ETV Bharat / sports

সুস্থ বোরহা, পরিবর্ত হিসেবে নামতে পারেন; সেটপিসে জোর ইস্টবেঙ্গলের

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 7:22 AM IST

ISL 2023-24: পাঁচ ডিফেন্ডারে দল সাজাচ্ছেন লাল-হলুদ কোচ। রক্ষণ মজবুত করে গোলের খোঁজে নামছে লাল-হলুদ শিবির ৷ সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ নর্থ-ইস্ট ইউনাইটেড ৷ চলতি আইএসএলে 6টি ম্যাচের একটিতে জয় ও দু'টিতে ড্র ও তিনটিতে হারের মুখ দেখেছে কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা ৷ পয়েন্ট টেবিসে রয়েছে 9 নম্বর -এ ৷ আগামিকালের ম্যাচে কুয়াদ্রাতের কাছে আশার আলো বোরহার সুস্থ হয়ে ওঠা।

সৌঃ ইস্টবেঙ্গল এক্স (টুইট)
ISL 2023-24

কলকাতা, 3 ডিসেম্বর: 'চেজ দ্য ম্যান, ক্লিয়ার দ্য বল' ৷ 'পুশ পুশ' ৷ যুবভারতী ক্রীড়াঙ্গন চত্বরে সন্ধেবেলা উপস্থিত থাকলে এই ধরনের চিৎকার আপনার কানে আসবে। চারিদিকে অন্ধকার। একটি মাত্র মাঠে আলো জ্বলছে। প্র্যাকটিস গ্রাউন্ডে ইস্টবেঙ্গলের অনুশীলন চলছে। সেখান থেকেই এই চিৎকার। যাঁদের গলা থেকে চিৎকার বেরিয়ে আসছে তাঁরা প্রত্যেকেই ইস্টবেঙ্গলের কোচিং ব্রিগেডের সদস্য। নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচে ফুটবলারদের তাঁরা নির্দেশ দিচ্ছেন এভাবে চিৎকার করে। ভুল-ত্রুটি শুধরে নিতে এই চিৎকার ফুটবল অনুশীলনের চেনা ছবি। লাল-হলুদ প্র্যাকটিসও তার ব্যতিক্রম নয়।

আক্রমণ থেকে রক্ষণ সব বিভাগেই একাধিক সমস্যা। কীভাবে তার সমাধান হবে তা বুঝে পাচ্ছেন না কার্লেস কুয়াদ্রাত। সোমবার ঘরের মাঠে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ নর্থ-ইস্ট ইউনাইটেড। এই দলটির বিরুদ্ধে ডুরান্ড কাপে টাই ভেঙে জিতেছিল লাল-হলুদ। দুই উইঙ্গার জাভাকো এবং ফাল্গুনী সিং লাল-হলুদ রক্ষণকে পুরো সময় অস্বস্তিতে রেখেছিলেন। এবার তাদের ফের সামলানোর চ্যালেঞ্জ। ফলে ঘরের মাঠে জয়ের খোঁজে কার্লেস কুয়াদ্রাত রক্ষণের ফুটিফাটা মেরামতে ব্যস্ত।

নর্থ-ইস্ট ইউনাইটেড সাত ম্যাচে দু'টি জয় তিনটি ড্র করে 9 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ছয় নম্বরে রয়েছে। শেষ ম্যাচে তারা বেঙ্গালুরু এফসির সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল। অন্যদিকে, চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে পার্দোর ছোট ভুলে নিশ্চিত 3 পয়েন্ট হাতছাড়া হয়েছিল। অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িনের বিরুদ্ধে 1-1 গোলে ড্র করে এক পয়েন্টে সন্তুষ্ট থাকতে হয়েছিল ইস্টবেঙ্গলের। হারের হ্যাটট্রিকের পরে ড্র করে অন্তত খালি হাতে ফিরতে না-হওয়ার মধ্যে তৃপ্তি খুঁজেছিল লাল-হলুদ। তবে আত্মতুষ্টি নয়। এবার ভুল শুধরে সামনে তাকানোর ডাক।

পাঁচ ডিফেন্ডারে দল সাজাচ্ছেন লাল-হলুদ কোচ। রক্ষণ মজবুত করে গোলের খোঁজে নামছে ৷ কিন্তু পাঁচ ডিফেন্ডারের বোঝাপড়ায় এখনও খুঁত রয়েছে। আর তা কাজে লাগিয়ে প্রতিপক্ষ বাজিমাত করছে। শনিবার অনুশীলনে দুই সাইড ব্যাককে বাড়তি সময় ব্যয় করা হয়। পাশাপাশি মহেশ নাওরেম সিংকে উইংয়ে ব্যবহার করতে দেখা গিয়েছে। যাতে প্রতিপক্ষের সাইড ব্যাক নিশ্চিন্তে ওভারল্যাপ না-করতে পারে। কুয়াদ্রাতের কাছে আশার আলো বোরহার সুস্থ হয়ে ওঠা।

সোমবার প্রথম একাদশে না-থাকলেও পরিবর্ত হিসেবে নামতে পারেন। জর্ডন এলসের চোট চলতি মরশুমে বড় ধাক্কা। স্প্যানিশ ডিফেন্ডার শুধু নির্ভরতা দিচ্ছিলেন না, দলকে পিছন থেকে পরিচালনা করছিলেন। মাঠের মধ্যে সেই নেতৃত্ব দেওয়ার লোকের অভাব কুয়াদ্রাতের সংসারে। আক্রমণভাগে ক্লেইটন সিলভা সেই ভূমিকা নিতে পারতেন। কিন্তু তিনি তো চলতি মরশুমে স্কোরিং বুটটা সেভাবে খুঁজে পাননি। ফলে ব্রাজিলীয় স্ট্রাইকারের খেলায় কোথায় যেন আত্মবিশ্বাসের অভাব।

তাঁর ছন্দহীনতা ঢেকে যেত যদি সিভেরিও ফর্মে থাকতেন। স্প্যানিশ স্ট্রাইকারের অবস্থা এতটাই করুন যে লুকিয়ে রাখাই দায় হয়ে উঠেছে। এই অবস্থায় দলবদলের দ্বিতীয় উইন্ডোতে পরিবর্ত খোঁজা একমাত্র পথ। কিন্তু তার জন্য যে অর্থ মঞ্জুরি দরকার তা লাল-হলুদের লগ্নিকারী সংস্থা করছে না-বলে খবর। "আমাদের একটা ডিফেন্ডার এবং স্ট্রাইকার দরকার। কিন্তু টাকা নেই", বলছিলেন ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটির কর্তা। কার্লেস কুয়াদ্রাতের অবশ্য এসব নিয়ে চিন্তা করার ফুরসত নেই। যা আছে তা দিয়েই সাফল্যের অঙ্ক সাজানোর চেষ্টা চালাচ্ছেন।

শনিবারের অনুশীলনে বলের দখল নিজেদের পায়ে রাখার পাশাপাশি সেটপিসে জোর দিতেও দেখা গিয়েছে। তবে রক্ষণ আঁটসাট করে ম্যাচ জয়ের যে ছক তা ভাঙতে রাজি নন। এই পর্বের বাকি চার ম্যাচ থেকে যত বেশি সংখ্যক পয়েন্ট তোলা পাখির চোখ। তাতে এক পয়েন্ট আসলেও ক্ষতি নেই। তবে যেহেতু ঘরের মাঠে খেলা তাই তিন পয়েন্টে জোর কুয়াদ্রাতের। তার জন্য রক্ষণ সামলে জয়ের জন্য ঝাঁপাতে বলছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. এএফসি'র দুঃখ ভুলে আইএসএলে পাঁচে পাঁচ, কলিঙ্গ দেশে নিজাম 'বধ' বাগানের
  2. পাঁচ গোলের ধাক্কা সরিয়ে কলিঙ্গে জয়ের খোঁজে মোহনবাগান সুপার জায়ান্ট
  3. সিদ্ধান্তে অনড় বাগান, 'বিনা যুদ্ধেই' ডার্বিতে বাজিমাত লাল-হলুদের

কলকাতা, 3 ডিসেম্বর: 'চেজ দ্য ম্যান, ক্লিয়ার দ্য বল' ৷ 'পুশ পুশ' ৷ যুবভারতী ক্রীড়াঙ্গন চত্বরে সন্ধেবেলা উপস্থিত থাকলে এই ধরনের চিৎকার আপনার কানে আসবে। চারিদিকে অন্ধকার। একটি মাত্র মাঠে আলো জ্বলছে। প্র্যাকটিস গ্রাউন্ডে ইস্টবেঙ্গলের অনুশীলন চলছে। সেখান থেকেই এই চিৎকার। যাঁদের গলা থেকে চিৎকার বেরিয়ে আসছে তাঁরা প্রত্যেকেই ইস্টবেঙ্গলের কোচিং ব্রিগেডের সদস্য। নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচে ফুটবলারদের তাঁরা নির্দেশ দিচ্ছেন এভাবে চিৎকার করে। ভুল-ত্রুটি শুধরে নিতে এই চিৎকার ফুটবল অনুশীলনের চেনা ছবি। লাল-হলুদ প্র্যাকটিসও তার ব্যতিক্রম নয়।

আক্রমণ থেকে রক্ষণ সব বিভাগেই একাধিক সমস্যা। কীভাবে তার সমাধান হবে তা বুঝে পাচ্ছেন না কার্লেস কুয়াদ্রাত। সোমবার ঘরের মাঠে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ নর্থ-ইস্ট ইউনাইটেড। এই দলটির বিরুদ্ধে ডুরান্ড কাপে টাই ভেঙে জিতেছিল লাল-হলুদ। দুই উইঙ্গার জাভাকো এবং ফাল্গুনী সিং লাল-হলুদ রক্ষণকে পুরো সময় অস্বস্তিতে রেখেছিলেন। এবার তাদের ফের সামলানোর চ্যালেঞ্জ। ফলে ঘরের মাঠে জয়ের খোঁজে কার্লেস কুয়াদ্রাত রক্ষণের ফুটিফাটা মেরামতে ব্যস্ত।

নর্থ-ইস্ট ইউনাইটেড সাত ম্যাচে দু'টি জয় তিনটি ড্র করে 9 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ছয় নম্বরে রয়েছে। শেষ ম্যাচে তারা বেঙ্গালুরু এফসির সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল। অন্যদিকে, চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে পার্দোর ছোট ভুলে নিশ্চিত 3 পয়েন্ট হাতছাড়া হয়েছিল। অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িনের বিরুদ্ধে 1-1 গোলে ড্র করে এক পয়েন্টে সন্তুষ্ট থাকতে হয়েছিল ইস্টবেঙ্গলের। হারের হ্যাটট্রিকের পরে ড্র করে অন্তত খালি হাতে ফিরতে না-হওয়ার মধ্যে তৃপ্তি খুঁজেছিল লাল-হলুদ। তবে আত্মতুষ্টি নয়। এবার ভুল শুধরে সামনে তাকানোর ডাক।

পাঁচ ডিফেন্ডারে দল সাজাচ্ছেন লাল-হলুদ কোচ। রক্ষণ মজবুত করে গোলের খোঁজে নামছে ৷ কিন্তু পাঁচ ডিফেন্ডারের বোঝাপড়ায় এখনও খুঁত রয়েছে। আর তা কাজে লাগিয়ে প্রতিপক্ষ বাজিমাত করছে। শনিবার অনুশীলনে দুই সাইড ব্যাককে বাড়তি সময় ব্যয় করা হয়। পাশাপাশি মহেশ নাওরেম সিংকে উইংয়ে ব্যবহার করতে দেখা গিয়েছে। যাতে প্রতিপক্ষের সাইড ব্যাক নিশ্চিন্তে ওভারল্যাপ না-করতে পারে। কুয়াদ্রাতের কাছে আশার আলো বোরহার সুস্থ হয়ে ওঠা।

সোমবার প্রথম একাদশে না-থাকলেও পরিবর্ত হিসেবে নামতে পারেন। জর্ডন এলসের চোট চলতি মরশুমে বড় ধাক্কা। স্প্যানিশ ডিফেন্ডার শুধু নির্ভরতা দিচ্ছিলেন না, দলকে পিছন থেকে পরিচালনা করছিলেন। মাঠের মধ্যে সেই নেতৃত্ব দেওয়ার লোকের অভাব কুয়াদ্রাতের সংসারে। আক্রমণভাগে ক্লেইটন সিলভা সেই ভূমিকা নিতে পারতেন। কিন্তু তিনি তো চলতি মরশুমে স্কোরিং বুটটা সেভাবে খুঁজে পাননি। ফলে ব্রাজিলীয় স্ট্রাইকারের খেলায় কোথায় যেন আত্মবিশ্বাসের অভাব।

তাঁর ছন্দহীনতা ঢেকে যেত যদি সিভেরিও ফর্মে থাকতেন। স্প্যানিশ স্ট্রাইকারের অবস্থা এতটাই করুন যে লুকিয়ে রাখাই দায় হয়ে উঠেছে। এই অবস্থায় দলবদলের দ্বিতীয় উইন্ডোতে পরিবর্ত খোঁজা একমাত্র পথ। কিন্তু তার জন্য যে অর্থ মঞ্জুরি দরকার তা লাল-হলুদের লগ্নিকারী সংস্থা করছে না-বলে খবর। "আমাদের একটা ডিফেন্ডার এবং স্ট্রাইকার দরকার। কিন্তু টাকা নেই", বলছিলেন ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটির কর্তা। কার্লেস কুয়াদ্রাতের অবশ্য এসব নিয়ে চিন্তা করার ফুরসত নেই। যা আছে তা দিয়েই সাফল্যের অঙ্ক সাজানোর চেষ্টা চালাচ্ছেন।

শনিবারের অনুশীলনে বলের দখল নিজেদের পায়ে রাখার পাশাপাশি সেটপিসে জোর দিতেও দেখা গিয়েছে। তবে রক্ষণ আঁটসাট করে ম্যাচ জয়ের যে ছক তা ভাঙতে রাজি নন। এই পর্বের বাকি চার ম্যাচ থেকে যত বেশি সংখ্যক পয়েন্ট তোলা পাখির চোখ। তাতে এক পয়েন্ট আসলেও ক্ষতি নেই। তবে যেহেতু ঘরের মাঠে খেলা তাই তিন পয়েন্টে জোর কুয়াদ্রাতের। তার জন্য রক্ষণ সামলে জয়ের জন্য ঝাঁপাতে বলছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. এএফসি'র দুঃখ ভুলে আইএসএলে পাঁচে পাঁচ, কলিঙ্গ দেশে নিজাম 'বধ' বাগানের
  2. পাঁচ গোলের ধাক্কা সরিয়ে কলিঙ্গে জয়ের খোঁজে মোহনবাগান সুপার জায়ান্ট
  3. সিদ্ধান্তে অনড় বাগান, 'বিনা যুদ্ধেই' ডার্বিতে বাজিমাত লাল-হলুদের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.