নিউইয়র্ক, 11 সেপ্টেম্বর: দু'বছর আগে আর্থার অ্যাশ স্টেডিয়ামে মেদভেদেভের কাছেই হারতে হয়েছিল জকোভিচকে। গতকাল তারই বদলা নিলেন টেনিসের সর্বকালের অন্যতম সেরা তারকা। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে জোকোভিচ জিতলেন 6-3, 7-6 (7-5), 6-3 গেমে। ইউএস ওপেন জিতে 24তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি। এ নিয়ে চতুর্থ বার ইউএস ওপেন জিতলেন বছর ছত্রিশের তারকা ৷ সেই সঙ্গে ছুঁলেন মার্গারেটকে ৷
-
Novak hits 2️⃣4️⃣
— US Open Tennis (@usopen) September 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
How it sounded on US Open radio 🎙 pic.twitter.com/BPwpFlp0fy
">Novak hits 2️⃣4️⃣
— US Open Tennis (@usopen) September 11, 2023
How it sounded on US Open radio 🎙 pic.twitter.com/BPwpFlp0fyNovak hits 2️⃣4️⃣
— US Open Tennis (@usopen) September 11, 2023
How it sounded on US Open radio 🎙 pic.twitter.com/BPwpFlp0fy
খেলার শুরু থেকেই মেদভেদেভকে দাঁড়াতেই দেননি জোকোভিচ। নোভাক প্রতিপক্ষকে খুব একটা সুযোগ না-দিলেও 2021 সালের ইউএস ওপেনের চ্যাম্পিয়ন যে খুব সহজে ম্যাচ ছেড়ে দিয়েছেন তা নয়। দ্বিতীয় সেট গড়ায় টাইব্রেকারে। 1 ঘণ্টা 44 মিনিট ধরে ওই সেটে লড়েন জোকোভিচ এবং মেদভেদেভ। কিন্তু 23টি গ্র্যান্ড স্ল্যামজয়ী জানেন কখন এগোতে হবে। 25 বছরের তরুণ প্রতিপক্ষের খেলার ধরণ চিনতে অসুবিধে হয়নি জকোভিচের। সেই সেট জেতার পরে কার্যত সবাই বুঝে যান যে চ্যাম্পিয়ন হতে চলেছেন নোভাক। কারণ তাঁর কেরিয়ারে পরপর দুটি সেট জেতার পর ফাইনাল ম্যাচে এখনও তাঁকে কেউ হারাতে পারেনি।
-
Novak shares the idea behind his tribute to Kobe 🗣 pic.twitter.com/aFd7xStqVx
— US Open Tennis (@usopen) September 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Novak shares the idea behind his tribute to Kobe 🗣 pic.twitter.com/aFd7xStqVx
— US Open Tennis (@usopen) September 11, 2023Novak shares the idea behind his tribute to Kobe 🗣 pic.twitter.com/aFd7xStqVx
— US Open Tennis (@usopen) September 11, 2023
দু'মাস আগে উইম্বলডনের ফাইনালে আলকারাজের বিরুদ্ধে হেরে গিয়েছিলেন জোকোভিচ। সেই হারের পর থেকে টানা 12টি ম্যাচ জিতলেন তিনি। এই বছর তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি। গ্র্যান্ড স্ল্যাম জয়ের তালিকায় রাফায়েল নাদাল (22) এবং রজার ফেডেরারকে (20) আগেই পিছনে ফেলে দিয়েছিলেন তিনি।
এদিন ছুঁয়ে ফেললেন পুরুষ, মহিলা নির্বিশেষে সব থেকে বেশি সিঙ্গলসে গ্র্যান্ড স্ল্যামের মালকিন মার্গারেটকে। যুক্তরাষ্ট্র ওপেন জিতে নোভাক বলেন, "টেনিসে ইতিহাস গড়ে ভালো লাগছে। এই মুহূর্তটা আমার কাছে খুবই স্পেশাল। যখন আমার সাত বছর বয়স, তখন ভাবতাম বড় হয়ে বিশ্বের সেরা খেলোয়াড় হব। উইম্বলডন জিতব। সেটাই ছিল আমার এক মাত্র স্বপ্ন। পরে যদিও অনেক কিছু বুঝতে শিখি। তখন আমার লক্ষ্য পালটে যায়। নতুন স্বপ্ন দেখতে শুরু করি। কখনও ভাবিনি এখানে দাঁড়িয়ে 24টা গ্র্যান্ড স্ল্যাম জয় নিয়ে কথা বলব।"
আরও পড়ুন: কেরিয়ারের দশম যুক্তরাষ্ট্র ওপেন ফাইনালে ড্যানিয়েল মেদভেদেভের মুখোমুখি জোকার