ETV Bharat / sports

Australian Open 2023: প্রত্যাবর্তনে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নোভাক জকোভিচ - নোভাক জকোভিচ

রড লেভার এরিয়ানায় নোকাভক জকোভিচের হুঙ্কার ৷ মার্কিন প্রতিপক্ষকে স্ট্রেট সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2023) ফাইনালে পৌঁছলেন সার্বিয়ান মহাতারকা ৷

Australian Open 2023 ETV BHARAT
Australian Open 2023
author img

By

Published : Jan 27, 2023, 4:52 PM IST

Updated : Jan 27, 2023, 5:22 PM IST

মেলবোর্ন, 27 জানুয়ারি: অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) প্রত্যাবর্তনেই ফাইনালে নোভাক জকোভিচ (Novak Djokovic Reaches Final on Return) ৷ প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের টমি পলকে 7-5, 6-1, 6-2 স্ট্রেট সেটে হারলেন সার্বিয়ান টাইগার ৷ 2022 সালে কোভিডবিধি না-মানায় তাঁর ভিসা বাতিল করেছিল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া সরকার ৷ কিন্তু, একবছর পর প্রত্যাবর্তনে নিজের জাত চেনালেন সার্বিয়ান এই মহাতারকা ৷ চতুর্থ বাছাই হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও, খেলছেন প্রথম বাছাইয়ের মতোই ৷ ফাইনালে তাঁর প্রতিপক্ষ উরুগুয়ের স্তেফানোস সিৎসিপাস ৷

এদিন মার্কিন প্রতিপক্ষ টমি পল প্রথম সেটে কিছুটা লড়াই করলেও, পরের দুই সেটে তাঁকে দাঁড়ানোর সুযোগ দেননি বিশ্ব টেনিস ব়্যাংকিংয়ে 1 নম্বর খেলোয়াড় ৷ প্রথম সেট একটু দীর্ঘায়িত হয় ৷ 7-5 গেমে ম্যাচ জেতেন নোভাক ৷ কিন্তু, দ্বিতীয় সেটে দাঁত ফোটাতেও দেননি প্রতিদ্বন্দ্বীকে ৷ 6-1 গেমে দ্বিতীয় সেট নিজের নামে করেন তিনি ৷ তৃতীয় সেটও 6-1 গেমে জেতার সুযোগ ছিল ৷ কিন্তু, নোভাকের সামান্য ভুলে ব্রেক-পয়েন্ট নিয়ে নেন টমি পল ৷ তবে, দ্বিতীয়বার আর সুযোগ দেননি ৷ কোনও শট লুজ না-করেই 6-2 গেমে তৃতীয় সেট ও ম্যাচ দুই জিতে নেন নোভাক ৷

সার্বিয়ান মহাতারকা 9 বার এই খেতাব জিতেছেন ৷ এবার 10ম বার অস্ট্রেলিয়ান ওপেন হাতে তোলার অপেক্ষায় রয়েছেন তিনি ৷ রবিবার রড লেভার এরিনায় সেই লড়াইয়ে নোভাকের প্রতিপক্ষ টুর্নামেন্টের তৃতীয় বাছাই উরুগুয়ের স্তেফানোস সিসিপাস ৷ এদিন সিসিপাস রাশিয়ান প্রতিপক্ষ তথা টুর্নামেন্টের 18 নম্বর কেরান খাচানোভকে দু’টি টাই ব্রেকার-সহ 4 সেটে হারান ৷ ম্যাচের ফলাফল 6-7 (2-7), 4-6, 7--6 (8-6), 3-6 ৷

উল্লেখ্য, 2022 সালে কোভিডবিধি না মানা এবং করোনার প্রতিষেধক না-নেওয়ায় ভিক্টোরিয়া সরকার নোভাকের ভিসা বাতিল করেছিল ৷ এমনকি 3 বছরের জন্য তাঁর অস্ট্রেলিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছিল ভিক্টোরিয়ান আইন মোতাবেক ৷ কিন্তু, সেদেশে কোভিডবিধি প্রত্যাহার করে নেওয়ার পর, নোভাকের উপর নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয় ৷ ফলে 2023 সালে রড লেভার এরিনায় ফের প্রত্যাবর্তন করেন বিশ্বের এক নম্বর ৷

আরও পড়ুন: অধরা শেষ গ্র্যান্ড স্ল্যাম, বিদায় বেলায় চোখে জল সানিয়ার

টুর্নামেন্ট শুরুর আগে কিরগিয়সের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন নোভাক ৷ সেই ম্যাচ খেলতে রড লেভার এরিনায় ঢুকতেই নোভাককে উষ্ণ অভ্যর্থনা জানান, স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা ৷ দর্শকদের সেই উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত নোভাকও সকলকে সেদিন ধন্যবাদ জানিয়েছিলেন ৷ এবার আগামী রবিবার রড লেভার এরিয়ান তিনি দশমবার অস্ট্রেলিয়ান ওপেন ট্রফি তুলবেন, এমনটাই আশা নোভাক অনুরাগীদের ৷

মেলবোর্ন, 27 জানুয়ারি: অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) প্রত্যাবর্তনেই ফাইনালে নোভাক জকোভিচ (Novak Djokovic Reaches Final on Return) ৷ প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের টমি পলকে 7-5, 6-1, 6-2 স্ট্রেট সেটে হারলেন সার্বিয়ান টাইগার ৷ 2022 সালে কোভিডবিধি না-মানায় তাঁর ভিসা বাতিল করেছিল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া সরকার ৷ কিন্তু, একবছর পর প্রত্যাবর্তনে নিজের জাত চেনালেন সার্বিয়ান এই মহাতারকা ৷ চতুর্থ বাছাই হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও, খেলছেন প্রথম বাছাইয়ের মতোই ৷ ফাইনালে তাঁর প্রতিপক্ষ উরুগুয়ের স্তেফানোস সিৎসিপাস ৷

এদিন মার্কিন প্রতিপক্ষ টমি পল প্রথম সেটে কিছুটা লড়াই করলেও, পরের দুই সেটে তাঁকে দাঁড়ানোর সুযোগ দেননি বিশ্ব টেনিস ব়্যাংকিংয়ে 1 নম্বর খেলোয়াড় ৷ প্রথম সেট একটু দীর্ঘায়িত হয় ৷ 7-5 গেমে ম্যাচ জেতেন নোভাক ৷ কিন্তু, দ্বিতীয় সেটে দাঁত ফোটাতেও দেননি প্রতিদ্বন্দ্বীকে ৷ 6-1 গেমে দ্বিতীয় সেট নিজের নামে করেন তিনি ৷ তৃতীয় সেটও 6-1 গেমে জেতার সুযোগ ছিল ৷ কিন্তু, নোভাকের সামান্য ভুলে ব্রেক-পয়েন্ট নিয়ে নেন টমি পল ৷ তবে, দ্বিতীয়বার আর সুযোগ দেননি ৷ কোনও শট লুজ না-করেই 6-2 গেমে তৃতীয় সেট ও ম্যাচ দুই জিতে নেন নোভাক ৷

সার্বিয়ান মহাতারকা 9 বার এই খেতাব জিতেছেন ৷ এবার 10ম বার অস্ট্রেলিয়ান ওপেন হাতে তোলার অপেক্ষায় রয়েছেন তিনি ৷ রবিবার রড লেভার এরিনায় সেই লড়াইয়ে নোভাকের প্রতিপক্ষ টুর্নামেন্টের তৃতীয় বাছাই উরুগুয়ের স্তেফানোস সিসিপাস ৷ এদিন সিসিপাস রাশিয়ান প্রতিপক্ষ তথা টুর্নামেন্টের 18 নম্বর কেরান খাচানোভকে দু’টি টাই ব্রেকার-সহ 4 সেটে হারান ৷ ম্যাচের ফলাফল 6-7 (2-7), 4-6, 7--6 (8-6), 3-6 ৷

উল্লেখ্য, 2022 সালে কোভিডবিধি না মানা এবং করোনার প্রতিষেধক না-নেওয়ায় ভিক্টোরিয়া সরকার নোভাকের ভিসা বাতিল করেছিল ৷ এমনকি 3 বছরের জন্য তাঁর অস্ট্রেলিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছিল ভিক্টোরিয়ান আইন মোতাবেক ৷ কিন্তু, সেদেশে কোভিডবিধি প্রত্যাহার করে নেওয়ার পর, নোভাকের উপর নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয় ৷ ফলে 2023 সালে রড লেভার এরিনায় ফের প্রত্যাবর্তন করেন বিশ্বের এক নম্বর ৷

আরও পড়ুন: অধরা শেষ গ্র্যান্ড স্ল্যাম, বিদায় বেলায় চোখে জল সানিয়ার

টুর্নামেন্ট শুরুর আগে কিরগিয়সের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন নোভাক ৷ সেই ম্যাচ খেলতে রড লেভার এরিনায় ঢুকতেই নোভাককে উষ্ণ অভ্যর্থনা জানান, স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা ৷ দর্শকদের সেই উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত নোভাকও সকলকে সেদিন ধন্যবাদ জানিয়েছিলেন ৷ এবার আগামী রবিবার রড লেভার এরিয়ান তিনি দশমবার অস্ট্রেলিয়ান ওপেন ট্রফি তুলবেন, এমনটাই আশা নোভাক অনুরাগীদের ৷

Last Updated : Jan 27, 2023, 5:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.