা শ্রেষ্ঠত্বের খোঁজে নিরলস পরিশ্রম করে যায় ৷’’

অলিভার কান এবং প্রো টেন যৌথ উদ্যোগে তাদের ফুটবল অ্যাকাডেমি শুরু করেছে ভারতে ৷ যাদের কাজ শুধু ফুটবল শেখানো বা ট্রেনিং দেওয়া নয় ৷ ফুটবল শিক্ষায় ভারতের তরুণ প্রজন্মকে শিক্ষিত করা ৷ এই অ্যাকাডেমির উদ্বোধনে অলিভার কান জানিয়েছিলেন, ভারতে প্রতিভার অভাব নেই ৷ এমনকি ভালো ফুটবল খেলার খেলোয়াড়ও রয়েছে ৷ কিন্তু, সমস্যাটা হল ফুটবল শিক্ষা ৷ ভালো ফুটবল খেলতে পারাটাই সব নয় বলে মনে করেন তিনি ৷ ফুটবল শিক্ষায় শিক্ষিত হলে, সেই ভালো ফুটবল খেলাটাকেই আরও বড় মঞ্চে নিয়ে যাওয়া সম্ভব বলে জানান তিনি ৷

আরও পড়ুন:

  1. ফুটবল শিক্ষার দৃষ্টিভঙ্গি বদলের লক্ষ্যে ভারতে ফুটবল অ্যাকাডেমি কানের
  2. চেন্নাইয়ে ইস্টবেঙ্গল, আগামী 5 ম্যাচে বেশি সংখ্যক পয়েন্ট তুলতে চান কুয়াদ্রাত
  3. এশিয়ান কাপে ফলাফলের আশা করা যাবে না, জানালেন দল গঠনে ক্ষুব্ধ স্টিম্যাচ
Last Updated : Nov 25, 2023, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.