ETV Bharat / sports

অনুশীলনের অভাবে ধুঁকছে উত্তরবঙ্গের টিটি, মুখ্যমন্ত্রীর কাছে মান্তু ঘোষ - KOLKATA TT

রাজ্য টেবিল টেনিসে গড়ে ওঠা বিভাজনে ইতি টানতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন। একই সঙ্গে সরব হয়েছেন উত্তরবঙ্গের টেবিল টেনিসের প্রতি বঞ্চনা নিয়ে। নিজে খেলোয়াড় ছিলেন। বর্তমানে টেবিল টেনিস কোচ এবং প্রশাসক। এবার টেবিল টেনিস সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন মান্তু ঘোষ।

অনুশীলনের অভাবে ধুঁকছে উত্তরবঙ্গের টিটি
author img

By

Published : Jun 21, 2019, 2:39 PM IST

কলকাতা, 21 জুন : প্রতিভার অভাব নেই। কিন্তু তাদের তৈরি করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নেই। অথচ উত্তরবঙ্গ থেকে সাম্প্রতিক কালে অলিম্পিয়ান উঠে এসেছে। শিলিগুড়ি মানেই টেবিল টেনিসের শহর । কিন্তু বর্তমানে পরিকাঠামের অভাবে হারিয়ে যাচ্ছে শিলিগুড়ির সেই ঐতিহ্য ।

মান্তু ঘোষ বলছেন পরিকাঠামোর অভাব উত্তরবঙ্গকে পিছিয়ে দিচ্ছে । ভালো পরিকাঠামো না থাকলে কোন খেলোয়াড়ও বড় মঞ্চে নিজেকে মেলে ধরতে পারবে না । নিজের অভিজ্ঞতার নিরিখে মান্তু বলছেন, ''ক্লাবে প্র্যাকটিস করে স্টেডিয়ামে খেলা কঠিন । সেই খামতি মেটাতে স্টেডিয়ামে প্র্যাকটিস শুরু হয়েছিল । আগে বিদ্যুৎ বিভ্রাট ও মাশুল এড়াতে সকালে অনুশীলন করানো হত। এখন সেটাও বন্ধ।''

পরিকাঠামোর খামতি মেটাতে বারবার রাজ্যের মন্ত্রীদের দ্বারস্থ হয়েছেন । রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন। ক্রীড়ামন্ত্রী স্বয়ং স্টেডিয়ামে অনুশীলন করার ব্যবস্থা করবেন বলেছিলেন । কিন্তু অবস্থা যে তিমিরে ছিল সেই তিমিরেই। এবার তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মান্তু ঘোষ ।

কলকাতা, 21 জুন : প্রতিভার অভাব নেই। কিন্তু তাদের তৈরি করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নেই। অথচ উত্তরবঙ্গ থেকে সাম্প্রতিক কালে অলিম্পিয়ান উঠে এসেছে। শিলিগুড়ি মানেই টেবিল টেনিসের শহর । কিন্তু বর্তমানে পরিকাঠামের অভাবে হারিয়ে যাচ্ছে শিলিগুড়ির সেই ঐতিহ্য ।

মান্তু ঘোষ বলছেন পরিকাঠামোর অভাব উত্তরবঙ্গকে পিছিয়ে দিচ্ছে । ভালো পরিকাঠামো না থাকলে কোন খেলোয়াড়ও বড় মঞ্চে নিজেকে মেলে ধরতে পারবে না । নিজের অভিজ্ঞতার নিরিখে মান্তু বলছেন, ''ক্লাবে প্র্যাকটিস করে স্টেডিয়ামে খেলা কঠিন । সেই খামতি মেটাতে স্টেডিয়ামে প্র্যাকটিস শুরু হয়েছিল । আগে বিদ্যুৎ বিভ্রাট ও মাশুল এড়াতে সকালে অনুশীলন করানো হত। এখন সেটাও বন্ধ।''

পরিকাঠামোর খামতি মেটাতে বারবার রাজ্যের মন্ত্রীদের দ্বারস্থ হয়েছেন । রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন। ক্রীড়ামন্ত্রী স্বয়ং স্টেডিয়ামে অনুশীলন করার ব্যবস্থা করবেন বলেছিলেন । কিন্তু অবস্থা যে তিমিরে ছিল সেই তিমিরেই। এবার তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মান্তু ঘোষ ।

Intro:রাজ্য টেবিল টেনিসে গড়ে ওঠা বিভাজনে ইতি টানতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন। একই সঙ্গে সরব হয়েছেন উত্তরবঙ্গের টেবিল টেনিসের প্রতি বঞ্চনা নিয়ে। নিজে খেলোয়াড় ছিলেন।বর্তমানে টেবিল টেনিস কোচ এবং প্রশাসক। ফলে টেবিল টেনিস সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন মান্তু ঘোষ।


Body:প্রতিভার অভাব নেই। কিন্তু তাদের তৈরি করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নেই। অথচ উত্তরবঙ্গ থেকে সাম্প্রতিক কালে অলিম্পিয়ান উঠে এসেছে। অর্জুন পুরস্কার প্রাপ্ত টেবিল টেনিস তারকার বাস উত্তরবঙ্গ টেবিল টেনিসে। বাংলার ক্রীড়ামহল মানে টেবিল টেনিসের শহর শিলিগুড়ি। মান্তু ঘোষ বলছেন পরিকাঠামোর অভাব উত্তরবঙ্গ কে পিছিয়ে দিচ্ছে। ভালো পরিকাঠামো না থাকলে কোন খেলোয়াড় ই বড় মঞ্চে মেলে ধরতে পারবে না। নিজের অভিজ্ঞতার নিরিখে মান্তু বলছেন ক্লাবে প্র্যাকটিস করে স্টেডিয়ামে খেলা কঠিন। সেই খামতি মেটাতে স্টেডিয়ামে প্র্যাকটিস শুরু হয়েছিল। বিদ্যুৎ বিভ্রাট ও বিল এড়াতে সকালে অনুশীলন করানো হত। এখন সেটাও বন্ধ। পরিকাঠামোর খামতি মেটাতে বারবার রাজ্যের মন্ত্রীদের দ্বারস্থ হয়েছেন। রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন। ক্রীড়ামন্ত্রী স্বয়ং স্টেডিয়ামে অনুশীলন করার ব্যবস্থা করতে বলেছেন। কিন্তু অবস্থা যে তিমিরে ছিল সেই তিমিরেই। মান্তু ইতিমধ্যে বেঙ্গল অলিম্পিক অ্যশোসিয়েশনের সচিব স্বপন ব্যানার্জি র সঙ্গে কথা বলেছেন। এবার মান্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি র শরনাপন্ন হতে চান। কারন যেকোনও মূল্যে টেবিল টেনিস খেলোয়াড়দের স্বার্থ রক্ষা একমাত্র লক্ষ্য।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.