ETV Bharat / sports

Novak Djokovic : উইম্বলডনে খেতাব ধরে রাখার সুবর্ণ সুযোগ জকোভিচের সামনে - Novak Djokovic can play in Wimbledon as they requires no vaccination

করোনা টিকা না-নেওয়ায় রড লেভার এরিনায় টানা চতুর্থবার খেতাব জয়ের স্বপ্ন স্বপ্নই রয়ে গিয়েছে ৷ ঘাসের কোর্টে ভ্যাকসিনের বাধ্যবাধকতা নেই । ফলে ট্রফি ক্যাবিনেটে গ্র্যান্ড স্লামের সংখ্যা বাড়াতে ঘাসের কোর্টে নামবেন জকোভিচ (Novak Djokovic can play in Wimbledon 2022) ।

Wimbledon 2022 news
উইম্বলডনে খেতাব ধরে রাখার সুবর্ণ সুযোগ জকোভিচের সামনে
author img

By

Published : Apr 27, 2022, 3:32 PM IST

Updated : Apr 27, 2022, 8:59 PM IST

লন্ডন, 27 এপ্রিল : করোনার টিকা নেননি ৷ ফলে অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে নামতে পারেননি বিশ্বের এক নম্বর টেনিস তারকা । যদিও, ফরাসি ওপেনের পর এবার উইম্বলডনেও নামতে বাধা থাকল না নোভাক জকোভিচের সামনে । কোভিড টিকা না-নেওয়া থাকলেও অল ইংল্যান্ড ক্লাবের ঘাসের কোর্টে নামা যাবে । ফলে নিজের খেতাব ধরে রাখার সুবর্ণ সুযোগ রয়েছে সার্বিয়ান টেনিস তারকার সামনে (Novak Djokovic can play in Wimbledon) ।

কেরিয়ারের 21তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে বছরের প্রথমে অস্ট্রেলিয়ান ওপেনকেই পাখির চোখ করেছিলেন সার্বিয়ান টেনিস তারকা ৷ তা না-হওয়ায় এবার নিজের ট্রফি ক্যাবিনেটে গ্র্যান্ড স্লামের সংখ্যা বাড়াতে ঘাসের কোর্টে নামবেন নোভাক ।

আরও পড়ুন : রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন অধরা রেখে অস্ট্রেলিয়া ছাড়লেন 'হতাশ' জকোভিচ

লন্ডনে চ্যাম্পিয়ন হলে পিট সাম্প্রাসের উইম্বলডন জেতার রেকর্ড ছোঁবেন জোকার । ওপেন এরায় মোট 7 বার চ্যাম্পিয়ন হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা । অন্যদিকে, 2011, 2014, 2015, 2018, 2019, 2021 মোট 6 বার চ্যাম্পিয়ন হয়েছেন জকোভিচ । 2020 সালে করোনার জন্য উইম্বলডন না-হওয়ায় পরপর তিনবার (2018, 2019 এবং 2021) চ্যাম্পিয়ন হয়েছেন তিনি । এবার জিতলে পরপর উইম্বলডন জেতার নিরিখে তাঁর সামনে থাকবেন দু'জন । বিয়ন বর্গ এবং রজার ফেডেরার ।

লন্ডন, 27 এপ্রিল : করোনার টিকা নেননি ৷ ফলে অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে নামতে পারেননি বিশ্বের এক নম্বর টেনিস তারকা । যদিও, ফরাসি ওপেনের পর এবার উইম্বলডনেও নামতে বাধা থাকল না নোভাক জকোভিচের সামনে । কোভিড টিকা না-নেওয়া থাকলেও অল ইংল্যান্ড ক্লাবের ঘাসের কোর্টে নামা যাবে । ফলে নিজের খেতাব ধরে রাখার সুবর্ণ সুযোগ রয়েছে সার্বিয়ান টেনিস তারকার সামনে (Novak Djokovic can play in Wimbledon) ।

কেরিয়ারের 21তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে বছরের প্রথমে অস্ট্রেলিয়ান ওপেনকেই পাখির চোখ করেছিলেন সার্বিয়ান টেনিস তারকা ৷ তা না-হওয়ায় এবার নিজের ট্রফি ক্যাবিনেটে গ্র্যান্ড স্লামের সংখ্যা বাড়াতে ঘাসের কোর্টে নামবেন নোভাক ।

আরও পড়ুন : রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন অধরা রেখে অস্ট্রেলিয়া ছাড়লেন 'হতাশ' জকোভিচ

লন্ডনে চ্যাম্পিয়ন হলে পিট সাম্প্রাসের উইম্বলডন জেতার রেকর্ড ছোঁবেন জোকার । ওপেন এরায় মোট 7 বার চ্যাম্পিয়ন হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা । অন্যদিকে, 2011, 2014, 2015, 2018, 2019, 2021 মোট 6 বার চ্যাম্পিয়ন হয়েছেন জকোভিচ । 2020 সালে করোনার জন্য উইম্বলডন না-হওয়ায় পরপর তিনবার (2018, 2019 এবং 2021) চ্যাম্পিয়ন হয়েছেন তিনি । এবার জিতলে পরপর উইম্বলডন জেতার নিরিখে তাঁর সামনে থাকবেন দু'জন । বিয়ন বর্গ এবং রজার ফেডেরার ।

Last Updated : Apr 27, 2022, 8:59 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.