ETV Bharat / sports

East Bengal-Emami Contract Row: চুক্তি নিয়ে জটিলতা নেই, দাবি ইস্টবেঙ্গল কর্তার - Debabrata Sarkar

ইস্টবেঙ্গল ও ইমামির মধ্য চুক্তি নিয়ে কোনও জট নেই বলে জানালেন দেবব্রত সরকার (No complications with Emami regarding football rights contract says East Bengal club) ৷ বৃহস্পতিবার দু’পক্ষের মধ্যে আলোচনায় সব সমস্যা মিটে গিয়েছে বলে জানান তিনি ৷ তবে, চুক্তির খসড়ার যে দু’টি শর্ত নিয়ে লাল-হলুদ কর্তাদের আপত্তি ছিল, তা নিয়ে কিছু বলতে চাননি ইস্টবেঙ্গল কর্তা ৷

No Complications With Emami on Football Rights Contract Says East Bengal Club
No Complications With Emami on Football Rights Contract Says East Bengal Club
author img

By

Published : Jul 8, 2022, 9:37 AM IST

কলকাতা, 8 জুলাই: চুক্তি সম্পাদনের ক্ষেত্রে আর কোনও জটিলতা নেই বলে জানিয়ে দিল ইস্টবেঙ্গল ক্লাব ৷ শীর্ষকর্তা দেবব্রত সরকার বৃহস্পতিবার জানিয়ে দিলেন, ইমামি গ্রুপ পরিমার্জিত যে চুক্তিপত্র ক্লাবে পাঠিয়েছিল, তার মধ্যে দু'টো শর্ত নিয়ে আপত্তি ছিল ৷ কিন্তু, বৃহস্পতিবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে পুরো বিষয়টি নিয়ে দু’পক্ষের আলোচনা হয়েছে ৷ যে দু’টি শর্ত নিয়ে ক্লাবের আপত্তি ছিল তা মিটে গিয়েছে (No complications with Emami regarding football rights contract says East Bengal club) ৷ এ বার চুড়ান্ত চুক্তিপত্র তৈরি হলে সেখানে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ সই করে দেবে ৷

আগামী দু’দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পাদিত হবে বলে আশাবাদী ইস্টবেঙ্গল কর্তারা ৷ চুক্তি স্বাক্ষরের বিষয়টি আগামী সপ্তাহের শুরুতে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হবে ৷ চলতি সপ্তাহে সোমবার লগ্নিকারী সংস্থা ইমামির পাঠানো চুক্তিপত্র ইস্টবেঙ্গল ক্লাবে পৌঁছয় ৷ কিন্তু, তা খতিয়ে দেখে ইস্টবেঙ্গল কর্তারা ফিরিয়ে দেননি বলে অভিযোগ করেছিল ইমামি ৷ ফলে বোঝা যায়, চুক্তিজট কেটেছে বলে যে খবর পাওয়া গিয়েছিল, তা মোটেই সত্যি নয় ৷ বরং বিষয়টি আরও জটিল হয়ে গিয়েছিল ৷

বিশ্বস্ত সূত্রের দাবি করা হয়েছিল, সোমবার রাতে চুক্তিপত্র ইমামির তরফে ইস্টবেঙ্গল ক্লাবে পৌঁছয় ৷ তার পর দ্রুত তা খতিয়ে দেখে চূড়ান্ত রূপায়নের জন্য লগ্নিকারী সংস্থার অফিসে পৌঁছবে বলে আশা করা হয়েছিল ৷ কিন্তু, বুধবার বিকেল পর্যন্ত তা ইমামির অফিসে পৌঁছয়নি ৷ চুক্তিপত্রের খসড়ায় যা রাখা হয়েছে, তা মেনে না-নেওয়ার কোনও কারণ নেই বলে লগ্নিকারী সংস্থা জানায় ৷ ফলে চুক্তির চূড়ান্ত বাস্তবায়নের বিষয়টি তখন ইস্টবেঙ্গলের কোর্টে ঠেলে দেয় ইমামি ৷

এমনকী ইমামি গ্রুপের কর্ণধার আদিত্য আগরওয়াল ইস্টবেঙ্গেলের অস্বস্তি কিছুটা বাড়িয়েই দিয়েছিলেন ৷ তিনি বলেন, ‘‘সোমবার আমরা চুক্তিপত্রের খসড়া পাঠিয়ে দিয়েছিলাম ৷ তার পর তা ক্লাব দেখে আমাদের কাছে পাঠিয়েছে এমন খবর নেই ৷ কবে পাঠাবে সেটা ক্লাবই বলতে পারবে !’’ এই উষ্মা সামনে আসতেই অপছন্দের শর্ত দু’টি নিয়ে মতানৈক্য না বাড়িয়ে, মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয় ইস্টবেঙ্গল ৷ এরপর ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান আগামী দুই থেকে তিন দিনের মধ্যে চুক্তি চূড়ান্ত হয়ে যাবে ৷ অথচ দু’পক্ষের মুখোমুখি বৈঠকের পরে ইতিবাচক দিকেই সবকিছু দ্রুত এগোবে বলে মনে করা হয়েছিল ৷ তা সত্ত্বেও কেন জটিলতা ? তার ব্যাখ্যায় দেবব্রত সরকার বলেছেন, ‘‘চুক্তির কোন জায়গায় আপত্তি তা প্রকাশ করা সম্ভব নয়। তবে, সমস্যা মিটে গিয়েছে এটুকু বলা যেতে পারে।’’

আরও পড়ুন: EB-Emami Agreement: চূড়ান্ত চুক্তি কবে ইস্টবেঙ্গলই জানে, ক্লাবের কোর্টে বল ঠেললেন ইমামি কর্ণধার

যদিও ইমামি গ্রুপের তরফে বলা হয়েছে, লাল-হলুদ শীর্ষকর্তার সঙ্গে বৈঠকের বিষয়টি নিয়ে অবহিত নয় তারা ৷ চুক্তির শতাংশের হিসেব কোন পক্ষে কতটা থাকবে, তা নিয়ে মন্তব্য করেননি লাল-হলুদ কর্তা ৷ তবে, কোম্পানি গঠন প্রসঙ্গে দেবব্রত সরকার জানান, ক্লাবের প্রতিনিধি দু’জন থাকবে ৷

এ দিকে দলবদলের বাজারে প্রতিদিনই আইএসএল এর দলগুলি তাদের ফুটবলার নেওয়ার খবর প্রকাশ করছে ৷ সেখানে ইস্টবেঙ্গল থেকে ফুটবলার চলে যাওয়ার খবরে দিশেহারা লাল-হলুদ জনতা ৷ এই অবস্থায় ইস্টবেঙ্গল কর্তারা অবশ্য কলকাতা লিগ, ডুরান্ড-সহ সব টুর্নামেমেন্ট খেলার কথা বলছেন ৷ তবে, লাল-হলুদ সমর্থকদের আশঙ্কা, অংশগ্রহণ করলেও সাফল্য অধরা রয়ে যাবে ৷ আর তা যে অমূলক নয়, তা লাল-হলুদ শীর্ষকর্তাও মনে করিয়ে দিয়েছেন ৷ কারণ, দলগঠনের বিষয়টি ক্লাবের হাতে নেই ৷

কলকাতা, 8 জুলাই: চুক্তি সম্পাদনের ক্ষেত্রে আর কোনও জটিলতা নেই বলে জানিয়ে দিল ইস্টবেঙ্গল ক্লাব ৷ শীর্ষকর্তা দেবব্রত সরকার বৃহস্পতিবার জানিয়ে দিলেন, ইমামি গ্রুপ পরিমার্জিত যে চুক্তিপত্র ক্লাবে পাঠিয়েছিল, তার মধ্যে দু'টো শর্ত নিয়ে আপত্তি ছিল ৷ কিন্তু, বৃহস্পতিবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে পুরো বিষয়টি নিয়ে দু’পক্ষের আলোচনা হয়েছে ৷ যে দু’টি শর্ত নিয়ে ক্লাবের আপত্তি ছিল তা মিটে গিয়েছে (No complications with Emami regarding football rights contract says East Bengal club) ৷ এ বার চুড়ান্ত চুক্তিপত্র তৈরি হলে সেখানে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ সই করে দেবে ৷

আগামী দু’দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পাদিত হবে বলে আশাবাদী ইস্টবেঙ্গল কর্তারা ৷ চুক্তি স্বাক্ষরের বিষয়টি আগামী সপ্তাহের শুরুতে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হবে ৷ চলতি সপ্তাহে সোমবার লগ্নিকারী সংস্থা ইমামির পাঠানো চুক্তিপত্র ইস্টবেঙ্গল ক্লাবে পৌঁছয় ৷ কিন্তু, তা খতিয়ে দেখে ইস্টবেঙ্গল কর্তারা ফিরিয়ে দেননি বলে অভিযোগ করেছিল ইমামি ৷ ফলে বোঝা যায়, চুক্তিজট কেটেছে বলে যে খবর পাওয়া গিয়েছিল, তা মোটেই সত্যি নয় ৷ বরং বিষয়টি আরও জটিল হয়ে গিয়েছিল ৷

বিশ্বস্ত সূত্রের দাবি করা হয়েছিল, সোমবার রাতে চুক্তিপত্র ইমামির তরফে ইস্টবেঙ্গল ক্লাবে পৌঁছয় ৷ তার পর দ্রুত তা খতিয়ে দেখে চূড়ান্ত রূপায়নের জন্য লগ্নিকারী সংস্থার অফিসে পৌঁছবে বলে আশা করা হয়েছিল ৷ কিন্তু, বুধবার বিকেল পর্যন্ত তা ইমামির অফিসে পৌঁছয়নি ৷ চুক্তিপত্রের খসড়ায় যা রাখা হয়েছে, তা মেনে না-নেওয়ার কোনও কারণ নেই বলে লগ্নিকারী সংস্থা জানায় ৷ ফলে চুক্তির চূড়ান্ত বাস্তবায়নের বিষয়টি তখন ইস্টবেঙ্গলের কোর্টে ঠেলে দেয় ইমামি ৷

এমনকী ইমামি গ্রুপের কর্ণধার আদিত্য আগরওয়াল ইস্টবেঙ্গেলের অস্বস্তি কিছুটা বাড়িয়েই দিয়েছিলেন ৷ তিনি বলেন, ‘‘সোমবার আমরা চুক্তিপত্রের খসড়া পাঠিয়ে দিয়েছিলাম ৷ তার পর তা ক্লাব দেখে আমাদের কাছে পাঠিয়েছে এমন খবর নেই ৷ কবে পাঠাবে সেটা ক্লাবই বলতে পারবে !’’ এই উষ্মা সামনে আসতেই অপছন্দের শর্ত দু’টি নিয়ে মতানৈক্য না বাড়িয়ে, মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয় ইস্টবেঙ্গল ৷ এরপর ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান আগামী দুই থেকে তিন দিনের মধ্যে চুক্তি চূড়ান্ত হয়ে যাবে ৷ অথচ দু’পক্ষের মুখোমুখি বৈঠকের পরে ইতিবাচক দিকেই সবকিছু দ্রুত এগোবে বলে মনে করা হয়েছিল ৷ তা সত্ত্বেও কেন জটিলতা ? তার ব্যাখ্যায় দেবব্রত সরকার বলেছেন, ‘‘চুক্তির কোন জায়গায় আপত্তি তা প্রকাশ করা সম্ভব নয়। তবে, সমস্যা মিটে গিয়েছে এটুকু বলা যেতে পারে।’’

আরও পড়ুন: EB-Emami Agreement: চূড়ান্ত চুক্তি কবে ইস্টবেঙ্গলই জানে, ক্লাবের কোর্টে বল ঠেললেন ইমামি কর্ণধার

যদিও ইমামি গ্রুপের তরফে বলা হয়েছে, লাল-হলুদ শীর্ষকর্তার সঙ্গে বৈঠকের বিষয়টি নিয়ে অবহিত নয় তারা ৷ চুক্তির শতাংশের হিসেব কোন পক্ষে কতটা থাকবে, তা নিয়ে মন্তব্য করেননি লাল-হলুদ কর্তা ৷ তবে, কোম্পানি গঠন প্রসঙ্গে দেবব্রত সরকার জানান, ক্লাবের প্রতিনিধি দু’জন থাকবে ৷

এ দিকে দলবদলের বাজারে প্রতিদিনই আইএসএল এর দলগুলি তাদের ফুটবলার নেওয়ার খবর প্রকাশ করছে ৷ সেখানে ইস্টবেঙ্গল থেকে ফুটবলার চলে যাওয়ার খবরে দিশেহারা লাল-হলুদ জনতা ৷ এই অবস্থায় ইস্টবেঙ্গল কর্তারা অবশ্য কলকাতা লিগ, ডুরান্ড-সহ সব টুর্নামেমেন্ট খেলার কথা বলছেন ৷ তবে, লাল-হলুদ সমর্থকদের আশঙ্কা, অংশগ্রহণ করলেও সাফল্য অধরা রয়ে যাবে ৷ আর তা যে অমূলক নয়, তা লাল-হলুদ শীর্ষকর্তাও মনে করিয়ে দিয়েছেন ৷ কারণ, দলগঠনের বিষয়টি ক্লাবের হাতে নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.