লন্ডন, 10 জুলাই: ভ্যাকসিন-বিতর্কে বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি সার্বিয়ার টেনিস তারকা । ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল । কিন্তু শেষপর্যন্ত উইম্বলডনে ইতিহাস গড়লেন জোকার । মেগা ক্ল্যাশে নিক কিরিয়সকে 4-6, 6-3, 6-4, 7-6 (7-3) ব্যবধানে হারালেন নোভাক জকোভিচ । পরপর চারবার লন্ডন থেকে ট্রফি গেল জোকারের ক্যাবিনেটে ।
32তম গ্র্যান্ড স্লাম ফাইনাল, তারমধ্যে 21টিতে জয় । সপ্তম উইম্বলডন ট্রফি । সেন্টার কোর্টে এদিন ইতিহাস গড়লেন সার্বিয়ান মায়েস্ত্রো । সঙ্গে সঙ্গেই গ্র্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যায় ফেডেরারকে টপকে গেলেন বিশ্বের এই এক নম্বর টেনিস তারকা । গ্র্যান্ড স্ল্যাম জয়ের নিরিখে ব্যবধান কমিয়ে ফেললেন রাফায়েল নাদালের সঙ্গেও (Novak Djokovic clinches Wimbledon 2022 ) ।
-
Magnificent.
— Wimbledon (@Wimbledon) July 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
In its 100 years, Centre Court has seen few champions like @DjokerNole#Wimbledon | #CentreCourt100 pic.twitter.com/vffvL2f08Q
">Magnificent.
— Wimbledon (@Wimbledon) July 10, 2022
In its 100 years, Centre Court has seen few champions like @DjokerNole#Wimbledon | #CentreCourt100 pic.twitter.com/vffvL2f08QMagnificent.
— Wimbledon (@Wimbledon) July 10, 2022
In its 100 years, Centre Court has seen few champions like @DjokerNole#Wimbledon | #CentreCourt100 pic.twitter.com/vffvL2f08Q
ফাইনালে এদিন সেন্টার কোর্টে তাঁর প্রতিপক্ষ ছিলেন 27 বছরের অস্ট্রেলিয়ান তারকা নিক কিরগিয়স ৷ যার প্রধান শক্তি বিদ্যুৎ গতির সার্ভ এবং শক্তিশালী ফোরহ্যান্ড আর কিছুটা কোর্টের মধ্যে দস্যিপনা । নিক কিরিয়স এর আগে বড় মঞ্চে অঘটন ঘটিয়েছেন একাধিকবার ৷ বহু শীর্ষ তারকা তাঁর কাছে হার মেনেছেন ৷ সেই রেশ ধরেই প্রথম সেটেই সার্বিয়ান তারকাকে মাটি ধরান কিরিয়স ।
আরও পড়ুন : অষ্টমবার উইম্বলডন ফাইনালে পৌঁছে ফেডেরারকে টপকালেন জকোভিচ
সেন্টার কোর্টে শুরুটা জকোভিচসুলভ হয়নি না-হলেও তারপর আর তাঁকে মাথা তুলতে দেননি নোভাক । পরের দুই সেট পকেটে পোরেন অনায়াস ভঙ্গিমায় । তৃতীয় সেট থেকেই ম্য়াচ থেকে ধীরে ধীরে হারিয়ে যান কিরিয়স । নিজস্ব ভঙ্গিমায় একাধিকবার ঝামেলায় জড়ান আম্পায়ার, দর্শকদের সঙ্গে । শেষ সেটে খানিক প্রতিরোধ গড়ে তুললেও কোনও লাভ হয়নি । শেষ হাসি হাসেন জোকারই ।