ETV Bharat / sports

US Open 2023: ইউএস ওপেন চ্যাম্পিয়ন জকোভিচ, ফাইনালে মেদভেদেভকে হারিয়ে 24তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন নোভাক

2021 সালের ফাইনালে জকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন মেদভেদেভ ৷ কিন্তু এবার বদলা নিলেন বছর ছত্রিশের নোভাক জোকোভিচ। এবারের যুক্তরাষ্ট্র ওপেন জিতলেন। 24তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ছুঁয়ে ফেললেন মার্গারেটকে ৷

সৌঃ টুইটার
US Open 2023
author img

By PTI

Published : Sep 11, 2023, 8:33 AM IST

Updated : Sep 11, 2023, 9:32 AM IST

নিউইয়র্ক, 11 সেপ্টেম্বর: দু'বছর আগে আর্থার অ্যাশ স্টেডিয়ামে মেদভেদেভের কাছেই হারতে হয়েছিল জকোভিচকে। গতকাল তারই বদলা নিলেন টেনিসের সর্বকালের অন্যতম সেরা তারকা। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে জোকোভিচ জিতলেন 6-3, 7-6 (7-5), 6-3 গেমে। ইউএস ওপেন জিতে 24তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি। এ নিয়ে চতুর্থ বার ইউএস ওপেন জিতলেন বছর ছত্রিশের তারকা ৷ সেই সঙ্গে ছুঁলেন মার্গারেটকে ৷

খেলার শুরু থেকেই মেদভেদেভকে দাঁড়াতেই দেননি জোকোভিচ। নোভাক প্রতিপক্ষকে খুব একটা সুযোগ না-দিলেও 2021 সালের ইউএস ওপেনের চ্যাম্পিয়ন যে খুব সহজে ম্যাচ ছেড়ে দিয়েছেন তা নয়। দ্বিতীয় সেট গড়ায় টাইব্রেকারে। 1 ঘণ্টা 44 মিনিট ধরে ওই সেটে লড়েন জোকোভিচ এবং মেদভেদেভ। কিন্তু 23টি গ্র্যান্ড স্ল্যামজয়ী জানেন কখন এগোতে হবে। 25 বছরের তরুণ প্রতিপক্ষের খেলার ধরণ চিনতে অসুবিধে হয়নি জকোভিচের। সেই সেট জেতার পরে কার্যত সবাই বুঝে যান যে চ্যাম্পিয়ন হতে চলেছেন নোভাক। কারণ তাঁর কেরিয়ারে পরপর দুটি সেট জেতার পর ফাইনাল ম্যাচে এখনও তাঁকে কেউ হারাতে পারেনি।

দু'মাস আগে উইম্বলডনের ফাইনালে আলকারাজের বিরুদ্ধে হেরে গিয়েছিলেন জোকোভিচ। সেই হারের পর থেকে টানা 12টি ম্যাচ জিতলেন তিনি। এই বছর তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি। গ্র্যান্ড স্ল্যাম জয়ের তালিকায় রাফায়েল নাদাল (22) এবং রজার ফেডেরারকে (20) আগেই পিছনে ফেলে দিয়েছিলেন তিনি।

এদিন ছুঁয়ে ফেললেন পুরুষ, মহিলা নির্বিশেষে সব থেকে বেশি সিঙ্গলসে গ্র্যান্ড স্ল্যামের মালকিন মার্গারেটকে। যুক্তরাষ্ট্র ওপেন জিতে নোভাক বলেন, "টেনিসে ইতিহাস গড়ে ভালো লাগছে। এই মুহূর্তটা আমার কাছে খুবই স্পেশাল। যখন আমার সাত বছর বয়স, তখন ভাবতাম বড় হয়ে বিশ্বের সেরা খেলোয়াড় হব। উইম্বলডন জিতব। সেটাই ছিল আমার এক মাত্র স্বপ্ন। পরে যদিও অনেক কিছু বুঝতে শিখি। তখন আমার লক্ষ্য পালটে যায়। নতুন স্বপ্ন দেখতে শুরু করি। কখনও ভাবিনি এখানে দাঁড়িয়ে 24টা গ্র্যান্ড স্ল্যাম জয় নিয়ে কথা বলব।"

আরও পড়ুন: কেরিয়ারের দশম যুক্তরাষ্ট্র ওপেন ফাইনালে ড্যানিয়েল মেদভেদেভের মুখোমুখি জোকার

নিউইয়র্ক, 11 সেপ্টেম্বর: দু'বছর আগে আর্থার অ্যাশ স্টেডিয়ামে মেদভেদেভের কাছেই হারতে হয়েছিল জকোভিচকে। গতকাল তারই বদলা নিলেন টেনিসের সর্বকালের অন্যতম সেরা তারকা। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে জোকোভিচ জিতলেন 6-3, 7-6 (7-5), 6-3 গেমে। ইউএস ওপেন জিতে 24তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি। এ নিয়ে চতুর্থ বার ইউএস ওপেন জিতলেন বছর ছত্রিশের তারকা ৷ সেই সঙ্গে ছুঁলেন মার্গারেটকে ৷

খেলার শুরু থেকেই মেদভেদেভকে দাঁড়াতেই দেননি জোকোভিচ। নোভাক প্রতিপক্ষকে খুব একটা সুযোগ না-দিলেও 2021 সালের ইউএস ওপেনের চ্যাম্পিয়ন যে খুব সহজে ম্যাচ ছেড়ে দিয়েছেন তা নয়। দ্বিতীয় সেট গড়ায় টাইব্রেকারে। 1 ঘণ্টা 44 মিনিট ধরে ওই সেটে লড়েন জোকোভিচ এবং মেদভেদেভ। কিন্তু 23টি গ্র্যান্ড স্ল্যামজয়ী জানেন কখন এগোতে হবে। 25 বছরের তরুণ প্রতিপক্ষের খেলার ধরণ চিনতে অসুবিধে হয়নি জকোভিচের। সেই সেট জেতার পরে কার্যত সবাই বুঝে যান যে চ্যাম্পিয়ন হতে চলেছেন নোভাক। কারণ তাঁর কেরিয়ারে পরপর দুটি সেট জেতার পর ফাইনাল ম্যাচে এখনও তাঁকে কেউ হারাতে পারেনি।

দু'মাস আগে উইম্বলডনের ফাইনালে আলকারাজের বিরুদ্ধে হেরে গিয়েছিলেন জোকোভিচ। সেই হারের পর থেকে টানা 12টি ম্যাচ জিতলেন তিনি। এই বছর তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি। গ্র্যান্ড স্ল্যাম জয়ের তালিকায় রাফায়েল নাদাল (22) এবং রজার ফেডেরারকে (20) আগেই পিছনে ফেলে দিয়েছিলেন তিনি।

এদিন ছুঁয়ে ফেললেন পুরুষ, মহিলা নির্বিশেষে সব থেকে বেশি সিঙ্গলসে গ্র্যান্ড স্ল্যামের মালকিন মার্গারেটকে। যুক্তরাষ্ট্র ওপেন জিতে নোভাক বলেন, "টেনিসে ইতিহাস গড়ে ভালো লাগছে। এই মুহূর্তটা আমার কাছে খুবই স্পেশাল। যখন আমার সাত বছর বয়স, তখন ভাবতাম বড় হয়ে বিশ্বের সেরা খেলোয়াড় হব। উইম্বলডন জিতব। সেটাই ছিল আমার এক মাত্র স্বপ্ন। পরে যদিও অনেক কিছু বুঝতে শিখি। তখন আমার লক্ষ্য পালটে যায়। নতুন স্বপ্ন দেখতে শুরু করি। কখনও ভাবিনি এখানে দাঁড়িয়ে 24টা গ্র্যান্ড স্ল্যাম জয় নিয়ে কথা বলব।"

আরও পড়ুন: কেরিয়ারের দশম যুক্তরাষ্ট্র ওপেন ফাইনালে ড্যানিয়েল মেদভেদেভের মুখোমুখি জোকার

Last Updated : Sep 11, 2023, 9:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.